পরিচ্ছেদঃ নিমন্ত্রিত ব্যক্তির কেউ সাথী হলে সে নিমন্ত্রণদাতাকে কী বলবে?

(৩০৯৭) আবূ মাসঊদ বদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাবারের জন্য দাওয়াত দিল, যা সে পাঁচ জনের জন্য প্রস্তুত করেছিল, যার পঞ্চম ব্যক্তি ছিলেন তিনি। (রাস্তায়) এক (অনাহূত) ব্যক্তি তাঁদের অনুগামী হল। যখন তাঁরা বাড়ির দরজায় পৌঁছলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমন্ত্রণকারীকে) বললেন, এ ব্যক্তি আমাদের সাথে চলে এসেছে। তুমি চাইলে ওকে অনুমতি দিতে পার, না চাইলে ও ফিরে যাবে। কিন্তু সে বলল, ’হে আল্লাহর রসূল! বরং আমি তাকে অনুমতি দিলাম।’

عَن أَبِـيْ مَسعُودٍ البَدْريِّ قَالَ : دَعَا رَجُلٌ النَّبيَّ ﷺ لِطَعَامٍ صَنعَهُ لَهُ خَامِسَ خَمْسَةٍ فَتَبِعَهُمْ رَجُلٌ فَلَمَّا بَلَغَ البَابَ قَالَ النَّبِـيُّ ﷺ إنَّ هٰذَا تَبِعَنَا فَإنْ شِئْتَ أنْ تَأْذَنَ لَهُ وَإنْ شِئْتَ رَجَعَ قَالَ : بل آذَنُ لَهُ يَا رَسُوْلَ اللهِ متفقٌ عَلَيْهِ

عن ابي مسعود البدري قال دعا رجل النبي ﷺ لطعام صنعه له خامس خمسة فتبعهم رجل فلما بلغ الباب قال النبي ﷺ ان هذا تبعنا فان شىت ان تاذن له وان شىت رجع قال بل اذن له يا رسول الله متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব