হাদীস সম্ভার ৩৯০২ টি হাদিস ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী সম্পূর্ণ হাদিস গ্রন্থটি একসাথে পড়ুন
অধ্যায় ও পরিচ্ছেদ তালিকা সর্বমোট হাদিস | হাদিসের ব্যাপ্তি
১/ ঈমান ১৩৩ টি | ১-১৩৩ পর্যন্ত
  • তাওহীদ ও শির্ক বিষয়ক হাদীসসমূহ
  • মহান আল্লাহর গুণাবলী
  • আল্লাহর দীদার
  • গায়বী খবর আল্লাহই জানেন
  • অশুভ লক্ষণ মানা নিষেধ
  • বৈধ অসীলা
  • ফিরিশতার প্রতি ঈমান
  • মহানবী (ﷺ) মানুষ ছিলেন
  • মহানবী (ﷺ) এর মহা সুপারিশ
  • নবী-প্রীতি ঈমানের অঙ্গ
  • নবী (ﷺ) এর ব্যাপারে অতিরঞ্জন
  • মহানবী (ﷺ) আখেরী নবী
  • জ্বিন ও শয়তান জগৎ
  • তকদীরের প্রতি ঈমান
  • ঈমানে সন্দেহ
  • ঈমান নবায়ন
  • পরকালে ঈমান
  • ২/ বিদআত ১৯ টি | ১৩৪-১৫২ পর্যন্ত
  • ইসলাম পূর্ণাঙ্গ দ্বীন
  • বিদআত এবং (দ্বীনে) নতুন কাজ আবিষ্কার করা নিষেধ
  • ৩/ নিয়্যাত ৩৪ টি | ১৫৩-১৮৬ পর্যন্ত
  • নিয়ত ও ইখলাস সম্পর্কিত হাদীসসমূহ
  • ‘রিয়া’ (লোক-প্রদর্শনমূলক কার্যকলাপ) হারাম
  • ৪/ আন্তরিক কর্মাবলী ৩২০ টি | ১৮৭-৫০৬ পর্যন্ত
  • আল্লাহভীতি ও সংযমশীলতা
  • দৃঢ়-প্রত্যয় ও (আল্লাহর প্রতি) ভরসা
  • আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করার গুরুত্ব
  • মুরাক্বাবাহ্ (আল্লাহর ধ্যান)
  • আল্লাহকে লজ্জা করা
  • দ্বীনে অটল থাকার হাদীসসমূহ
  • সদাচার অব্যাহত রাখার গুরুত্ব
  • ত্যাগ ও সহমর্মিতা প্রসঙ্গে
  • দুনিয়াদারি ত্যাগ করার মাহাত্ম্য, দুনিয়া কামানো কম করার প্রতি উৎসাহ প্রদান এবং দারিদ্রের ফযীলত
  • অল্পে তুষ্টি, চাওয়া হতে দূরে থাকা এবং মিতাচারিতা ও মিতব্যয়িতার মাহাত্ম্য এবং অপ্রয়োজনে চাওয়ার নিন্দাবাদ
  • মরণকে স্মরণ এবং কামনা-বাসনা কম করার গুরুত্ব
  • উপবাস, রুক্ষ ও নীরস জীবন যাপন করা, পানাহার ও পোশাক ইত্যাদি মনোরঞ্জনমূলক বস্ত্ততে অল্পে তুষ্ট হওয়া এবং প্রবৃত্তির দাসত্ব বর্জন করার মাহাত্ম্য
  • কান্না করার হাদীসসমূহ
  • মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা
  • মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতা
  • ইবাদতে মধ্যমপন্থা অবলম্বন
  • মুজাহাদাহ বা দ্বীনের জন্য এবং আত্মা, শয়তান ও দ্বীনের শত্রুদের বিরুদ্ধে নিরলস চেষ্টা, টানা পরিশ্রম ও আজীবন সংগ্রাম করার গুরুত্ব
  • শুভকাজে প্রতিযোগিতা ও শীঘ্র করা এবং পুণ্যকামীকে পুণ্যের প্রতি তৎপরতার সাথে নির্দ্বিধায় সম্পাদন করতে উৎসাহিত করা
  • পরকালের কাজে প্রতিযোগিতা করা এবং বরকতময় জিনিস অধিক কামনা করার বিবরণ
  • আমলের রক্ষণাবেক্ষণ
  • আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব
  • আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য
  • একই সাথে আল্লাহর প্রতি ভয় ও আশা রাখার বিবরণ
  • পুণ্যের পথ অনেক
  • ৫/ পবিত্রতা ও পরিচ্ছন্নতা ৭১ টি | ৫০৭-৫৭৭ পর্যন্ত
  • দাঁতন করার মাহাত্ম্য ও প্রকৃতিগত আচরণসমূহ
  • চুল পাকার মাহাত্ম্য
  • পবিত্র থাকার নির্দেশ
  • অপবিত্র দেহ অস্পৃশ্য নয়
  • প্রস্রাব-পায়খানার আদব সংক্রান্ত
  • আম গোসলখানা
  • ওযূর ফযীলত
  • তায়াম্মুম
  • ৬/ স্বলাত (নামায) ৩২৯ টি | ৫৭৮-৯০৬ পর্যন্ত
  • স্বলাতের জায়গা
  • কবরের দিকে মুখ করে নামায পড়া নিষেধ
  • মসজিদ বিষয়ক হাদীসসমূহ
  • আযানের ফযীলত
  • আযানের পর বিনা ওযরে ফরয নামায না পড়ে মসজিদ থেকে চলে যাওয়া মাকরূহ
  • নামাযের ইকামত শুরু হবার পর নফল বা সুন্নত নামায পড়া মাকরূহ
  • ফরয নামাযসমূহের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ এবং তা ত্যাগ করা সম্বন্ধে কঠোর নিষেধ ও চরম হুমকি
  • নামাযের ফযীলত
  • ফজর ও আসরের নামাযের ফযীলত
  • সানার একটি দু‘আ
  • নামাযে সূরা ফাতিহার গুরুত্ব
  • সূরা ফাতিহার শেষে ‘আমীন’ বলার মাহাত্ম্য
  • কওমার দু‘আ
  • সিজদাহ
  • মসজিদে যাওয়ার ফযীলত
  • জামাআত সহকারে নামাযের ফযীলত
  • ফজর ও এশার জামাআতে হাযির হতে উৎসাহদান
  • মহিলাদের জামাআত
  • প্রথম কাতারের ফযীলত, প্রথম কাতারসমূহ পূরণ করা, কাতার সোজা করা এবং ঘন হয়ে কাতার বাঁধার গুরুত্ব
  • ইমামতি বিষয়ক হাদীসসমূহ
  • নামাযীর সামনে দিয়ে পার হওয়া হারাম
  • ফরয নামাযের পর যিকর ও দু‘আ
  • নামাযের প্রতীক্ষা করার ফযীলত
  • এশার নামাযের পর কথাবার্তা বলা মাকরূহ
  • জুমআর দিনের মাহাত্ম্য ও গুরুত্ব
  • রোযার জন্য জুমআর দিন এবং নামাযের জন্য জুমআর রাত নির্দিষ্ট করা মাকরূহ
  • জুমআর আহকাম
  • জুমআর দিন খুৎবা চলাকালীন সময়ে দুই হাঁটুকে পেটে লাগিয়ে বসা অপছন্দনীয়
  • রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত
  • সূর্য বা চন্দ্রগ্রহণের সময় নামায
  • চাশতের নামাযের ফযীলত
  • সূর্য উঁচুতে ওঠার পর থেকে ঢলা পর্যন্ত চাশতের নামায পড়া বিধেয়। উত্তম হল দিন উত্তপ্ত হলে এবং সূর্য আরো উঁচুতে উঠলে এ নামায পড়া
  • বিতরের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়
  • নামায কাযা
  • নামাযে জায়েয কর্মাবলী
  • নামায মুনাজাত
  • মুনাফিকের নামায
  • নামাযে যা নিষিদ্ধ - পুরুষের চুল বাঁধা
  • নামাযে যা নিষিদ্ধ - নামাযের মধ্যে কোমরে হাত রাখা মকরূহ
  • নামাযে যা নিষিদ্ধ - খাবারের চাহিদা থাকা কালে খাবার উপস্থিত রেখে এবং পেশাব-পায়খানার খুব চাপ থাকলে উভয় অবস্থায় নামায পড়া মাকরূহ
  • নামাযে যা নিষিদ্ধ - নামাযে আসমান বা উপরের দিকে তাকানো নিষেধ
  • নামাযে যা নিষিদ্ধ - বিনা ওযরে নামাযে এদিক-ওদিক তাকানো মাকরূহ
  • রুকূ-সিজদা সঠিকভাবে না করা
  • নফল নামাযের ফযীলত
  • নির্জন প্রান্তরে স্বলাত
  • ফরয নামাযের সাথে সুন্নাতে ‘মুআক্কাদাহ’ পড়ার ফযীলত। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ ও তার মাঝামাঝি রাকআত-সংখ্যার বিবরণ
  • ফজরের দু’ রাকআত সুন্নতের গুরুত্ব
  • ফজরের দু’ রাকআত সুন্নত হালকা পড়া, তাতে কী সূরা পড়া হয় এবং তার সময় কী?
  • তাহজ্জুদের নামায পড়ুক আর না পড়ুক ফজরের দু’ রাকআত সুন্নত পড়ে ডান পার্শ্বে শোয়া মুস্তাহাব ও তার প্রতি উৎসাহ দান।
  • যোহরের সুন্নত
  • আসরের সুন্নতের বিবরণ
  • মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ
  • জুমআর সুন্নত
  • নফল নামাযের নিষিদ্ধ সময়
  • ওযূর পর তাহিয়্যাতুল ওযূর দু’ রাকআত নামায পড়া উত্তম
  • তাহিয়্যাতুল মাসজিদ
  • মসজিদের মধ্যে ঝগড়া-বিবাদ ও হৈ-হল্লা করা, হারানো বস্তুর খোঁজ বা ঘোষণা করা, কেনা-বেচা করা, ভাড়া বা মজুরী বা ইজারা চুক্তি ইত্যাদি অনুরূপ কর্ম নিষেধ
  • (কাঁচা) রসূন, পিঁয়াজ, লীক পাতা তথা তীব্র দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে, দুর্গন্ধ দূর না করে মসজিদে প্রবেশ করা নিষেধ। তবে নিতান্ত প্রয়োজনবশতঃ জায়েয।
  • নফল (ও সুন্নত নামায) ঘরে পড়া উত্তম; তা সুন্নতে মুআক্কাদাহ হোক কিংবা অন্য কিছু। সুন্নত বা নফলের জন্য, যে স্থানে ফরয নামায পড়া হয়েছে সে স্থান পরিবর্তন করা বা ফরয ও তার মধ্যে কোন কথা দ্বারা ব্যবধান সৃষ্টি করার নির্দেশ
  • ৭/ যাকাত ও সাদকা ১১৯ টি | ৯০৭-১০২৫ পর্যন্ত
  • যাকাতের অপরিহার্যতা এবং তার ফযীলত
  • দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা করে পুণ্য কাজে ব্যয় করার বিবরণ
  • দুধ খেতে গাই ধার দেওয়া
  • অন্নদান
  • সাদকা-এ-জারিয়াহ
  • সর্বশ্রেষ্ঠ সাদকা
  • নিজের পছন্দনীয় ও প্রিয় জিনিস এবং আত্মীয়কে খরচ করার গুরুত্ব
  • গোপনে দান
  • স্ত্রীর দান
  • কৃপণতা ও ব্যয়কুণ্ঠতা
  • উপহার বা দানের বস্তু ফেরৎ নেওয়া অপছন্দনীয় কাজ
  • সাদকা জমা করতে খিয়ানত
  • যাকাতের হকদার
  • ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকা এবং অপরকে দান করার প্রতি উৎসাহ দেওয়া প্রসঙ্গে
  • বিনা চাওয়ায় এবং বিনা লোভ-লালসায় যে মাল পাওয়া যাবে, তা নেওয়া জায়েয
  • ৮/ সিয়াম ১০২ টি | ১০২৬-১১২৭ পর্যন্ত
  • রমযানের ফযীলত
  • সিয়ামের ফযীলত
  • রমযানের সিয়াম ফরয, তার ফযীলত ও আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়াবলী
  • মাহে রমযানে অধিকাধিক সৎকর্ম ও দান খয়রাত করা তথা এর শেষ দশকে আরো বেশী সৎকর্ম করা প্রসঙ্গে
  • সিয়াম পালনকারী নিজ জিভ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে সিয়ামের পরিপন্থী ক্রিয়াকলাপ তথা গালি-গালাজ ও অনুরূপ অন্য অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে
  • সিয়াম সম্পর্কিত কিছু জ্ঞাতব্য বিষয়
  • চাঁদ দেখে সিয়াম
  • নতুন চাঁদ দেখলে যা বলতে হয়
  • সেহরী খাওয়ার ফযীলত যদি ফজর উদয়ের আশংকা না থাকে, তাহলে তা বিলম্ব করে খাওয়া উত্তম
  • সূর্যাস্তের সাথে সাথে দেরী না করে ইফতার করার ফযীলত, কোন খাদ্য দ্বারা ইফতার করবে ও তার পরের দু‘আ
  • সহবাসে সিয়াম নষ্ট করার কাফ্ফারা
  • কিয়ামে রমযান বা তারাবীহর স্বলাত মুস্তাহাব
  • রমযান মাসে ই’তিকাফ সম্পর্কে
  • শবে ক্বদরের ফযীলত এবং সর্বাধিক স‎ম্ভাবনাময় রাত্রি প্রসঙ্গে
  • সিয়ামের কাযা
  • শওয়াল মাসের ছ’দিন সিয়াম পালনের ফযীলত
  • সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখার ফযীলত
  • প্রত্যেক মাসে তিনটি করে সিয়াম রাখা মুস্তাহাব
  • আরাফা ও আশুরার সিয়াম রাখার ফযীলত
  • শা’বানের সিয়াম
  • অর্ধ শা’বানের পর রমযানের এক-দু’দিন আগে থেকে সিয়াম রাখা নিষেধ। তবে সেই ব্যক্তির জন্য অনুমতি রয়েছে যার সিয়াম পূর্বের সিয়ামের সাথে মিলিত হয়ে অথবা সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে ঐ দিনে পড়ে
  • দাঊদী সিয়াম
  • সওমে বিসাল, অর্থাৎ একাদিক্রমে দুই বা ততোধিক দিন ধরে বিনা পানাহারে সিয়াম রাখা হারাম
  • স্বামীর বর্তমানে স্ত্রীর সিয়াম
  • ৯/ ঈদ ৬ টি | ১১২৮-১১৩৩ পর্যন্ত
  • ঈদের বিবরণ
  • সাদাকাতুল ফিতর
  • ১০/ হজ্জ ৭০ টি | ১১৩৪-১২০৩ পর্যন্ত
  • হজ্জ্বের অপরিহার্যতা ও তার ফযীলত
  • রমযানে উমরাহ করার মাহাত্ম্য
  • যুলহিজ্জার চাঁদ উঠার পর কুরবানী হওয়া পর্যন্ত কুরবানী করতে ইচ্ছুক ব্যক্তির নিজ নখ, চুল-গোঁফ ইত্যাদি কাটা নিষিদ্ধ
  • ইহরাম
  • ফিদয়াহ ও দম
  • তালবিয়্যাহর মাহাত্ম্য
  • তাওয়াফের মাহাত্ম্য
  • রুকনদ্বয়ের মাহাত্ম্য
  • মুযদালিফার মাহাত্ম্য
  • যুলহজ্জের প্রথম দশকে সিয়াম পালন তথা অন্যান্য পূণ্যকর্ম করার ফযীলত
  • আরাফার দিনের গুরুত্ব
  • তাশরীকের দিনগুলির মাহাত্ম্য
  • কুরবানী
  • কুরবানী যবেহ
  • কেশমুণ্ডন
  • বিশেষ বিশেষ মসজিদের মাহাত্ম্য
  • যমযমের পানির মাহাত্ম্য
  • বিদায়ী তওয়াফ
  • ১১/ জানাযা ২০৬ টি | ১২০৪-১৪০৯ পর্যন্ত
  • রোগীকে সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করার মাহাত্ম্য
  • অসুস্থ মানুষের জন্য যে সব দু‘আ বলা হয়
  • রোগীর বাড়ির লোককে রোগীর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা উত্তম
  • পীড়িতের পরিবার এবং তার সেবাকারীদেরকে পীড়িতের সাথে সদ্ব্যবহার করা এবং সে ক্ষেত্রে কষ্ট বরণ করা ও তার পক্ষ থেকে উদ্ভূত বিরক্তিকর পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ প্রদান। অনুরূপভাবে কোন ইসলামী দণ্ডবিধি প্রয়োগজনিত কারণে যার মৃত্যু আসন্ন, তার সাথেও সদ্ব্যবহার করার উপর তাকীদ
  • রুগ্ন ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে’ অথবা ‘আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে’ কিংবা ‘আমার জ্বর হয়েছে’ কিংবা ‘হায়! আমার মাথা গেল’ ইত্যাদি বলা জায়েয; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়
  • রোগের চিকিৎসা
  • এ উম্মতের গড় আয়ু
  • বিশেষ মরণের বিশেষ মাহাত্ম্য
  • মরণকে স্মরণ
  • অসিয়ত
  • শেষ বয়সে অধিক পরিমাণে পুণ্য করার প্রতি উৎসাহ দান
  • মহান আল্লাহ বান্দাকে আমলের তাওফীক দেন
  • মরণের পূর্বে আল্লাহর প্রতি সুধারণা
  • কোন কষ্টের কারণে মৃত্যু-কামনা করা বৈধ নয়, দ্বীনের ব্যাপারে ফিতনার আশঙ্কায় বৈধ
  • জীবন থেকে নিরাশ হওয়ার সময়ে দু‘আ
  • মুমূর্ষু ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ স্মরণ করিয়ে দেওয়া প্রসঙ্গে
  • মৃতের চোখ বন্ধ করার পর দু‘আ
  • মৃতের নিকট কী বলা যাবে এবং মৃতের পরিজনরা কী বলবে?‎
  • মৃতের গোসল ও কাফন
  • জানাযার সাথে যাওয়া, তাকে কবরস্থ করার কাজে অংশ নেওয়ার মাহাত্ম্য এবং জানাযার সাথে মহিলাদের যাওয়া নিষেধ
  • কার জানাযা পড়া হবে
  • জানাযায় মুস্বল্লির সংখ্যা বেশি হওয়া এবং তাদের তিন অথবা ততোধিক কাতার করা উত্তম
  • জানাযার স্বলাতে যে সব দু‘আ পড়া হয়
  • মৃতের ঋণ পরিশোধ করা এবং তার কাফন-দাফনের কাজে শীঘ্রতা করা প্রসঙ্গে কিন্তু হঠাৎ মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া পর্যন্ত বিলম্ব করা কর্তব্য
  • দাফন-কার্য
  • মৃতব্যক্তির ঋণ পরিশোধ
  • মৃতের জন্য তিন দিনের বেশী শোক পালন করা হারাম তবে স্ত্রী তার স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন শোক পালন করবে
  • মৃত্যের জন্য মাতম করে কাঁদা, গাল চাপড়ানো, বুকের কাপড় ছিঁড়া, চুল ছেঁড়া, মাথা নেড়া করা ও সর্বনাশ ও ধ্বংস ডাকা নিষিদ্ধ
  • মৃতের জন্য মাতমবিহীন কান্না বৈধ
  • সমবেদনা প্রকাশ
  • মৃত ব্যক্তির জন্য মানুষের প্রশংসার মাহাত্ম্য
  • যার নাবালক সন্তান মারা যায়, তার ফযীলত
  • কবরের (বারযাখী) জীবন
  • মৃতের পক্ষ থেকে সাদকাহ এবং তার জন্য দু‘আ করা
  • পুরুষের জন্য কবর যিয়ারত করা মুস্তাহাব এবং তার দু‘আ
  • কবরের সম্মান
  • ১২/ কুরআন ৭৫ টি | ১৪১০-১৪৮৪ পর্যন্ত
  • কুরআন পাঠের ফযীলত
  • কুরআন মাজীদ সযত্নে নিয়মিত পড়া ও তা ভুলে যাওয়া থেকে সতর্ক থাকার নির্দেশ
  • সুললিত কণ্ঠে কুরআন পড়া মুস্তাহাব। মধুরকণ্ঠের কারীকে তা পড়ার আবেদন করা ও তা মনোযোগ সহকারে শোনা প্রসঙ্গে
  • বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান
  • কুরআন পঠন-পাঠনের মাহাত্ম্য
  • কুরআনের তাফসীর
  • ১৩/ সুন্নাহ ৫৯ টি | ১৪৮৫-১৫৪৩ পর্যন্ত
  • সুন্নাহ পালনের গুরুত্ব ও তার কিছু আদব প্রসঙ্গে
  • আল্লাহর বিধান মান্য করা অবশ্য কর্তব্য। আর যাকে এর দিকে আহ্বান করা হবে ও তাকে ভাল কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়া হবে, সে কী উত্তর দেবে?
  • অনুসরণের নমুনা
  • ইসলামের সরলতা
  • একতা ও বিচ্ছিন্নতা
  • ১৪/ ইলম ৪৬ টি | ১৫৪৪-১৫৮৯ পর্যন্ত
  • ইলমের ফযীলত
  • ইলম লেখার গুরুত্ব
  • নবী (ﷺ) এর নামে মিথ্যা বলা
  • ফতোয়া সম্বন্ধে
  • স্বঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করা নিষেধ
  • ইলম অনুযায়ী আমল
  • ইলমের নামে অর্থোপার্জন
  • ১৫/ দাওয়াত ৩৬ টি | ১৫৯০-১৬২৫ পর্যন্ত
  • ভাল কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার গুরুত্ব
  • মঙ্গলের প্রতি পথ-নির্দেশনা এবং সৎপথ অথবা অসৎপথের দিকে আহবান করার বিবরণ
  • ওয়ায-নসীহত এবং তাতে মধ্যমপন্থা অবলম্বন করার বিবরণ
  • যে ব্যক্তি ভাল অথবা মন্দ রীতি চালু করবে
  • ১৬/ দণ্ডবিধি ৬০ টি | ১৬২৬-১৬৮৫ পর্যন্ত
  • প্রাণ-হত্যা
  • ব্যভিচার
  • বিকৃত যৌনাচার
  • চুরি-ডাকাতি
  • মদ্যপান
  • ইসলামী দণ্ড বিধান প্রয়োগ না করার জন্য সুপারিশ করা হারাম
  • ১৭/ হক ও অধিকার ১০১ টি | ১৬৮৬-১৭৮৬ পর্যন্ত
  • নবী (ﷺ) এর অধিকার, তাঁর প্রতি দরূদ ও সালাম পেশ করার আদেশ, তার মাহাত্ম্য ও শব্দাবলী
  • পিতা-মাতার সাথে সদ্ব্যবহার
  • আত্মীয়তা অক্ষুন্ন রাখার গুরুত্ব
  • প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
  • ১৮/ শাসন ৮৮ টি | ১৭৮৭-১৮৭৪ পর্যন্ত
  • আল্লাহর বিধান দ্বারা শাসন
  • পদ চাওয়া নিষেধ এবং রাষ্ট্রীয় পদ পরিহার করাই উত্তম; যদি সেই একমাত্র তার যোগ্য অথবা তার নিযুক্ত হওয়া জরুরী না হয়
  • যে ব্যক্তি নেতা, বিচারক অথবা অন্যান্য সরকারী পদ চাইবে অথবা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে অথবা তার জন্য ইঙ্গিত করবে তাকে পদ দেওয়া নিষেধ
  • ন্যায়-বিচার ও ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য
  • বাদশাহ, বিচারক এবং অন্যান্য নেতৃবৃন্দকে সৎ মন্ত্রী ও উপদেষ্টা নিযুক্ত করার প্রতি উৎসাহ প্রদান এবং তাদেরকে খারাপ সঙ্গী থেকে ও তাদের পরামর্শ গ্রহণ করা থেকে ভীতি-প্রদর্শন
  • প্রজাদের সাথে শাসকদের কোমল ব্যবহার করা, তাদের মঙ্গল কামনা করা, তাদের প্রতি স্নেহপরবশ হওয়ার আদেশ এবং প্রজাদেরকে ধোঁকা দেওয়া, তাদের প্রতি কঠোর হওয়া, তাদের স্বার্থ উপেক্ষা করা, তাদের ও তাদের প্রয়োজন সম্বন্ধে উদাসীন হওয়া নিষিদ্ধ।
  • বৈধ কাজে শাসকবৃন্দের আনুগত্য করা ওয়াজিব এবং অবৈধ কাজে তাদের আনুগত্য করা হারাম
  • খাওয়ারিজ সম্পর্কিত হাদীস
  • ঘুষ দেওয়া-খাওয়া
  • শ্রেষ্ঠ সাক্ষী
  • মিথ্যা সাক্ষ্য দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ
  • ১৯/ ফিতনা ২৪ টি | ১৮৭৫-১৮৯৮ পর্যন্ত
  • ফিতনা সম্পর্কিত হাদীসসমূহ
  • যুগের মানুষ খারাপ হলে অথবা ধর্মীয় ব্যাপারে ফিতনার আশঙ্কা হলে অথবা হারাম ও সন্দিহান জিনিসে পতিত হওয়ার ভয় হলে অথবা অনুরূপ কোন কারণে নির্জনতা অবলম্বন করা উত্তম।
  • ফিতনা-ফাসাদের সময় ইবাদাত করার ফযীলত
  • ২০/ (আল্লাহর পথে) জিহাদ ১১৫ টি | ১৮৯৯-২০১৩ পর্যন্ত
  • জিহাদ ওয়াজেব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য
  • যুদ্ধলব্ধ সম্পদে খিয়ানত
  • শহীদের মর্যাদা
  • শহীদদের প্রকারভেদ
  • ২১/ ক্রীতদাস ১৫ টি | ২০১৪-২০২৮ পর্যন্ত
  • গোলামের সাথে সদ্ব্যবহার করার ফযীলত
  • ক্রীতদাস মুক্ত করার মাহাত্ম্য
  • আল্লাহর হক এবং নিজ মনিবের হক আদায়কারী গোলামের মাহাত্ম্য
  • মনিবের ঘর ছেড়ে ক্রীতদাসের পলায়ন নিষিদ্ধ
  • ২২/ নিষিদ্ধ কার্যাবলী ৩৬৪ টি | ২০২৯-২৩৯২ পর্যন্ত
  • যাদু-বিদ্যা কঠোরভাবে হারাম, এতীমের মাল ভক্ষণ করা কঠোরভাবে নিষিদ্ধ, অপবাদ দেওয়া সর্বনাশী কর্ম
  • মুসলিমকে তুচ্ছজ্ঞান করা হারাম
  • বংশগর্ব
  • শারয়ীভাবে প্রমাণিত কারো বংশে খোঁটা দেওয়া হারাম
  • আত্মহত্যা মহাপাপ
  • অপরের গোপনীয় দোষ সন্ধান করা, অপরের অপছন্দ সত্ত্বেও তার কথা কানাচি পেতে শোনা নিষেধ
  • জুয়া খেলা
  • গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যদ্বক্তার নিকট গমন নিষেধ
  • অমুক নক্ষত্রের ফলে বৃষ্টি হল বলা নিষেধ
  • নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে অভিসম্পাত করা নিষিদ্ধ
  • আল্লাহকে গালি
  • সাহাবাকে গালি
  • পিতামাতাকে গালি
  • কোন মুসলিমকে অন্যায়ভাবে গালি-গালাজ করা কঠোরভাবে নিষিদ্ধ
  • মৃতকে গালি
  • জ্বরকে গালি দেওয়া মাকরূহ
  • ঝড়-বাতাসকে গালি দেওয়া নিষেধ ও ঝড়ের সময় দু‘আ
  • যুগ-জামানাকে গালি
  • মোরগকে গালি দেওয়া নিষেধ
  • শয়তানকে গালি
  • কোন মুসলিমকে ‘কাফের’ বলে ডাকা হারাম
  • অশ্লীল ও অসভ্য ভাষা প্রয়োগ করা নিষেধ
  • উট বা অন্যান্য পশুর গলায় ঘনটা বাঁধা বা সফরে কুকুর এবং ঘুঙুর সঙ্গে রাখা মাকরূহ
  • পানাহার, পবিত্রতা অর্জন তথা অন্যান্য ক্ষেত্রে সোনা-রূপার পাত্র ব্যবহার করা হারাম
  • মানুষকে হাসানো
  • মানুষ হাসানো নিষেধ
  • কুকুর পোষার বিধান
  • কোন মুসলিমের দিকে অস্ত্র দ্বারা ইশারা করা হারাম, তা সত্যিসত্যি হোক অথবা ঠাট্টা ছলেই হোক। অনুরূপভাবে নগ্ন তরবারি দেওয়া-নেওয়া করা নিষিদ্ধ
  • শয়তান, পশু ও কাফেরদের অনুকরণ করা নিষেধ
  • পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম। অনুরূপভাবে দেওয়াল, ছাদ, বিছানা, বালিশ, পর্দা, পাগড়ী, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম এবং মূর্তি ছবি নষ্ট করার নির্দেশ
  • পরস্পর বিদ্বেষ পোষণ, সম্পর্ক ছেদন এবং শক্রতা পোষণ করার নিষেধাজ্ঞা
  • তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয়, তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন।
  • অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ
  • তিনজনের একজনকে ছেড়ে দু’জনের কানাকানি
  • তর্ক-বিতর্ক বিষয়ক হাদীসসমূহ
  • কারো হিংসা করা হারাম
  • কারো ব্যঙ্গ-অভিনয় করা
  • হিলা-বাহানা করা
  • লোভ-লালসা
  • দাস-দাসী, পশু, নিজ স্ত্রী অথবা ছেলেমেয়েকে শরয়ী কারণ ছাড়া আদব দেওয়ার জন্য যতটুকু জরুরী তার থেকে বেশি শাস্তি দেওয়া নিষেধ
  • (অন্যায় ভাবে) কাউকে কষ্ট দেওয়া নিষেধ
  • দুর্নীতি, অন্যায়-অত্যাচার করা হারাম এবং অন্যায়ভাবে নেওয়া জিনিস ফেরৎ দেওয়া জরুরী
  • নেক লোক, দুর্বল ও গরীব মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে ভীতিপ্রদর্শন
  • জমি জবর-দখল
  • চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা
  • রাগ ও ক্রোধ
  • অতিরঞ্জন ও বাড়াবাড়ি বিষয়ক কতিপয় হাদীস
  • গান-বাজনা ও নাচ
  • অবৈধ কবিতা
  • নির্লজ্জতা ও অশ্লীলতা
  • গল্প বলা
  • নিষিদ্ধ খেলাধূলা
  • কুড়িয়ে পাওয়া জিনিস
  • কারো মুখোমুখি প্রশংসা করা মাকরূহ
  • চাঁদাবাজি তোলাবাজি
  • কাউকে কিছু দান বা অনুগ্রহ করে তা লোকের কাছে প্রকাশ ও প্রচার করা নিষেধ
  • বেগানা নারী তথা কোন সুদর্শন বালকের দিকে শরয়ী প্রয়োজন ছাড়া তাকানো হারাম
  • আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) কর্তৃক নিষিদ্ধ কর্মে লিপ্ত হওয়া থেকে সতর্কীকরণ
  • পাপকে তুচ্ছ ভাবা
  • জাহেলী যুগের কর্মকাণ্ড
  • দু’মুখোপনার নিন্দাবাদ
  • অপ্রয়োজনে মুসলিমদের প্রতি কুধারণা করা নিষেধ
  • সবচেয়ে নিকৃষ্ট লোক
  • অপ্রয়োজনে প্রশ্ন করা
  • মুশরিকদের সাথে সহাবস্থান
  • নিজ পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবী করা বা নিজ মনিব ছাড়া অন্যকে মনিব বলে দাবী করা হারাম
  • নোংরাভোজী পশুকে সওয়ারী বানানো মকরূহ
  • মহামারী-পীড়িত গ্রাম-শহরে প্রবেশ ও সেখান থেকে অন্যত্র পলায়ন করা নিষেধ
  • সাদৃশ্য অবলম্বন করে পরানুগামিতা
  • যে কোন প্রাণী এমনকি পিঁপড়েকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া নিষেধ
  • যা নেই, তার পরিতৃপ্তি প্রকাশ করা বৈধ নয়
  • ২৩/ বাণিজ্য ও উপার্জন ১৪৬ টি | ২৩৯৩-২৫৩৮ পর্যন্ত
  • স্বহস্তে উপার্জিত খাবার খাওয়া, ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকা এবং অপরকে দান করার প্রতি উৎসাহ দেওয়া প্রসঙ্গে
  • নিজ কর্মে নিপুণতা
  • হারাম বস্তুর ব্যাপারে সাবধানতা অবলম্বন এবং সন্দিহান বস্তু পরিহার করার গুরুত্ব
  • সকাল-সকাল কাজ করার বরকত
  • খাদ্য-শস্য মাপার মাহাত্ম্য
  • মজুরকে মজুরী দান
  • ঋণ দেওয়া, পরিশোধ নেওয়া, পাওনাদারের পাওনা আদায়
  • সূদ খাওয়া হারাম
  • ক্রয়-বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে উদারতা দেখানো, উত্তমরূপে ঋণ পরিশোধ ও প্রাপ্য তলব করা, ওজন ও মাপে বেশি দেওয়ার মাহাত্ম্য, ওজন ও মাপে নেওয়ার সময় বেশী নেওয়া এবং দেওয়ার সময় কম দেওয়া নিষিদ্ধ এবং ধনী ঋণদাতার অভাবী ঋণগ্রহীতাকে (যথেষ্ট সময় পর্যন্ত) অবকাশ দেওয়া ও তার ঋণ মওকুফ করার ফযীলত
  • ক্রয়-বিক্রয় সম্পর্কিত কিছু বিধি-নিষেধ
  • ক্রয়-বিক্রয়ের সময় কসম খাওয়া মকরূহ; যদিও তা সত্য হয়
  • জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম
  • দেহ-ব্যবসা
  • চাষাবাদের মাহাত্ম্য
  • পশু-পালন
  • কৃতজ্ঞ ধনীর মাহাত্ম্য
  • শরীয়ত-সম্মত খাত ছাড়া, অন্য খাতে ধন-সম্পদ নষ্ট করা নিষিদ্ধ
  • বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা
  • ২৪/ বিবাহ ও দাম্পত্য ১৬৪ টি | ২৫৩৯-২৭০২ পর্যন্ত
  • বিবাহের গুরুত্ব
  • স্ত্রী নির্বাচন
  • বিবাহের পয়গাম
  • অভিভাবকের গুরুত্ব
  • মোহর
  • দাওয়াত গ্রহণ
  • দাম্পত্য ও সংসার
  • মিলন-রহস্য প্রকাশ
  • স্ত্রীর উপর স্বামীর অধিকার
  • নারী ফিতনা
  • স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করার অসিয়ত
  • পরিবার-পরিজনের ভরণপোষণ
  • পরের সংসার ভাঙ্গা
  • খোলা ও তালাক
  • পর্দার বিধান
  • বেগানা নারীর সঙ্গে নির্জনে একত্রবাস করার নিষেধাজ্ঞা
  • মেড়া পুরুষ
  • শরয়ী কারণ যেমন বিবাহ প্রভৃতি উদ্দেশ্য ছাড়া কোন পুরুষের সামনে কোন নারীর সৌন্দর্য বর্ণনা করা নিষেধ
  • সতীনের জ্বালা
  • আত্মমর্যাদা ও ঈর্ষা
  • সন্তান প্রতিপালন
  • কন্যা প্রতিপালন
  • শিশুর নাম
  • ঘর কেমন হবে?
  • পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শরয়ী নিষিদ্ধ জিনিষ থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজেব।
  • ২৫/ আম্বিয়া ৯ টি | ২৭০৩-২৭১১ পর্যন্ত
  • আদম (আঃ) এর সৃষ্টিকথা
  • ইব্রাহীম (আঃ) ও ইসমাঈল (আঃ) এর কথা
  • সুলাইমান (আঃ) এর কথা
  • মূসা (আঃ) এর কথা
  • অহীর ধরন
  • ২৬/ ফাযায়েল ২১১ টি | ২৭১২-২৯২২ পর্যন্ত
  • মহানবী (ﷺ) এর নামাবলী
  • মহানবী (ﷺ) এর বৈশিষ্ট্যাবলী
  • মহানবী (ﷺ) এর বরকত
  • নবী (ﷺ) এর চরিত্র
  • মহানবী (ﷺ) এর বিনয়
  • মহানবী (ﷺ) এর দানশীলতা
  • মহানবী (ﷺ) এর বীরত্ব
  • মহানবী (ﷺ) এর মহানুভবতা ও স্নেহশীলতা
  • মহানবী (ﷺ) এর ন্যায়পরায়ণতা
  • মহানবী (ﷺ) এর ক্ষমাশীলতা
  • মহানবী (ﷺ) এর কথাবার্তা
  • মহানবী (ﷺ) এর অর্থনৈতিক জীবন
  • মহানবী (ﷺ) এর তিরোধান
  • মহানবী (ﷺ) এর মু’জিযা
  • মহানবী (ﷺ) এর পিতামাতা
  • মহানবী (ﷺ) এর দর্শন
  • আবূ বকর সিদ্দীক (রাঃ) এর মাহাত্ম্য
  • উমার (রাঃ) এর মাহাত্ম্য
  • উসমান (রাঃ) এর মাহাত্ম্য
  • আলী (রাঃ) এর মাহাত্ম্য
  • হাসান-হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা) এর মাহাত্ম্য
  • খাদীজা (রাঃ) এর মাহাত্ম্য
  • আয়েশা (রাঃ) এর মাহাত্ম্য
  • ফাতেমা (রাঃ) এর মাহাত্ম্য
  • রসূল (ﷺ) এর বংশধরের প্রতি শ্রদ্ধা রাখা এবং তাঁদের মাহাত্ম্যের বিবরণ
  • বদরী সাহাবাগণের মর্যাদা
  • আনসারদের মাহাত্ম্য
  • সাহাবার মাহাত্ম্য
  • মুআবিয়া (রাঃ) এর মাহাত্ম্য
  • কতিপয় মহিলার মাহাত্ম্য
  • আল্লাহর প্রিয় বন্ধুদের কারামত (অলৌকিক কর্মকাণ্ড) এবং তাঁদের মাহাত্ম্য
  • মক্কার মাহাত্ম্য
  • মদীনার মাহাত্ম্য
  • শাম দেশের মাহাত্ম্য
  • ২৭/ আদব ৬৮৫ টি | ২৯২৩-৩৬০৭ পর্যন্ত
  • কথাবার্তার আদব বাক সংযমের নির্দেশ ও গুরুত্ব
  • মিষ্টি কথা বলার গুরুত্ব
  • কথা স্পষ্ট করে বলা এবং সম্বোধিত ব্যক্তি বুঝতে না পারলে একটি কথাকে বারবার ঘুরিয়ে-ফিরিয়ে বলা উত্তম
  • সঙ্গীর বৈধ কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, আলেম ও বক্তার সভায় সমবেত জনগণকে চুপ থাকতে অনুরোধ করা
  • যাচাই-তদন্ত করে সাবধানে কথাবার্তা বলা ও কোন কিছু নকল করে লেখা
  • কষ্ট কল্পনার সাথে গালভরে কথা বলা, মিথ্যা বাকপটুতা প্রকাশ করা এবং সাধারণ মানুষকে সম্বোধনকালে উদ্ভট ও বিরল বাক্য সম্বলিত ভাষা প্রয়োগ অবাঞ্ছনীয়
  • মিথ্যা বলা হারাম
  • যা মিথ্যা বলে মনে হয় না
  • গীবত (পরনিন্দা, পরচর্চা) হারাম
  • গীবতে (পরচর্চায়) অংশগ্রহণ করা হারাম। যার নিকট গীবত করা হয় তার উচিত গীবতকারীর তীব্র প্রতিবাদ করা এবং তার সমর্থন না করা। আর তাতে সক্ষম না হলে স‎ম্ভব হলে উক্ত সভা ত্যাগ করে চলে যাওয়া যে কথা আসলে গীবত নয়
  • চুগলী করা হারাম
  • নিজের বিষয়ীভূত নয়, এমন কথা বলা
  • নিষিদ্ধ কিছু কথা
  • মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা-প্রদর্শন ও তাদের অধিকার-রক্ষা এবং তাদের প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব
  • উলামা, বয়স্ক ও সম্মানী ব্যক্তিদের শ্রদ্ধা করা, তাঁদেরকে অন্যান্যদের উপর প্রাধান্য দেওয়া, তাঁদের উচ্চ আসন দেওয়া এবং তাঁদের মর্যাদা প্রকাশ করার বিবরণ
  • অনাথ-এতীম, কন্যা-সন্তান ও সমস্ত দুর্বল ও দরিদ্রের সঙ্গে নম্রতা, তাদের প্রতি দয়া ও তাদের সঙ্গে বিনম্র ব্যবহার করার গুরুত্ব
  • মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ
  • নেকী ও সংযমশীলতার কাজে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব
  • মুসলিমদের প্রয়োজন পূরণ করার গুরুত্ব
  • পরোপকারিতা
  • উপহার বিনিময়
  • বাড়িতে প্রবেশ করার অনুমতি গ্রহণ ও তার আদব-কায়দা
  • পানাহারের আদব-কায়দা
  • কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম
  • নফল রোযাদারের সামনে খাবার এসে গেলে যখন সে রোযা ভাঙ্গতে প্রস্তুত নয়, তখন সে কী বলবে?
  • নিমন্ত্রিত ব্যক্তির কেউ সাথী হলে সে নিমন্ত্রণদাতাকে কী বলবে?
  • নিজের সামনে এক ধার থেকে ডান হাতে আহার করা
  • একপাত্রে দলবদ্ধভাবে খাবার সময় সাথীদের অনুমতি ছাড়া খেজুর বা অনুরূপ কোন ফল জোড়া জোড়া খাওয়া নিষেধ
  • এক সাথে খাওয়ার বরকত
  • খাবার বাসনের এক ধার থেকে খাওয়ার নির্দেশ এবং তার মাঝখান থেকে খাওয়া নিষেধ
  • ঠেস দিয়ে বসে আহার করা অপছন্দনীয়
  • তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব
  • পরিমিত আহার
  • পান করার আদব-কায়দা
  • মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়
  • পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ
  • দাঁড়িয়ে পান করা
  • পানীয় পরিবেশনকারীর সবার শেষে পান করা উত্তম
  • পান-পাত্রের বিবরণ
  • শয়ন ও নিদ্রার আদব
  • শয়নকালে যা বলতে হয়
  • শয়নের অন্যান্য আদব
  • স্বপ্ন ও তার আনুষঙ্গিক বিবরণ
  • সফরের আদব-কায়দা বৃহস্পতিবার সকালে সফরে বের হওয়া উত্তম
  • সফরকারীকে উপদেশ দেওয়া, বিদায় দেওয়ার দু‘আ পড়া ও তার কাছে নেক দু‘আর নিবেদন ইত্যাদি
  • সফরের জন্য সাথী খোঁজ করা এবং কোন একজনকে আমীর (দলপতি) নিযুক্ত করে তার আনুগত্য করা শ্রেয়
  • সফরে চলা, বিশ্রাম নিতে অবতরণ করা, রাত কাটানো এবং সফরে ঘুমানোর আদব-কায়দা। রাতে পথচলা মুস্তাহাব, সওয়ারী পশুদের প্রতি নম্রতা প্রদর্শন করা এবং তাদের বিশ্রামের খেয়াল রাখা। যে তাদের অধিকারের ব্যাপারে ত্রুটি করে তাকে তাদের অধিকার আদায়ের নির্দেশ দেওয়া। সওয়ারী সমর্থ হলে আরোহীর নিজের পিছনে অন্য কাউকে বসানো বৈধ
  • সফরের সঙ্গীকে সাহায্য করা প্রসঙ্গে
  • কোন সওয়ারী বা যানবাহনে চড়ার সময় দু‘আ
  • উঁচু জায়গায় চড়ার সময় মুসাফির ‘আল্লাহু আকবার’ বলবে এবং নীচু জায়গায় নামবার সময় ‘সুবহানাল্লাহ’ বলবে। ‘তকবীর’ ইত্যাদি বলার সময় অত্যন্ত উচ্চৈঃস্বরে বলা নিষেধ
  • অত্যাচারীদের সমাধি এবং তাদের ধ্বংস-স্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় কান্না করা, ভীত হওয়া, আল্লাহর দিকে মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং এ থেকে গাফেল না থাকা প্রসঙ্গে
  • সফরে দু‘আ করা মুস্তাহাব
  • মানুষ বা অন্য কিছু থেকে ভয় পেলে কী দু‘আ পড়বে?
  • কোন মঞ্জিলে (বিশ্রাম নিতে) অবতরণ করলে সেখানে কী দু‘আ পড়বে?
  • সফর শেষে বাড়িতে দিনের বেলায় আসা উত্তম এবং অপ্রয়োজনে রাতের বেলায় ফিরা অনুত্তম
  • সফর থেকে বাড়ি ফিরে প্রথমে বাড়ির নিকটবর্তী কোন মসজিদে দু’ রাকআত নফল নামায পড়া মুস্তাহাব
  • কোন মহিলার একাকিনী সফর করা হারাম
  • অমুসলিম দেশে বা অঞ্চলে কুরআন মাজীদ সঙ্গে নিয়ে সফর করা নিষেধ; যদি সেখানে তার অবমাননা ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশংকা থাকে তাহলে
  • রাস্তার আদব
  • সালামের আদব সালাম দেওয়ার গুরুত্ব ও তা ব্যাপকভাবে প্রচার করার নির্দেশ
  • সালাম দেওয়ার পদ্ধতি
  • সালামের বিভিন্ন আদব-কায়দা
  • দ্বিতীয়বার সত্বর সাক্ষাৎ হলেও পুনরায় সালাম দেওয়া মুস্তাহাব, যেমন কোথাও প্রবেশ করার পর বের হয়ে গিয়ে পুনরায় তৎক্ষণাৎ সেখানে প্রবেশ করলে কিংবা দু’জনের মাঝে কোন গাছ তথা অনুরূপ কোন জিনিসের আড়াল হলে, তারপর আবার দেখা হলে পুনরায় সালাম দেওয়া মুস্তাহাব
  • নিজ গৃহে প্রবেশ করার সময় সালাম দেওয়া উত্তম
  • শিশুদেরকে সালাম দেওয়া প্রসঙ্গে
  • (নারী-পুরুষের পারস্পরিক সালাম)
  • অমুসলিমকে আগে সালাম দেওয়া হারাম এবং তাদের সালামের জবাব দেওয়ার পদ্ধতি। কোন সভায় যদি মুসলিম-অমুসলিম সমবেত থাকে, তাহলে তাদের (মুসলিমদের) কে সালাম দেওয়া মুস্তাহাব
  • সভা থেকে উঠে যাবার সময়ও সাথীদেরকে ত্যাগ করে যাবার পূর্বে সালাম দেওয়া উত্তম
  • (সাক্ষাৎকালীন আদব)
  • কিয়াম প্রসঙ্গ
  • মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
  • মেহমানের খাতির করার গুরুত্ব
  • যে হাঁচি দিবে সে আলহামদু লিল্লাহ বললে তার উত্তর দেওয়া মুস্তাহাব। নচেৎ তা অপছন্দনীয়। হাঁচির উত্তর দেওয়া, হাঁচি ও হাই তোলা সম্পর্কিত আদব-কায়দা
  • লেবাস-পোশাক
  • জামা পরিধান করা উত্তম
  • জামা-পায়জামা, জামার হাতা, লুঙ্গি তথা পাগড়ীর প্রান্ত কতটুকু লম্বা হবে? অহংকারবশতঃ ওগুলি ঝুলিয়ে পরা হারাম ও নিরহংকারে তা ঝুলানো অপছন্দনীয়
  • বিনয়বশতঃ মূল্যবান পোশাক পরিধান ত্যাগ করা মুস্তাহাব
  • মধ্যম ধরনের পোশাক পরা উত্তম। অকারণে শরয়ী উদ্দেশ্য বিনা এমন পোশাক পরা অনুত্তম, যা উপহাস্য হতে পারে
  • রেশমের কাপড় পরা, তার উপরে বসা বা হেলান দেওয়া পুরুষদের জন্য অবৈধ, মহিলাদের জন্য বৈধ
  • চুলকানি রোগ থাকলে রেশমের কাপড় পরা বৈধ
  • বাঘের চামড়া বিছিয়ে বসা নিষেধ
  • নতুন কাপড় বা জুতা ইত্যাদি পরার সময় কী বলতে হয়?
  • জুতা পরার আদব
  • বেশ-ভূষায়, চাল-চলন ইত্যাদিতে নারী-পুরুষের পরস্পরের অনুকরণ হারাম
  • পুরুষের জন্য জাফরানী রঙের পোশাক তথা বিজাতির পোশাক পরা হারাম
  • লেবাসের অন্যান্য জ্ঞাতব্য
  • সৌন্দর্যের বিধান
  • কলপ ব্যবহার
  • মাথা ও দাড়ি ইত্যাদি থেকে সাদা চুল উপড়ে ফেলা এবং সাবালক ছেলের সদ্য গজিয়ে উঠা দাড়ি উপড়ে ফেলা নিষিদ্ধ
  • মাথার কিছু অংশ মুণ্ডন করা ও কিছু অংশ ছেড়ে রাখা অবৈধ। পুরুষ সম্পূর্ণ মাথা মুণ্ডন করতে পারে; কিন্তু নারীর জন্য তা বৈধ নয়
  • মহিলাদের কৃত্রিম রূপচর্চা
  • সোনার আংটি
  • সুবাস ও সুগন্ধি
  • হাসির কতিপয় আদব
  • রসিকতা ও মস্করা
  • ভাল লোকদের সাথে সাক্ষাৎ করা, তাঁদের সাহচর্য গ্রহণ করা, তাঁদেরকে ভালবাসা, তাঁদেরকে বাড়িতে দাওয়াত দেওয়া, তাঁদের কাছে দু‘আ চাওয়া এবং বরকতময় স্থানসমূহের দর্শন
  • আমানত আদায় করার গুরুত্ব
  • কোন ভাল জিনিসের সুসংবাদ ও তার জন্য মুবারকবাদ জানানো মুস্তাহাব
  • (বিবাদমান) মানুষদের মধ্যে মীমাংসা (ও সন্ধি) করার গুরুত্ব
  • উপহার ও দান দেওয়ার ক্ষেত্রে পিতার এক সন্তানকে অন্য সন্তানের উপর প্রাধান্য দেওয়া মাকরূহ
  • মু’মিনদের জন্য বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব
  • সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব
  • মার্জনা করা এবং মূর্খদেরকে এড়িয়ে চলার বিবরণ
  • সহিষ্ণুতার মাহাত্ম্য
  • লজ্জাশীলতা ও তার মাহাত্ম্য এবং এ গুণে গুণান্বিত হওয়ার প্রতি উৎসাহ প্রদান
  • হিতাকাঙ্ক্ষীতার গুরুত্ব
  • সচ্চরিত্রতার মাহাত্ম্য
  • সবর (ধৈর্যের) বিবরণ
  • সত্যবাদিতার গুরুত্ব
  • চুক্তি পূরণ, প্রতিশ্রুতি রক্ষা ও অঙ্গীকার পালন করার গুরুত্ব
  • মুসলিমদের দোষ-ত্রুটি গোপন রাখা জরুরী এবং বিনা প্রয়োজনে তা প্রচার করা নিষিদ্ধ
  • আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সাথে ভালবাসা রাখার মাহাত্ম্য এবং তার প্রতি উৎসাহ প্রদান ও যে ব্যক্তি অন্য কাউকে ভালবাসে তাকে সে ব্যাপারে অবহিত করা ও কী বলে অবহিত করবে তার বিবরণ
  • বান্দাকে আল্লাহর ভালবাসার নিদর্শনাবলী, এমন নিদর্শন অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করা এবং তা অর্জন করার জন্য প্রয়াসী হওয়ার বিবরণ
  • শরীয়তের নির্দেশাবলী লংঘন করতে দেখলে ক্রোধান্বিত হওয়া এবং আল্লাহর দ্বীনের সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার বিবরণ
  • গাম্ভীর্য ও স্থিরতা অবলম্বন করার মাহাত্ম্য
  • নামায, ইলম শিক্ষা তথা অন্যান্য ইবাদতে ধীর-স্থিরতা ও গাম্ভীর্যের সাথে গিয়ে যোগদান করা উত্তম
  • লোকের বাহ্যিক অবস্থা ও কার্যকলাপের ভিত্তিতে বিধান প্রয়োগ করা হবে এবং তাদের আভ্যন্তরিক অবস্থা আল্লাহকে সঁপে দেওয়া হবে
  • পশু-পক্ষীর প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব
  • সুপারিশ করার মাহাত্ম্য
  • ডান-বাম ব্যবহার-বিধি
  • ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করা এবং বিনা কারণে ডান হাত দিয়ে গুপ্তাঙ্গ স্পর্শ করা মকরূহ
  • প্রয়োজন পূরণ হয়ে গেলে সফর থেকে অতি শীঘ্র বাড়ি ফিরা মুস্তাহাব
  • সফর থেকে বাড়ি ফিরার সময় এবং নিজ গ্রাম বা শহর দেখার সময় দু'আ
  • ২৮/ নযর ও কসম ৩১ টি | ৩৬০৮-৩৬৩৮ পর্যন্ত
  • মহান আল্লাহর নামের তা’যীম
  • নযর ও মানতের বিধান
  • নির্দিষ্ট বিষয়ে কসম খাওয়ার পর যদি তার বিপরীতে ভালাই প্রকাশ পায়, তাহলে কসমের কাফফারা দিয়ে ভালো কাজটাই করা উত্তম
  • নিরর্থক কসম
  • স্বেচ্ছায় মিথ্যা কসম খাওয়া কঠোর নিষিদ্ধ
  • গায়রুল্লাহর নামে শপথ করা নিষেধ
  • ২৯/ দু‘আ ও যিকর ১৫৭ টি | ৩৬৩৯-৩৭৯৫ পর্যন্ত
  • দু‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী (ﷺ) এর কতিপয় দু‘আর নমুনা
  • ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী ক্ষমা প্রার্থনা করার আদেশ ও তার মাহাত্ম্য
  • যিকর তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
  • আল্লাহর যিকর সর্বাবস্থায়
  • যিকরের মজলিসের ফযীলত
  • কতিপয় যিকরের বিশেষ মাহাত্ম্য
  • সাময়িক যিকর ও দু‘আ
  • গৃহ সম্পর্কিত কতিপয় যিকর
  • সকাল-সন্ধ্যায় আল্লাহর যিকর
  • নামাযের ভিতরে, শেষাংশে ও পরের যিকর ও দু‘আ
  • ঘুমাবার সময়ের দু‘আ
  • ঘুমাবার ও ঘুম থেকে উঠার সময় দু‘আ
  • কবুল দু‘আ
  • দু‘আ সম্পর্কিত কতিপয় জ্ঞাতব্য বিষয়
  • ‘হে আল্লাহ! তুমি যদি চাও, তাহলে আমাকে ক্ষমা কর’ কারো এরূপ দু‘আ করা মাকরূহ; বরং দৃঢ়চিত্তে প্রার্থনা করা উচিত
  • ঝাড়ফুঁক ও তাবীয সংক্রান্ত হাদীস
  • ইস্তিখারা (মঙ্গল জ্ঞান লাভ করা) ও পরামর্শ করা প্রসঙ্গে
  • ৩০/ পাপ ও তাওবা ২৩ টি | ৩৭৯৬-৩৮১৮ পর্যন্ত
  • পাপ-পুণ্য
  • তওবার বিবরণ
  • ৩১/ হৃদয়-গলানো উপদেশ ৮৪ টি | ৩৮১৯-৩৯০২ পর্যন্ত
  • দুর্বল, গরীব ও খ্যাতিহীন মুসলিমদের মাহাত্ম্য
  • মহানবী (ﷺ) ও তাঁর সাহাবাগণের অভাবের-জীবন
  • কিয়ামতের কতিপয় লক্ষণ
  • দাজ্জাল ও তার পরিচয়
  • জাহান্নামের বিবরণ
  • জান্নাতের বিবরণ