৩১৩৪

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩৪)আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ বলেন, আমরা আনাস (রাঃ) কে প্রশ্ন করলাম, ’আর (দাঁড়িয়ে) খাওয়া?’ তিনি বললেন, ’তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ।’ (মুসলিম ৫৩৯৪)

তাঁর অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে ধমক দিয়েছেন।

وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ نَهٰـى أَن يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا قَالَ قَتَادَةُ : فَقُلْنَا لِأَنَسٍ : فَالأَكْلُ ؟ قَالَ : ذَلِكَ أَشَرُّ ـ أَوْ أخْبَثُ ـ رواه مسلم وَفِي رِوَايَةٍ لَهُ : أَنَّ النَّبيَّ ﷺ زَجَرَ عَنِ الشُّرْبِ قائِماً

وعن انس عن النبي ﷺ انه نهى ان يشرب الرجل قاىما قال قتادة فقلنا لانس فالاكل قال ذلك اشر او اخبث رواه مسلم وفي رواية له ان النبي ﷺ زجر عن الشرب قاىما

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব