৩১৩২

পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পান করা

(৩১৩২) ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম।’

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : كُنَّا عَلَى عَهدِ رَسُولِ اللهِ ﷺ نَأكُلُ وَنَحْنُ نَمْشِيْ وَنَشْرَبُ ونَحْنُ قِيامٌ رواه الترمذي وقال حديث حسن صحيح

وعن ابن عمر رضي الله عنهما قال كنا على عهد رسول الله ﷺ ناكل ونحن نمشي ونشرب ونحن قيام رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব