৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
২৩শে মার্চ , ২০২৩ ইং
সাহরীর শেষ সময় - ভোর ৪:৪৬ ইফতার [সূর্যাস্ত] - সন্ধ্যা ৬:১৩ |
|
ফজর | ভোর ৪:৫১ |
যোহর | দুপুর ১২:১০ |
আছর | বিকাল ৩:৩২ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
এশা | রাত ৭:২৬ |
সূর্যোদয় | ভোর ৬:০৩ |
প্রশ্নঃ আমার ফোনে কোন বই ডাউনলোড হচ্ছে না এবং কুরআন ক্রাশ করছে, কি করব?
উত্তরঃ আপনার ফোন এন্ড্রয়েড ১১ চালিত হবার কারনে এই সমস্যা হচ্ছে, অনুগ্রহ করে নতুন ভার্শন ৭.৩ ডাউনলোড করে নিন ডাউনলোড সেকশন থেকে।
প্রশ্নঃ আপনাদের এই ভার্শন ৭.৩ গুগল প্লে স্টোরে পাচ্ছি না কি করব?
উত্তরঃ আপাতত এটি প্লে স্টোরে আপলোড হবে না কেননা গুগল তাদের সিস্টেমে ব্যাপক পরিবর্তন করেছে এন্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থেকে। আর আমাদের বর্তমান এপ তাদের নতুন সিস্টেমের সাথে সমন্বয় করতে গেলে এপের ব্যাপক পরিবর্তন করতে হবে যা এই মুহূর্তে সম্ভব নয় কেননা আমরা সম্পূর্ণ নতুন ভার্সন তৈরির জন্য পরিকল্পনা করেছি।
সতর্কতাঃ যেহেতু হাদিসবিডি এপের ডাটাবেস এক্সটারনাল ড্রাইভে মুভ করার ফাংশন যুক্ত করা আছে তাই এটি ইন্সটল করার সময় ফুল রাইট এক্সেস পারমিশন অবশ্যই দিতে হবে নতুবা এপ ইন্সটল হবে না এবং আপনার ফোন এন্ড্রয়েড ১১ তে আপডেট দেবার পূর্বে অবশ্যই ট্যাগ পিন ইত্যাদি ব্যাকআপ করে রাখুন এপের ডাটা ব্যাকআপ/ রি-স্টোর মেন্যু থেকে
প্রশ্নঃ আপনাদের এপ থেকে সহিহ মুসলিমের হাদিস কখনোই মেলাতে পারি না এর কারন কি?
উত্তরঃ সহিহ মুসলিমের হাদিসের নাম্বার বিভিন্ন ভাবে করা হয়েছে আগে থেকেই আর এই কারনেই হাদিসের নাম্বার মিলে না বিভিন্ন প্রকাশনী অনুসারে। বাংলা হাদিস এপ ব্যবহার করে কিভাবে সহিহ মুসলিমের নাম্বার মেলাবেন এই বিষয়ে একটি ৬ মিনিটের একটি ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল (https://youtu.be/An8hO6k8qws) আপলোড করেছি, আপনি সেটি দেখে নিলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না।
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন (ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি) বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।
কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট ব্যবহার করে আলাদাভাবে (পুরোপুরি বা আংশিক) পরিবর্তন/পরিবর্ধন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট ইত্যাদি তৈরি করতে পারবেন না। ভবিষ্যতে এপিআই সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ।
আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব/কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য যা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।