পরিচ্ছেদঃ পানীয় পরিবেশনকারীর সবার শেষে পান করা উত্তম

(৩১৩৭) আবূ কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকদেরকে পানি পরিবেশনকারী তাদের সবার শেষে পান করবে।

عَنْ أَبِـيْ قَتَادَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ سَاقِيُ الْقَوْمِ آخِرُهُمْ شُرْباً رواه الترمذي وقال حديث حسن صحيح

عن ابي قتادة عن النبي ﷺ قال ساقي القوم اخرهم شربا رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব