পরিচ্ছেদঃ গাম্ভীর্য ও স্থিরতা অবলম্বন করার মাহাত্ম্য

আল্লাহ তাআলা বলেন,

وَعِبَادُ الرَّحْـمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْأرْضِ هَوْنًا وَّإِذَا خَاطَبَهُمُ الْـجَاهِلُوْنَ قَالُوا سَلَامً

অর্থাৎ, পরম দয়াময়ের দাস, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে, ’সালাম’। (সূরা ফুরকান ৬৩)


(৩৫৮৫) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো এমন উচ্চ হাস্য হাসতে দেখিনি, যাতে তাঁর আলজিভ দেখতে পাওয়া যেত। আসলে তিনি মুচকি হাসতেন।’

وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : مَا رَأيْتُ رَسُوْلَ اللهِ ﷺ مُسْتَجْمِعاً قَطُّ ضَاحِكاً حَتّٰـى تُرَى مِنهُ لَهَوَاتُهُ إنَّمَا كَانَ يَتَبَسَّمُ متفقٌ عَلَيْهِ

وعن عاىشة رضي الله عنها قالت ما رايت رسول الله ﷺ مستجمعا قط ضاحكا حتى ترى منه لهواته انما كان يتبسم متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব