এই মুহূর্তের আয়াত
সুরাঃ আল-বাকারা, আয়াতঃ ১১৮

১১৮. আর যারা কিছু জানে না তারা(১) বলে, ‘আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? অথবা আমাদের কাছে কেন আসে না কোন আয়াত? এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের মত কথা বলতো। তাদের অন্তর একই রকম(২)। অবশ্যই আমরা আয়াতসমূহকে স্পষ্টভাবে বিবৃত করেছি, এমন কওমের জন্য, যারা দৃঢ়বিশ্বাস রাখে।

(১) এদের সম্পর্কে তিনটি মত রয়েছে। এক. এরা হচ্ছে, ইয়াহুদী সম্প্রদায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, রাফে ইবনে হারীমলাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলল যে, হে মুহাম্মদ যদি তুমি রাসূল হয়ে থাক তবে আল্লাহকে বল আমাদের সাথে কথা বলতে যাতে করে আমরা তার কথা শুনতে পারি। তখন এ আয়াত নাযিল হয়। দুই. মুজাহিদ বলেন, এরা হচ্ছে, নাসারা সম্প্রদায়। তিন. কা...

এই মুহূর্তের হাদিস
গ্রন্থঃ সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস নম্বরঃ ৪১৪১

৪১৪১. উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা’আলা বনূ নযীরের সম্পদ তাঁর রাসূলকে ফায় হিসেবে দান করেছেন। মুসলিমগণ তা পেতে ঘোড়াও দৌড়ায়নি এবং উটও না। তিনি তা থেকে এক বছরের খরচ নিজের জন্য নিতেন এবং অবশিষ্ট মাল যুদ্ধের জন্য ঘোড়া, হাতিয়ার এবং জিহাদের উপকরণ ক্রয়ের জন্য ব্যয় করতেন।

বুধবার (সকাল ৬:০৩)
১লা জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
৪ঠা ডিসেম্বর , ২০২৪ ইং

সাহরীর শেষ সময় - ভোর ৫:০৪
ইফতার [সূর্যাস্ত] - সন্ধ্যা ৫:১২
ফজর ভোর ৫:১০
যোহর দুপুর ১১:৫১
আছর বিকাল ২:৫১
মাগরিব সন্ধ্যা ৫:১২
এশা রাত ৬:৩২
সূর্যোদয় ভোর ৬:২৪

কপিরাইট সম্পর্কে জরুরী দৃষ্টি আকর্ষণ

বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন (ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি) বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।

কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট ব্যবহার করে আলাদাভাবে (পুরোপুরি বা আংশিক) পরিবর্তন/পরিবর্ধন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট ইত্যাদি তৈরি করতে পারবেন না। ভবিষ্যতে এপিআই সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ।

আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব/কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য যা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।