পরিচ্ছেদঃ সুপারিশ করার মাহাত্ম্য

মহান আল্লাহ বলেন,

مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهُ نَصِيْبٌ مِّنْهَا

অর্থাৎ, কেউ কোন ভাল কাজের সুপারিশ করলে ওতে তার অংশ থাকবে। (সূরা নিসা ৮৫)


(৩৫৯৭) আবূ মূসা আশআরী (রাঃ) বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন প্রয়োজন প্রার্থী আসত, তখন তিনি তাঁর সঙ্গীদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, (এর জন্য) তোমরা সুপারিশ কর, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। আর আল্লাহ তাআলা তাঁর নবীর যবানে যা পছন্দ করেন, তা ফায়সালা ক’রে দেন।

অন্য এক বর্ণনায় আছে, যা ইচ্ছা করেন (তা ফায়সালা করে দেন)।

وَ عَنْ أَبِـيْ مُوسَى الْأشْعَرِيْ قَالَ : كَانَ النَّبيُّ ﷺ إِذَا أتاهُ طَالِبُ حَاجَةٍ أقبَلَ عَلَى جُلَسَائِهِ فَقَالَ اشْفَعُوا تُؤْجَرُوا وَيَقْضِي اللهُ عَلٰـى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ مُتَّفَقٌ عَلَيهِ وَفِـيْ رِوَايَةٍ مَا شَاءَ

و عن ابي موسى الاشعري قال كان النبي ﷺ اذا اتاه طالب حاجة اقبل على جلساىه فقال اشفعوا توجروا ويقضي الله على لسان نبيه ما احب متفق عليه وفي رواية ما شاء

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ সুপারিশ করার মাহাত্ম্য

(৩৫৯৮) ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বারীরাহ ও তার স্বামীর (বিচ্ছেদের) ঘটনা প্রসঙ্গে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে বললেন, ’তুমি যদি তার কাছে ফিরে যেতে (তাহলে ভাল হত)!’ সে বলল, ’হে আল্লাহর রসূল! আপনি কি আমাকে আদেশ দিচ্ছেন?’ তিনি বললেন, ’(না।) আমি (কেবলমাত্র) সুপারিশ করছি।’ সে বলল, ’(তাহলে) তার আমার কোন প্রয়োজন নেই।’

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا فِـيْ قِصَّةِ بَرِيْرَةَ وَزَوْجِهَا قَالَ: قَالَ لَهَا النَّبيُّ ﷺ لَوْ رَاجَعْتِهِ قَالَتْ : يَا رَسُوْلَ اللهِ تَأمُرُنِـيْ ؟ قَالَ إنَّمَا أَشْفَع قَالَتْ : لَا حَاجَةَ لِـيْ فِيْهِ رواه البخاري

وعن ابن عباس رضي الله عنهما في قصة بريرة وزوجها قال قال لها النبي ﷺ لو راجعته قالت يا رسول الله تامرني قال انما اشفع قالت لا حاجة لي فيه رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে