পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

দাঁড়িয়ে পান করা বৈধ; কিন্তু বসে পান করা সর্বোত্তম ও পূর্ণাঙ্গ রীতি। এ মর্মে কাবশার পূর্বোক্ত হাদীসটি দ্রষ্টব্য।


(৩১৩০) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যমযমের পানি পান করিয়েছি। তিনি তা দাঁড়িয়ে পান করেছেন।’

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سَقَيْتُ النَّبيَّ ﷺ مِنْ زَمْزَمَ فَشَرِبَ وَهُوَ قَائِمٌ متفق عَلَيْهِ

وعن ابن عباس رضي الله عنهما قال سقيت النبي ﷺ من زمزم فشرب وهو قاىم متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩১) নাযযাল ইবনে সাবরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, কুফা নগরীর ’রাহবাহ’র দ্বার প্রান্তে আলী (রাঃ) এসে দাঁড়িয়ে পানি পান করলেন এবং বললেন, ’আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঠিক এভাবে (পান) করতে দেখেছি, যেভাবে তোমরা আমাকে (পান) করতে দেখলে।’

وَعَنِ النَّزَّالِ بْنِ سَبْرَةَ قَالَ : أَتٰـى عَلِيٌّ بَابَ الرَّحْبَةِ فَشَرِبَ قَائِمًا وَقَالَ : إنِّـيْ رَأَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ فَعَلَ كَمَا رَأَيْتُمُوْنِـيْ فَعَلْتُ رواه البخاري

وعن النزال بن سبرة قال اتى علي باب الرحبة فشرب قاىما وقال اني رايت رسول الله ﷺ فعل كما رايتموني فعلت رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩২) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম।’

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : كُنَّا عَلَى عَهدِ رَسُولِ اللهِ ﷺ نَأكُلُ وَنَحْنُ نَمْشِيْ وَنَشْرَبُ ونَحْنُ قِيامٌ رواه الترمذي وقال حديث حسن صحيح

وعن ابن عمر رضي الله عنهما قال كنا على عهد رسول الله ﷺ ناكل ونحن نمشي ونشرب ونحن قيام رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৩) আমর ইবনে শুআইব তাঁর পিতা থেকে তিনি স্বীয় দাদা থেকে বর্ণনা করেন যে, ’আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি।’

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّهِ قَالَ : رَأَيتُ رَسُوْلَ اللهِ ﷺ يَشْرَبُ قَائِمًا وقَاعِدًا رواه الترمذي وقال حديث حسن صحيح

وعن عمرو بن شعيب عن ابيه عن جده قال رايت رسول الله ﷺ يشرب قاىما وقاعدا رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৪)আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ বলেন, আমরা আনাস (রাঃ) কে প্রশ্ন করলাম, ’আর (দাঁড়িয়ে) খাওয়া?’ তিনি বললেন, ’তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ।’ (মুসলিম ৫৩৯৪)

তাঁর অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে ধমক দিয়েছেন।

وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ نَهٰـى أَن يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا قَالَ قَتَادَةُ : فَقُلْنَا لِأَنَسٍ : فَالأَكْلُ ؟ قَالَ : ذَلِكَ أَشَرُّ ـ أَوْ أخْبَثُ ـ رواه مسلم وَفِي رِوَايَةٍ لَهُ : أَنَّ النَّبيَّ ﷺ زَجَرَ عَنِ الشُّرْبِ قائِماً

وعن انس عن النبي ﷺ انه نهى ان يشرب الرجل قاىما قال قتادة فقلنا لانس فالاكل قال ذلك اشر او اخبث رواه مسلم وفي رواية له ان النبي ﷺ زجر عن الشرب قاىما

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৫)আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন অবশ্যই দাঁড়িয়ে পান না করে। আর যদি ভুলে যায় (ভুলবশতঃ পান করে ফেলে), তাহলে সে যেন বমি করে দেয়।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ يَشْرَبَنَّ أحَدٌ مِنْكُمْ قَائِماً فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِيء رواه مسلم

وعن ابي هريرة قال قال رسول الله ﷺ لا يشربن احد منكم قاىما فمن نسي فليستقيء رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে দাঁড়িয়ে পান করছে। তিনি তাঁকে বললেন, ’’বমি ক’রে ফেলো।’’ সে বলল, ’কেন?’ তিনি বললেন, তুমি কি এতে খুশী হবে যে, তোমার সাথে বিড়ালও পান করুক?’’ সে বলল, ’না।’ তিনি বললেন, ’’কিন্তু তোমার সাথে এমন কেউ পান করেছে, যে বিড়াল থেকেও নিকৃষ্ট, শয়তান।

عَنْ أَبـِيْ هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا فَقَالَ لَهُ قِه قَالَ: لِمَهْ؟ قَالَ أَيَسُرُّكَ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ قَالَ: لَا، قَالَ فَإِنَّهُ قَدْ شَرِبَ مَعَكَ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ الشَّيْطَانُ

عن ابي هريرة عن النبي ﷺ انه راى رجلا يشرب قاىما فقال له قه قال لمه قال ايسرك ان يشرب معك الهر قال لا قال فانه قد شرب معك من هو شر منه الشيطان

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব
দেখানো হচ্ছেঃ থেকে ৭ পর্যন্ত, সর্বমোট ৭ টি রেকর্ডের মধ্য থেকে