৩৫৯৮

পরিচ্ছেদঃ সুপারিশ করার মাহাত্ম্য

(৩৫৯৮) ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বারীরাহ ও তার স্বামীর (বিচ্ছেদের) ঘটনা প্রসঙ্গে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে বললেন, ’তুমি যদি তার কাছে ফিরে যেতে (তাহলে ভাল হত)!’ সে বলল, ’হে আল্লাহর রসূল! আপনি কি আমাকে আদেশ দিচ্ছেন?’ তিনি বললেন, ’(না।) আমি (কেবলমাত্র) সুপারিশ করছি।’ সে বলল, ’(তাহলে) তার আমার কোন প্রয়োজন নেই।’

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا فِـيْ قِصَّةِ بَرِيْرَةَ وَزَوْجِهَا قَالَ: قَالَ لَهَا النَّبيُّ ﷺ لَوْ رَاجَعْتِهِ قَالَتْ : يَا رَسُوْلَ اللهِ تَأمُرُنِـيْ ؟ قَالَ إنَّمَا أَشْفَع قَالَتْ : لَا حَاجَةَ لِـيْ فِيْهِ رواه البخاري

وعن ابن عباس رضي الله عنهما في قصة بريرة وزوجها قال قال لها النبي ﷺ لو راجعته قالت يا رسول الله تامرني قال انما اشفع قالت لا حاجة لي فيه رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব