অধ্যায় ও পরিচ্ছেদ তালিকা সর্বমোট হাদিস | হাদিসের ব্যাপ্তি
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة ) ৩৯০ টি | ১-৩৯০ পর্যন্ত 1/ Purification (Kitab Al-Taharah)
  • ১. পেশাব-পায়খানার জন্য নির্জন স্থানে যাওয়া প্রসঙ্গে
  • ২. পেশাবের জন্য কোন ব্যক্তির জায়গা অনুসন্ধান করা
  • ৩. কোন ব্যক্তি পায়খানায় প্রবেশকালে যা বলবে
  • ৪. কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা মাকরূহ
  • ৫. এ সম্পর্কে অনুমতি প্রসঙ্গে
  • ৬. পায়খানার সময় কিভাবে সতর খুলবে
  • ৭. পেশাব-পায়খানায় সময় কথা বলা মাকরূহ
  • ৮. পেশাবরত অবস্থায় সালামের জবাব দেয়া
  • ৯. যে ব্যক্তি অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করে
  • ১০. আল্লাহর নাম খচিত আংটি নিয়ে পায়খানায় প্রবেশ করা
  • ১১. পেশাব থেকে সতর্ক থাকা প্রসঙ্গে
  • ১২. দাঁড়িয়ে পেশাব করা
  • ১৩. কোন ব্যক্তি রাতে পাত্রে পেশাব করে তা নিকটে রেখে দেয়া
  • ১৪. নাবী (ﷺ) যেসব জায়গায় পেশাব করতে নিষেধ করেছেন
  • ১৫. গোসলখানায় পেশাব করা
  • ১৬. গর্তে পেশাব করা নিষেধ প্রসঙ্গে
  • ১৭. কোন ব্যক্তি পায়খানা থেকে বের হয়ে যা বলবে
  • ১৮. ইস্তিনজা করার সময় ডান হাতে পুরুষাঙ্গ স্পর্শ করা মাকরূহ প্রসঙ্গে
  • ১৯. পেশাব-পায়খানার সময় পর্দা করা
  • ২০. যে সমস্ত জিনিস দ্বারা ইস্তিঞ্জা করা নিষেধ
  • ২১. পাথর দ্বারা ইস্তিনজা করা প্রসঙ্গে
  • ২২. পেশাবের পর অযু করা প্রসঙ্গে
  • ২৩. পানি দিয়ে ইস্তিনজা করা প্রসঙ্গে
  • ২৪. যে ব্যক্তি ইস্তিনজার পর মাটিতে হাত ঘষে
  • ২৫. মিসওয়াক করা
  • ২৬. মিসওয়াক করার নিয়ম
  • ২৭. একজনের মিসওয়াক অন্যজনে ব্যবহার করা প্রসঙ্গে
  • ২৮. মিসওয়াক ধৌত করা
  • ২৯. মিসওয়াক করা স্বভাবসুলভ কাজ (ফিতরাত)
  • ৩০. রাত্রী জাগরণকারীর মিসওয়াক করা
  • ৩১. অযু করা ফরয
  • ৩২. কোন ব্যক্তির অযু থাকাবস্থায় নতুনভাবে অযু করা
  • ৩৩. যে জিনিস পানিকে অপবিত্র করে
  • ৩৪. বুযা‘আহ নামক কূপ প্রসঙ্গে
  • ৩৫. পানি অপবিত্র হয় না
  • ৩৬. বদ্ধ পানিতে পেশাব করা
  • ৩৭. কুকুরের লেহনকৃত পাত্র ধোয়া
  • ৩৮. বিড়ালের উচ্ছিষ্ট
  • ৩৯. স্ত্রীলোকের ব্যবহারের অবশিষ্ট পানি দিয়ে (পুরুষের) অযু করা
  • ৪০. এ বিষয়ে নিষেধাজ্ঞা
  • ৪১. সমুদ্রের পানি দ্বারা অযু করা প্রসঙ্গে
  • ৪২. নাবীয (খেজুরের শরবত) দিয়ে অযু করা
  • ৪৩. কোন ব্যক্তি পায়খানা-পেশাবের বেগ চেপে রেখে সালাত আদায় করবে কি?
  • ৪৪. অযুর জন্য যতটুকু পানি যথেষ্ট
  • ৪৫. অযুতে প্রয়োজনতিরিক্ত পানি ব্যবহার করা
  • ৪৬. পূর্ণাঙ্গরূপে অযু করা প্রসঙ্গে
  • ৪৭. তামার পাত্রে অযু করা
  • ৪৮. অযুর শুরুতে বিস্‌মিল্লাহ বলা
  • ৪৯. যে ব্যক্তি হাত ধোয়ার পূর্বে তা পানির পাত্রে প্রবেশ করানো প্রসঙ্গে
  • ৫০. নাবী (ﷺ)-এর অযুর বিবরণ
  • ৫১. অযুর অঙ্গগুলো তিনবার করে ধোয়া প্রসঙ্গে
  • ৫২. অযুর অঙ্গসমূহ দু’বার করে ধোয়ার বর্ণনা
  • ৫৩. অযুর অঙ্গসমূহ একবার করে ধোয়া প্রসঙ্গে
  • ৫৪. কুলি করা ও নাকে পানি দেয়ায় আলাদা পানি নেয়া প্রসঙ্গে
  • ৫৫. নাক পরিস্কার করা
  • ৫৬. দাড়ি খিলাল করা
  • ৫৭. পাগড়ীর উপর মাসাহ্ করা
  • ৫৮. দুই পা ধোয়া
  • ৫৯. মোজার উপর মাসাহ্ করা
  • ৬০. মোজার উপর মাসাহ্ করার সময়সীমা
  • ৬১. জাওরাবাইনের উপর মাসাহ্ করা
  • ৬২. পরিচ্ছেদ নাই
  • ৬৩. (মোজার উপর) মাসাহ্ করার নিয়ম
  • ৬৪. লজ্জাস্থানে পানি ছিটানো
  • ৬৫. অযুর পর যে দু‘আ পড়তে হয়
  • ৬৬. যে ব্যক্তি একই অযুতে কয়েক ওয়াক্তের সালাত আদায় করে তার বর্ণনা
  • ৬৭. অযুর মধ্যে কোন অঙ্গের কোন অংশ শুকনা থাকলে
  • ৬৮. অযু নষ্টের সন্দেহ হলে
  • ৬৯. চুমো দিলে অযু করা প্রসঙ্গে
  • ৭০. পুরুষাঙ্গ স্পর্শ করলে অযু করা প্রসঙ্গে
  • ৭১. পুরুষাঙ্গ স্পর্শ করলে অযু নষ্ট না হওয়া প্রসঙ্গে
  • ৭২. উটের গোশত খেলে অযু করা প্রসঙ্গে
  • ৭৩. কাঁচা গোশত স্পর্শ করলে অযু করতে ও হাত ধুতে হবে কিনা
  • ৭৪. মৃত প্রাণী স্পর্শ করলে অযু না করা প্রসঙ্গে
  • ৭৫. আগুনে পাকানো জিনিস খেলে অযু না করা প্রসঙ্গে
  • ৭৬. আগুনে পাকানো জিনিস খেলে অযু করার ব্যাপারে কঠোরতা প্রসঙ্গে
  • ৭৭. দুধ পান করলে অযু (কুলি) করা প্রসঙ্গে
  • ৭৮. দুধ পানের পর অযু (কুলি) না করা প্রসঙ্গে
  • ৭৯. রক্ত বের হলে অযু করা
  • ৮০. ঘুমালে অযু নষ্ট হয় কিনা
  • ৮১. যে ব্যক্তি তার পায়ে ধুলা-ময়লা মাড়িয়েছে
  • ৮২. সালাতের মধ্যে কারো অযু ছুটে গেলে
  • ৮৩. বীর্যরস (মযী) সম্পর্কে
  • (৮৩. হায়িযগ্রস্তা স্ত্রীর সঙ্গে মেলামেশা ও পানাহার করা প্রসঙ্গে)
  • ৮৪. সহবাসে বীর্যপাত না হলে
  • ৮৫. একাধিকবার সঙ্গমে একবার গোসল করা সম্পর্কে
  • ৮৬. একবার সহবাসের পর পুনরায় সহবাসের পূর্বে অযু করা
  • ৮৭. অপবিত্র অবস্থায় ঘুমানো
  • ৮৮. নাপাক অবস্থায় পানাহার প্রসঙ্গে
  • ৮৯. যে বলে, নাপাক ব্যক্তি অযু করবে
  • ৯০. অপবিত্র ব্যক্তির বিলম্বে গোসল করা
  • ৯১. নাপাক অবস্থায় কুরআন পড়া প্রসঙ্গে
  • ৯২. জানাবাতের অবস্থায় মুসাফাহ করা প্রসঙ্গে
  • ৯৩. নাপাক ব্যক্তির মসজিদে প্রবেশ প্রসঙ্গে
  • ৯৪. ভুলবশত কোন ব্যক্তি নাপাক অবস্থায় সালাতে ইমামতি করলে
  • ৯৫. কোন ব্যক্তির রাতে ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে
  • ৯৬. পুরুষের ন্যায় নারীদের স্বপ্নদোষ হলে
  • ৯৭. যে পরিমাণ পানি দিয়ে গোসল করা যায়
  • ৯৮. জানাবাতের গোসল করার নিয়ম
  • ৯৯. গোসলের পর অযু করা প্রসঙ্গে
  • ১০০. গোসলের সময় মহিলারা তাদের চুলের বাঁধন খুলবে কি?
  • ১০১. নাপাক ব্যক্তির খিত্বমী (এক ধরনের ঔষধী উদ্ভিদ) মিশ্রিত পানি দ্বারা মাথা ধোয়া
  • ১০২. স্বামী-স্ত্রীর মাঝে প্রবাহিত বীর্যের হুকুম
  • ১০৩. ঋতুবতী স্ত্রীর সাথে একত্রে আহার ও মেলামেশা করা
  • ১০৪. ঋতুবতী নারীর মাসজিদ থেকে কিছু নেয়া
  • ১০৫. ঋতুবতী নারী কাযা সালাত আদায় করবে না
  • ১০৬. ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসের কাফ্ফারা
  • ১০৭. কোন ব্যক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কিছু করা প্রসঙ্গে
  • ১০৮. মুস্তাহাযা নারীর বর্ণনা এবং যে ব্যক্তি বলে, হায়িযের দিনগুলোতে সে সালাত ত্যাগ করবে, তার প্রসঙ্গে
  • ১০৯. হায়িয শেষ হলে সালাত বর্জন না করা প্রসঙ্গে
  • ১১০. হায়িয শুরু হলে সালাত আদায় করা ছেড়ে দেয়া প্রসঙ্গে
  • ১১১. মুস্তাহাযার প্রতি ওয়াক্ত সালাতের জন্য গোসল করা প্রসঙ্গে
  • ১১২. যে বলে, মুস্তাহাযা দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করবে এবং এর জন্য একবার গোসল করবে তার প্রসঙ্গে
  • ১১৩. যে ব্যক্তি বলে, মুস্তাহাযা দুই তুহরের মাঝখানে একবার গোসল করবে তার প্রসঙ্গে
  • ১১৪. যে বলে, মুস্তাহাযা এক যুহর থেকে পরবর্তী যুহর পর্যন্ত একবার গোসল করবে
  • ১১৫. যে বলে, মুস্তাহাযা প্রতিদিন একবার গোসল করবে, কিন্তু এ কথা বলেনি যে, যুহরের ওয়াক্তে গোসল করবে
  • ১১৬. ইস্তিহাযা রোগীনীর কয়েকদিন পরপর গোসল করা প্রসঙ্গে
  • ১১৭. ইস্তিহাযা রোগীনী প্রত্যেক ওয়াক্ত সালাতের জন্য অযু করবে
  • ১১৮. কেবল অযু নষ্ট হলেই মুস্তাহাযাকে অযু করতে হবে
  • ১১৯. কোন মহিলা পবিত্র হওয়ার পর হলুদ ও মেটে রং এর রক্ত দেখলে
  • ১২০. মুস্তাহাযা স্ত্রীর সাথে স্বামীর সহবাস করা
  • ১২১. নিফাসের সময়সীমা সম্পর্কে
  • ১২২. হায়িয থেকে পবিত্র হওয়ার গোসলের নিয়ম
  • ১২৩. তায়াম্মুমের বর্ণনা
  • ১২৪. মুকীম অবস্থায় তায়াম্মুম করা
  • ১২৫. জুনুবী ব্যক্তির তায়াম্মুম করা
  • ১২৬. ঠান্ডা লাগার আশঙ্কা হলে নাপাক ব্যক্তি তায়াম্মুম করতে পারবে কি?
  • ১২৭. আহত ব্যক্তির তায়াম্মুম করা
  • ১২৮ : কোন ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করার পর ওয়াক্ত থাকতেই পানি পেয়ে গেলো
  • ১২৯. জুমু'আর সালাতের জন্য গোসল করা
  • ১৩০. জুমু'আর দিন গোসল না করার অনুমতি প্রসঙ্গে
  • ১৩১. কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে গোসল করার নির্দেশ দেয়া
  • ১৩২. মহিলাদের হায়িযকালীন সময়ের পরিধেয় কাপড় ধোয়া
  • ১৩৩. সহবাসকালীন সময়ের পরিধেয় কাপড়ে সালাত আদায় করা
  • ১৩৪. মহিলাদের গায়ে জড়ানো কাপড়ে সালাত আদায় প্রসঙ্গে
  • ১৩৫. মহিলাদের গায়ে জড়ানো কাপড়ে সালাত আদায় করার অনুমতি প্রসঙ্গে
  • ১৩৬. কাপড়ে বীর্য লাগলে
  • ১৩৭. শিশুদের পেশাব কাপড়ে লাগলে
  • ১৩৮. মাটিতে পেশাব লাগলে
  • ১৩৯. মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায়
  • ১৪০. কাপড়ের আঁচলে (শুষ্ক) নাপাকী লাগলে
  • ১৪১. জুতায় নাপাকি লাগলে
  • ১৪২. অপবিত্র কাপড়ে আদায়কৃত সালাত পুনরায় আদায় করা
  • ১৪৩. কাপড়ে থু থু লাগলে
  • ২/ সালাত (كتاب الصلاة) ১১৬৫ টি | ৩৯১-১৫৫৫ পর্যন্ত 2/ Prayer (Kitab Al-Salat)
  • ১. সালাত ফরয হওয়ার বর্ণনা
  • ২. সালাতের ওয়াক্তসমূহের বর্ণনা
  • ৩. নাবী (ﷺ)-এর সালাতের ওয়াক্ত ও তাঁর সালাত আদায় করার নিয়ম
  • ৪. যুহর সালাতের ওয়াক্ত
  • ৫. ‘আসরের সালাতের ওয়াক্ত
  • ৬. মাগরিবের ওয়াক্ত
  • ৭. ‘ইশার সালাতের ওয়াক্ত
  • ৮. ফজর সালাতের ওয়াক্ত
  • ৯. সালাতসমূহের হিফাযাত করা
  • ১০. ইমাম ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করতে বিলম্ব করলে
  • ১১. কেউ সালাতের ওয়াক্তে ঘুমিয়ে থাকলে বা সালাতের কথা ভুলে গেলে
  • ১২. মাসজিদ নির্মাণ সম্পর্কে
  • ১৩. পাড়ায় পাড়ায় মাসজিদ নির্মাণ করা
  • ১৪. মসজিদে বাতি জ্বালানো
  • ১৫. মসজিদের কঙ্কর প্রসঙ্গে
  • ১৬. মাসজিদ ঝাড়ু দেয়া
  • ১৭. মসজিদে প্রবেশে নারীদেরকে পুরুষদের থেকে পৃথক পথ অবলম্বন করা
  • ১৮. কোন ব্যক্তি মসজিদে প্রবেশে সময় যে দু‘আ পাঠ করবে
  • ১৯. মসজিদে প্রবেশকালীন সালাত
  • ২০. মসজিদে বসে থাকার ফযীলত
  • ২১. মসজিদে হারানো বস্তু খোঁজ করা অপছন্দনীয়
  • ২২. মসজিদে থু থু ফেলা অপছন্দনীয়
  • ২৩. মুশরিক লোকের মসজিদে প্রবেশ
  • ২৪. যেসব জায়গায় সালাত আদায় করা জায়িয নয়
  • ২৫. উটের আস্তাবলে সালাত আদায় করা নিষেধ
  • ২৬. বালকদের কখন থেকে সালাতের নির্দেশ দিতে হবে?
  • ২৭. আযানের সূচনা
  • ২৮. আযানের পদ্ধতি
  • ২৯. ইক্বামাতের বর্ণনা
  • ৩০. একজনে আযান ও আরেকজনে ইক্বামাত দেয়া
  • ৩১. উচ্চস্বরে আযান দেয়া
  • ৩২. ওয়াক্তের প্রতি খেয়াল রাখা মুয়াজ্জিনের কর্তব্য
  • ৩৩. মিনারের উপর থেকে আযান দেয়া
  • ৩৪. আযানের মধ্যে মুয়াজ্জিনের ঘুরে যাওয়া
  • ৩৫. আযান ও ইক্বামাতের মধ্যবর্তী সময়ে দু‘আ করা
  • ৩৬. মুয়াজ্জিনের আযানের জবাবে যা বলতে হয়
  • ৩৭. ইক্বামাতের জবাবে কি বলতে হবে?
  • ৩৮. আযান শুনে যে দু‘আ পাঠ করবে
  • ৩৯. মাগরিবের আযানের সময় যা পড়তে হয়
  • ৪০. আযানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ
  • ৪১. ওয়াক্ত হওয়ার আগে আযান দেয়া
  • ৪২. অন্ধ ব্যক্তির আযান দেয়া
  • ৪৩. আযানের পর মাসজিদ থেকে বেরিয়ে যাওয়া
  • ৪৪. ইমামের জন্য মুয়াজ্জিনের অপেক্ষা করা
  • ৪৫. তাসবীব (আযানের পর সালাতের জন্য পুনরায় ডাকা) প্রসঙ্গে
  • ৪৬. সালাতের ইক্বামাত হওয়ার পরও ইমামের আগমনের অপেক্ষায় বসে থাকা
  • ৪৭. জামা‘আত পরিত্যাগের ব্যাপারে সাবধান বাণী
  • ৪৮. জামা‘আতে সালাত আদায়ের ফযীলত
  • ৪৯. সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে (মসজিদে) যাওয়ার ফযীলত
  • ৫০. অন্ধকারে সালাত আদায় করতে যাওয়ার ফযীলত
  • ৫১. অযু করে মসজিদে যাওয়ার নিয়ম
  • ৫২. কেউ জামা‘আতে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয়েও জামা‘আত না পেলে
  • ৫৩. নারীদের মসজিদে যাতায়াত সম্পর্কে
  • ৫৪. নারীদের মসজিদে যাতায়াতে কঠোরতা
  • ৫৫. সালাতের জন্য দৌড়ানো
  • ৫৬. একই মসজিদে দু’বার জামা‘আত অনুষ্ঠান
  • ৫৭. ঘরে সালাত আদায়ের পর পুনরায় জামা‘আতে আদায় করা
  • ৫৮. কোন ব্যক্তি জামা‘আতে সালাত আদায়ের পর অন্যত্র আবার জামা‘আত পেলে শরীক হবে কি?
  • ৫৯. ইমামতি ও তার ফযীলত সম্পর্কে
  • ৬০. ইমামতির আপত্তি করা বাঞ্ছনীয় নয়
  • ৬১. ইমামতির অধিক যোগ্য কে?
  • ৬২. মহিলাদের ইমামতি করা প্রসঙ্গে
  • ৬৩. মুক্তাদীদের অপছন্দনীয় লোকের ইমামতি করা
  • ৬৪. সৎ ও অসৎ লোকের ইমামতি
  • ৬৫. অন্ধ লোকের ইমামতি করা
  • ৬৬. সাক্ষাৎকারীর ইমামতি করা
  • ৬৭. ইমামের মুক্তাদীদের চেয়ে উঁচু স্থানে দাঁড়ানো
  • ৬৮. কোন ব্যক্তি একবার জামা‘আতে সালাত আদায়ের পর আবার ঐ সালাতে ইমামতি করা
  • ৬৯. বসা অবস্থায় ইমামতি করা
  • ৭০. দুই ব্যক্তির একজন তার সঙ্গীর ইমামতি করলে তারা কিরূপে দাঁড়াবে?
  • ৭১. তিনজন মুক্তাদী হলে তারা কিভাবে দাঁড়াবে?
  • ৭২. সালাম ফিরানোর পর মুক্তাদীদের দিকে ইমামের ঘুরে বসা
  • ৭৩. ইমামের নিজ জায়গাতে নফল সালাত আদায় করা
  • ৭৪. সালাতে শেষ রাক‘আতে সিজদার পর ইমামের অযু ছুটে গেলে
  • ৭৫. মুক্তাদীকে ইমামের অনুসরণ করতে নির্দেশ দেয়া হয়েছে
  • ৭৬. যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় বা নামায় তার ব্যাপারে হুঁশিয়ারী
  • ৭৭. ইমামের পূর্বে চলে যাওয়া
  • ৭৮. সালাত বৈধ হওয়ার জন্য যতটুকু কাপড় জরুরী
  • ৭৯. যে ব্যক্তি তার ঘাড়ের পেছনে কাপড় বেঁধে সালাত আদায় করে
  • ৮০. কোন সালাত আদায়কারীর কাপড়ের অংশ বিশেষ অন্যের গায়ে থাকা
  • ৮১. যে ব্যক্তি একটি জামা পরিধান করে সালাত আদায় করে
  • ৮২. কাপড় সংকীর্ণ হলে তা লুঙ্গি হিসাবে পরিধান করবে
  • ৮৩. সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে দেয়া
  • ৮৪. মহিলারা কয়টি কাপড় পরে সালাত আদায় করবে
  • ৮৫. ওড়না ছাড়া মহিলাদের সালাত আদায় করা
  • ৮৬. সালাতরত অবস্থায় কাপড় ঝুলিয়ে দেয়া
  • ৮৭. মহিলাদের পরিধেয় বস্ত্রের (অংশ বিশেষের) উপর সালাত আদায়
  • ৮৮. চুলের ঝুটি বেঁধে পুরুষের সালাত আদায় করা
  • ৮৯. জুতা পরে সালাত আদায়
  • ৯০. মুসল্লী তার জুতা খুলে কোথায় রাখবে?
  • ৯১. ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করা
  • ৯২. চাটাইয়ের উপর সালাত আদায় করা
  • ৯৩. কোন ব্যক্তি তার (পরিহিত) কাপড়ে সিজদা্ করলে
  • ৯৪. কাতার সোজা করা
  • ৯৫. খুঁটি সমূহের মাঝখানে কাতার বাঁধা
  • ৯৬. কাতারে ইমামের কাছাকাছি দাঁড়ানো উত্তম এবং দূরে দাঁড়ানো অপছন্দনীয়
  • ৯৭. কাতারে বালকদের দাঁড়ানোর স্থান
  • ৯৮. মহিলাদের কাতার এবং তারা পিছনের কাতারে দাঁড়াবে, প্রথম কাতারে নয়
  • ৯৯. কাতারে ইমামের দাঁড়ানোর স্থান
  • ১০০. যে ব্যক্তি কাতারের পিছনে একাকী দাঁড়িয়ে সালাত আদায় করে
  • ১০১. যে ব্যক্তি কাতারে না পৌছেই রুকু‘ করে
  • ১০২. মুসল্লী কিরূপ সু্তরাহ স্থাপন করবে
  • ১০৩. ছড়ি না পাওয়া গেলে রেখা টেনে দিবে
  • ১০৪. জন্তুযান সামনে রেখে সালাত আদায় করা
  • ১০৫. কেউ খুঁটি, বা অনুরূপ কিছু সামনে রেখে সালাতে দাঁড়ালে তা কোথায় রাখবে?
  • ১০৬. আলাপে রত ও ঘুমন্ত ব্যক্তিদের সামনে রেখে সালাত আদায় করা
  • ১০৭. সুতরার কাছাকাছি দাঁড়ানো
  • ১০৮. মুসল্লীর সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তাকে বাধা দেয়া
  • ১০৯. সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ
  • ১১০. যে জিনিস সালাতকে নষ্ট করে দেয়
  • ১১১. ইমামের সুতরাহ মুক্তাদীর জন্য যথেষ্ট
  • ১১২. যে বলে, মুসল্লীর সামনে দিয়ে মহিলাদের যাতায়াতে সালাত ভঙ্গ হয় না
  • ১১৩. মুসল্লীর সামনে দিয়ে গাধা অতিক্রম করলে সালাত ভঙ্গ হয় না
  • ১১৪. যে বলে, মুসল্লীর সামনে দিয়ে কুকুর অতিক্রম করলে সালাত নষ্ট হয় না
  • ১১৫. যে বলে, সামনে দিয়ে কিছু অতিক্রম করলে সালাত নষ্ট হয় না
  • ১১৬. রাফ‘উল ইয়াদাইন (সালাতে দু’ হাত উত্তোলন)
  • ১১৭. সালাত শুরু করা সম্পর্কে
  • ১১৮. দু’ রাক‘আত সালাত আদায়ের পর (তৃতীয় রাক‘আতের জন্য) উঠার সময় দু’ হাত উত্তোলন
  • ১১৯. রুকু‘র সময় হাত না উঠানোর বর্ণনা
  • ১২০. সালাতরত অবস্থায় বাম হাতের উপর ডান হাত রাখা
  • ১২১. যে দু‘আ পড়ে সালাত আরম্ভ করতে হয়
  • ১২২. যারা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলে সালাত শুরু করতে হবে
  • ১২৩. সালাতের শুরুতে চুপ থাকা
  • ১২৪. সশব্দে বিসমিলল্লাহ না বলা প্রসঙ্গে
  • ১২৫. সশব্দে বিসমিল্লাহ পাঠের বর্ণনা
  • ১২৬. কোন অনিবার্য কারণে সালাত সংক্ষেপ করা
  • ১২৭. সালাত সংক্ষিপ্ত করা
  • ১২৮. সালাতের জন্য ক্ষতিকর দিক
  • ১২৯. যুহর সালাতের কিরাত
  • ১৩০. শেষের দু’ রাক‘আত সংক্ষেপ করা
  • ১৩১. যুহর ও ‘আসর সালাতে ক্বিরাআতের পরিমাণ
  • ১৩২. মাগরিব সালাতে ক্বিরাআতের পরিমাণ
  • ১৩৩. মাগরিব সালাতে কিরাত সংক্ষেপ করা
  • ১৩৪. উভয় রাক‘আতে একই সূরাহ্ তিলাওয়াত প্রসঙ্গে
  • ১৩৫. ফজর সালাতের কিরাত
  • ১৩৬. সালাতে কেউ সূরাহ্ পড়া ছেড়ে দিলে
  • ১৩৭. স্বরব ক্বিরাআতের সালাতে (মুক্তাদীর) সূরাহ্ ফাতিহা পাঠ যে অপছন্দ করে
  • ১৩৮. নীরব ক্বিরাআতের সালাতে মুক্তাদীর কিরাত পাঠ সম্পর্কে
  • ১৩৯. নিরক্ষক ও অনারব লোকের ক্বিরাআতের পরিমাণ
  • ১৪০. সালাতে পরিপূর্ণ তাকবীর বলা
  • ১৪১. সিজদার সময় হাত রাখার পূর্বে হাঁটু রাখা প্রসঙ্গে
  • ১৪২. বিজোড় রাক‘আতের পরে দাঁড়ানোর নিয়ম
  • ১৪৩. দু’ সাজদার মাঝখানে বসা
  • ১৪৪. রুকূ‘ হতে মাথা উঠানোর সময় যা বলবে
  • ১৪৫. দু’ সাজাদাহর মাঝখানে দু‘আ
  • ১৪৬. ইমামের পিছনে সালাত আদায়কালে মহিলারা সিজদা্ হতে মাথা কখন উঠাবে
  • ১৪৭. রুকূ‘ হতে উঠে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং দু’ সাজদার মাঝে দীর্ঘক্ষণ বসা সম্পর্কে
  • ১৪৮. যে ব্যক্তি রুকূ‘তে স্বীয় পিঠ সোজা করে না
  • ১৪৯ : নাবী (ﷺ)-এর বাণীঃ কারো ফরয সালাতে ত্রুটি থাকলে তা তার নফল সালাত দিয়ে পূর্ণ করা হবে
  • ১৫০. দু’ হাত দু’ হাঁটুর উপর রাখা
  • ১৫১. রুকূ‘ ও সাজদার দু‘আ
  • ১৫২. রুকূ‘ ও সিজদায় যা পাঠ করবে
  • ১৫৩. সালাতের মধ্যে দু‘আ করা সম্পর্কে
  • ১৫৪. রুকূ‘ ও সিজদায় অবস্থানের পরিমাণ সম্পর্কে
  • ১৫৫. কেউ ইমামকে সাজদারত পেলে কি করবে?
  • ১৫৬. সাজদার অঙ্গসমূহ
  • ১৫৭. নাক ও কপালের সাহায্যে সিজদা্ করা
  • ১৫৮. সাজদার পদ্ধতি
  • ১৫৯. প্রয়োজনে এ বিষয়ে শিথিলতা
  • ১৬০. কোমরে হাত রাখা ও ইক্ব‘আ করা
  • ১৬১. সালাতে কান্নাকাটি করা
  • ১৬২. সালাতের মধ্যে ওয়াস্ওয়াসা ও বিভিন্ন চিন্তা আসা অপছন্দনীয়
  • ১৬৩. সালাতে ইমামের ভুল ধরিয়ে দেয়া
  • ১৬৪. সালাতে ক্বিরাআতের ভুল শোধরানো নিষেধ
  • ১৬৫. সালাতের মধ্যে এদিক সেদিক তাকানো সম্পর্কে
  • ১৬৬. নাক দিয়ে সিজদা্ করা
  • ১৬৭. সালাতের মধ্যে কোন দিকে দৃষ্টি দেয়া
  • ১৬৮. এ বিষয়ে অনুমতি সম্পর্কে
  • ১৬৯. সালাতের অবস্থায় যে কাজ জায়িয
  • ১৭০. সালাতরত অবস্থায় সালামের জবাব দেয়া
  • ১৭১. সালাতরত অবস্থায় হাঁচির উত্তর দেয়া
  • ১৭২. ইমামের পিছনে আমীন বলা প্রসঙ্গে
  • ১৭৩. সালাতরত অবস্থায় হাততালি দেয়া
  • ১৭৪. সালাতের মধ্যে ইশারা করা প্রসঙ্গে
  • ১৭৫. সালাতরত অবস্থায় পাথর কুচি সরানো
  • ১৭৬. কোমরে হাত রেখে সালাত আদায়কারী সম্পর্কে
  • ১৭৭. লাঠিতে ভর দিয়ে সালাত আদায়কারী সম্পর্কে
  • ১৭৮. সালাতরত অবস্থায় কথা বলা নিষেধ
  • ১৭৯. বসে সালাত আদায় করা
  • ১৮০. তাশাহহুদের বৈঠকে বসার নিয়ম
  • ১৮১. চতুর্থ রাক’আতে পাছার উপর বসা
  • ১৮২. তাশাহ্হুদ পাঠ
  • ১৮৩. তাশাহ্হুদ পড়ার পর নাবী (ﷺ)-এর উপর দরুদ পাঠ
  • ১৮৪. তাশাহ্হুদের পরে কি পাঠ করবে?
  • ১৮৫. নীরবে তাশাহ্হুদ পাঠ
  • ১৮৬. তাশাহ্হুদের মধ্যে ইশারা করা
  • ১৮৭. সালাতরত অবস্থায় হাতের উপর ঠেস দেয়া মাকরূহ
  • ১৮৮. (প্রথম) বৈঠক সংক্ষেপ করা
  • ১৮৯. সালাম ফিরানো
  • ১৯০. ইমামের সালামের জবাব দেয়া প্রসঙ্গে
  • ১৯১. সালাতের পরে তাকবীর বলা প্রসঙ্গে
  • ১৯২. সালাম সংক্ষিপ্ত করা
  • ১৯৩. সালাতরত অবস্থায় বায়ু নির্গত হলে পুনরায় অযু করে সালাত আদায় করা
  • ১৯৪. ফরয সালাত আদায়ের স্থানে নফল সালাত আদায় প্রসঙ্গে
  • ১৯৫. দুই সাহু সিজদা্ সম্পর্কে
  • ১৯৬. (ভুলবশত চার রাক‘আতের স্থলে) পাঁচ রাক‘আত সালাত আদায় করলে
  • ১৯৭. দুই কিংবা তিন রাক‘আতে সন্দেহ হলে করণীয় কেউ বলেন, সন্দেহ পরিহার করবে
  • ১৯৮. যিনি বলেন, (সন্দেহ হলে) প্রবল ধারণার ভিত্তিতে সালাত পূর্ণ করবে
  • ১৯৯. যিনি বলেন, সালাম ফিরানোর পর সাহু সিজদা্ দিবে
  • ২০০. কেউ দু’ রাক‘আতের পর তাশাহ্হুদ না পড়েই দাঁড়িয়ে গেলে
  • ২০১. প্রথম বৈঠকে তাশাহ্হুদ পড়তে ভুলে গেলে
  • ২০২. দুটি সাহু সাজদার পর তাশাহ্হুদ পাঠ ও সালাম ফিরানো
  • ২০৩. সালাত শেষে পুরুষদের পূর্বে মহিলাদের প্রস্থান করা
  • ২০৪. সালাত শেষে প্রস্থানের নিয়ম
  • ২০৫. নফল সালাত বাড়ীতে আদায় করা
  • ২০৬. কেউ কিবলাহ ছাড়া অন্যত্র মুখ করে সালাত আদায়ের পর তা অবহিত হলে
  • ২০৭. জুমু‘আহর দিন ও জুমু‘আহর রাতের ফযীলত সম্পর্কে
  • ২০৮. জুমু‘আহর দিনে কোন সময়ে দু‘আ কবুল হয়
  • ২০৯. জুমু‘আহর সালাতের ফযীলত
  • ২১০. জুমু‘আহর সালাত পরিহার কঠোরভাবে নিষিদ্ধ
  • ২১১. জুমু‘আহর সালাত ত্যাগের কাফফারাহ
  • ২১২. জুম্মার সালাত যাদের উপর ফরয
  • ২১৩. বৃষ্টির দিনে জুমু‘আহর সালাত আদায় সম্পর্কে
  • ২১৪. শীতের রাতে জামা‘আতে উপস্থিত না হওয়া
  • ২১৫. কৃতদাস ও নারীদের জুমু‘আহর সালাত আদায় প্রসঙ্গে
  • ২১৬. গ্রামাঞ্চলে জুমু‘আহর সালাত আদায়
  • ২১৭. ঈদ ও জুমু‘আহ একই দিনে একত্র হলে
  • ২১৮. জুমু‘আহর দিন ফজরের সালাতে যে সূরাহ পড়বে?
  • ২১৯. জুমু‘আহর সালাতের পোশাক সম্পর্কে
  • ২২০. জুমু‘আহর দিন সালাতের পূর্বে গোলাকার হয়ে বসা
  • ২২১. মসজিদে মিম্বার স্থাপন সম্পর্কে
  • ২২২. মিম্বার রাখার স্থান
  • ২২৩. জুমু‘আহর দিন সূর্য পশ্চিমাকাশে হেলে যাওয়ার পূর্বে সালাত আদায়
  • ২২৪. জুমুআর সালাতের ওয়াক্ত
  • ২২৫. জুমু‘আর সালাতের আযান
  • ২২৬. খুত্ববাহ দেয়ার সময় কারো সাথে ইমামের কথা বলা
  • ২২৭. মিম্বারে উঠে ইমাম বসবেন
  • ২২৮. দাঁড়িয়ে খুত্ববাহ দেয়া
  • ২২৯. ধনুকের উপর ভর দিয়ে খুত্ববাহ দেয়া
  • ২৩০. মিম্বারের উপর অবস্থানকালে দু’ হাত উপরে উঠানো
  • ২৩১. খুত্ববাহ সংক্ষেপ করা
  • ২৩২. খুত্ববাহর সময় ইমামের কাছাকাছি বসা
  • ২৩৩. বিশেষ কারণে ইমামের খুত্ববাহয় বিরতি দান
  • ২৩৪. ইমামের খুত্ববাহ দেয়ার সময় কাপড় জড়িয়ে বসা সম্পর্কে
  • ২৩৫. খুত্ববাহর সময় (মুসল্লীদের) কথা বলা সম্পর্কে
  • ২৩৬. অযু নষ্ট হলে ইমামের অনুমতি নেয়া
  • ২৩৭. ইমামের খুত্ববাহ দেয়ার সময় কেউ মসজিদে এলে
  • ২৩৮. জুমু‘আহর দিন লোকজনের ঘাড় টপকিয়ে সামনে যাওয়া
  • ২৩৯. ইমামের খুত্ববাহ দানকালে কারো তন্দ্রা আসলে
  • ২৪০. খুত্ববাহ শেষে মিম্বার থেকে নেমে ইমামের কথা বলা
  • ২৪১. কেউ এক রাক‘আত জুমু‘আহর সালাত পেলে
  • ২৪২. জুমু‘আহর সালাতে কোন সূরাহ পাঠ করবে?
  • ২৪৩. ইমাম ও মুক্তাদীর মাঝে প্রাচীর থাকাবস্থায় ইক্বতিদা করা
  • ২৪৪. জুম্মার ফরয সালাতের পর সুন্নাত সালাত
  • ২৪৫. দুই ঈদের সালাত
  • ২৪৬. ঈদের সালাতের উদ্দেশে ঈদগাহে যাওয়ার সময়
  • ২৪৭. ঈদের সালাতে নারীদের অংশগ্রহণ
  • ২৪৮. ঈদের সালাতের খুত্ববাহ
  • ২৪৯. ধনুকের উপর ভর দিয়ে খুত্ববাহ প্রদান
  • ২৫০. ঈদের সালাতে আযান নেই
  • ২৫১. দুই ঈদের তাকবীর
  • ২৫২. ঈদুল ফিত্বর ও ঈদুল আযহার সালাতের ক্বিরাআত
  • ২৫৩. খুত্ববাহ শুনার জন্য বসা
  • ২৫৪. ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথে ফেরা
  • ২৫৫. কোন কারণে ইমাম ঈদের দিন সালাত পড়াতে না পারলে পরের দিন পড়াবেন
  • ২৫৬. ঈদের সালাতের পর অন্য নফল সালাত
  • ২৫৭. বৃষ্টির দিনে লোকদের নিয়ে ঈদের সালাত মসজিদে আদায় করা
  • ২৫৮. ইসতিস্‌কা সালাত ও তার বর্ণনা
  • ২৫৯. ইসতিস্‌কার সালাতে কখন চাদর উল্টিয়ে পরিধান করবে?
  • ২৬০. ইসতিস্‌কার সালাতে দু’ হাত উত্তোলন সম্পর্কে
  • ২৬১. সূর্যগ্রহণের সালাত
  • ২৬২. যিনি বলেন, সূর্যগ্রহণের সালাতে রুকূ‘ হবে চারটি
  • ২৬৩. সূর্যগ্রহণের সালাতের ক্বিরাআত
  • ২৬৪. সুর্যগ্রহণের সালাতের জন্য আহবান করা
  • ২৬৫. সূর্যগ্রহণের সময় সাদাকা করার নির্দেশ
  • ২৬৬. সূর্যগ্রহণের সময় গোলাম আযাদ করা
  • ২৬৭. যিনি বলেন, সূর্যগ্রহণের সময় দু’ রাক‘আত সালাত আদায় করবে
  • ২৬৮. দুর্যোগকালে সালাত আদায়
  • ২৬৯. বিপদের আলামাত দেখে সিজদা্ করা
  • ২৭০. মুসাফিরের সালাত
  • ২৭১. মুসাফির কখন সালাত ক্বসর করবে?
  • ২৭২. সফরে আযান দেয়া প্রসঙ্গে
  • ২৭৩. মুসাফিরের ওয়াক্তের ব্যাপারে সন্দিহান অবস্থায় সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৭৪. দু’ ওয়াক্তের সালাত একত্র করা প্রসঙ্গে
  • ২৭৫. সফরকালে সালাতের ক্বিরাআত সংক্ষেপ করা প্রসঙ্গে
  • ২৭৬. সফরে নফল সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৭৭. বাহনের উপর নফল ও বিতর সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৭৮. ওযর বশত বাহনের উপর ফরয সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৭৯. মুসাফির কখন পূর্ণ সালাত আদায় করবে?
  • ২৮০. শত্রুর দেশে অবস্থানকালে সালাত ক্বসর করা সম্পর্কে
  • ২৮১. সালাতুল খাওফ (ভয়কালীন সালাত) প্রসঙ্গে
  • ২৮২. যিনি বলেন, ইমামের সাথে এক কাতার দাঁড়াবে এবং আরেক এক কাতার দাঁড়িয়ে থাকবে শত্রুর মোকাবিলায়। ইমাম তার নিকটস্থ কাতারের লোকদের নিয়ে এক রাক‘আত সালাত আদায় করে ইমাম ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না তার সাথে এক রাক‘আত সালাত আদায়কারীরা নিজস্বভাবে তাদের দ্বিতীয় রাক‘আত আদায় করে নেয়। অতঃপর তারা শত্রুর সম্মুখে চলে যাবে এবং দ্বিতীয় দল আসবে। ইমাম তাদেরকে নিয়ে এক রাক‘আত আদায় করবেন। অতঃপর তিনি ততক্ষণ বসে থাকবেন যতক্ষন এরা নিজস্বভাবে নিজ নিজ দ্বিতীয় রাক‘আত পূর্ণ করে নেয়। অতঃপর ইমাম সকলকে নিয়ে একত্রে সালাম ফিরাবেন।
  • ২৮৩. যিনি বলেন, যখন ইমাম এক রাক‘আত আদায় করে দাঁড়িয়ে থাকবেন, তখন লোকজন নিজেদের অবশিষ্ট এক রাক‘আত পূরণ করে সালাম ফিরিয়ে শত্রুর মুকাবিলায় দাঁড়াবে। এতে সালাম হবে পৃথক পৃথক
  • ২৮৪. যিনি বলেন, সকলেই একত্রে তাকবীর বলবে, যদিও তারা কিবলার বিপরীত দিকে মুখ করে থাকে। ইমাম তাঁর কাছের লোকদের নিয়ে এক রাক‘আত আদায় করবেন। এরপর এরা তাদের সাথীদের সারিতে এসে দাঁড়াবে এবং ঐ দলটি এসে নিজস্বভাবে এক রাক‘আত আদায় করবে। ইমাম এদেরকে নিয়ে আরো এক রাক‘আত আদায় করবেন। অতঃপর শত্রুর মুকাবিলায় দাঁড়িয়ে থাকা দলটি সামনে এগিয়ে এসে নিজস্বভাবে তাদের এক রাক‘আত আদায় করে নিবে। সবার সালাত শেষ হওয়া পর্যন্ত ইমাম যথারীতি বসেই থাকবেন এবং পরে সবাইকে নিয়ে একত্রে সালাম ফিরাবেন।
  • ২৮৫. যিনি বলেন, ইমাম প্রত্যেক দলের সাথে এক রাক‘আত করে আদায় করবেন, এরপর সালাম ফিরাবেন। অতঃপর প্রত্যেক দল দাঁড়িয়ে নিজস্বভাবে অবশিষ্ট এক রাক‘আত সালাত আদায় করবেন
  • ২৮৬. যিনি বলেন, ইমাম প্রত্যেক দলের সাথে এক রাক‘আত করে সালাত আদায় করে সালাম ফিরাবেন। অতঃপর তার পিছনের দলটি দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাক‘আত সালাত আদায় করবে। এরপর পরবর্তী দল তাদের স্থানে এসে দাঁড়িয়ে (ইমামের সাথে) এক রাক‘আত আদায় করবে
  • ২৮৭. যিনি বলেন, প্রত্যেক দল কেবল এক রাক‘আত আদায় করবে, পুরো সালাত নয়
  • ২৮৮. যিনি বলেন, ইমাম প্রত্যেক দলের সাথে দু’ রাক‘আত করে সালাত আদায় করবেন
  • ২৮৯. (শত্রুকে হত্যার জন্য) অনুসন্ধানকারীর সালাত প্রসঙ্গে
  • ২৯০. নফল ও সুন্নাত সালাতের রাক‘আত সংখ্যা প্রসঙ্গে
  • ২৯১. ফজরের দু’ রাক‘আত (সুন্নাত) সম্পর্কে
  • ২৯২. ফজরের দু’ রাক‘আত সুন্নাত সংক্ষেপ করা প্রসঙ্গে
  • ২৯৩. ফজরের সুন্নাতের পর বিশ্রাম গ্রহণ করা প্রসঙ্গে
  • ২৯৪. ফজরের সুন্নাত আদায়ের পূর্বে ইমামকে জামা‘আতে পেলে
  • ২৯৫. ফজরের সুন্নাত ছুটে গেলে তা কখন আদায় করবে?
  • ২৯৬. যুহরের পূর্বে ও পরে চার রাক‘আত সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৯৭. ‘আসরের ফরয সালাতের পূর্বে সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৯৮. ‘আসরের পর সালাত আদায় করা প্রসঙ্গে
  • ২৯৯. সূর্য উপরে থাকতে দু’ রাক‘আত সালাতের অনুমতি প্রসঙ্গে
  • ৩০০. মাগরিবের পূর্বে নফল সালাত আদায় করা প্রসঙ্গে
  • ৩০১. সালাতুদ্-দুহা (চাশতের সালাত) আদায় করা প্রসঙ্গে
  • ৩০২. দিনের নফল সালাতের বর্ণনা প্রসঙ্গে
  • ৩০৩. সালাতুত তাসবীহ প্রসঙ্গে
  • ৩০৪. মাগরিবের দু’ রাক‘আত (সুন্নাত) কোথায় আদায় করবে
  • ৩০৫. ‘ইশার ফরয সালাতের পর নফল সালাত আদায় করা প্রসঙ্গে
  • ৩০৬. তাহজ্জুদ সালাতের বাধ্যবাধকতা রহিত করে শিথিল করা প্রসঙ্গে
  • ৩০৭. ক্বিয়ামুল লাইল প্রসঙ্গে
  • ৩০৮. সালাতের মধ্যে তন্দ্রা এলে
  • ৩০৯. ঘুমের কারণে ওযীফা ছুটে গেলে
  • ৩১০. নফল সালাতের নিয়্যাত করার পর ঘুমিয়ে গেলে
  • ৩১১. (ইবাদাতের জন্য) রাতের কোন্ সময়টি উত্তম?
  • ৩১২. নাবী (ﷺ) এর রাতে সালাত আদায়ের সময় প্রসঙ্গে
  • ৩১৩. দু’ রাক‘আত নফল দ্বারা রাতের সালাত আরম্ভ করা প্রসঙ্গে
  • ৩১৪. রাতের সালাত দু’ দু’ রাক‘আত করে আদায় করা প্রসঙ্গে
  • ৩১৫. রাতের সালাতে উচ্চস্বরে ক্বিরাআত পাঠ করা প্রসঙ্গে
  • ৩১৬. রাতের (তাহজ্জুদ) সালাত সম্পর্কে
  • ৩১৭. সালাতে ভারসাম্য বজায় রাখার নির্দেশ প্রসঙ্গে
  • ৩১৮. রমাযান মাসের ক্বিয়াম সম্পর্কে
  • ৩১৯. ক্বদরের রাত সম্পর্কে
  • ৩২০. যারা বলেন, লাইলাতুল ক্বদর একুশ তারিখের রাতে
  • ৩২১. যিনি বর্ণনা করেন, ক্বদরের রাত সতের তারিখে
  • ৩২২. যিনি বর্ণনা করেন, (ক্বদর রাত রমাযানের) শেষ সপ্তাহে
  • ৩২৩. যিনি বলেন, সাতাশের রাত শবে ক্বদর
  • ৩২৪. যিনি বলেন, রমযানের যে কোন রাতে শবে ক্বদর অনুষ্ঠিত হয়
  • ৩২৫. কুরআন কত দিনে খতম করতে হয়
  • ৩২৬. কুরআন নির্ধারিত অংশে ভাগ করে তিলাওয়াত করা প্রসঙ্গে
  • ৩২৭. আয়াতের সংখ্যা সম্পর্কে
  • ৩২৮. সিজদা্সমুহের অনুচ্ছেদমালা এবং কুরআন তিলাওয়াতের সিজদা্ সংখ্যা প্রসঙ্গে
  • ৩২৯. যার ধারণা, ‘মুফাস্‌সল’ সূরাহগুলোতে সিজদা্ নেই
  • ৩৩০. যাদের মতে, তাতে একাধিক সিজদা্ রয়েছে
  • ৩৩১. সূরাহ ইযাস-সামাউন-শাক্কাত ও সূরহা ইক্বরা- এর সিজদা্ সম্পর্কে
  • ৩৩২. সূরাহ সোয়াদের সিজদা্ প্রসঙ্গে
  • ৩৩৩. বাহনে আরোহী অবস্থায় কিংবা সালাতের বাইরে সাজদার আয়াত শুনলে
  • ৩৩৪. সিজদাতে কি বলবে?
  • ৩৩৫. ফজরের সালাতের পর কেউ সাজদার আয়াত পাঠ করলে
  • ৩৩৬. বিতর সালাত মুস্তাহাব
  • ৩৩৭. যে ব্যক্তি বিতর সালাত আদায় করেনি
  • ৩৩৮. বিতর সালাতের রাক‘আত সংখ্যা প্রসঙ্গে
  • ৩৩৯. বিতর সালাতের ক্বিরাআত প্রসঙ্গে
  • ৩৪০. বিতর সালাতের দু‘আ কুনূত প্রসঙ্গে
  • ৩৪১. বিতরের পরে দু‘আ পাঠ করা প্রসঙ্গে
  • ৩৪২. ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা
  • ৩৪৩. বিতর সালাতের ওয়াক্ত প্রসঙ্গে
  • ৩৪৪. বিতর সালাত দুইবার না আদায় করা প্রসঙ্গে
  • ৩৪৫. অন্যান্য সালাতে কুনূত পাঠ সম্পর্কে
  • ৩৪৬. নফল সালাত ঘরে আদায়ের ফযীলত প্রসঙ্গে
  • ৩৪৭. সালাতে দীর্ঘ ক্বিয়াম
  • ৩৪৮. ক্বিয়ামুল লাইল করতে উৎসাহ প্রদান করা প্রসঙ্গে
  • ৩৪৯. কুরআন তিলাওয়াতের সওয়াব প্রসঙ্গে
  • ৩৫০. সূরাহ আল-ফাতিহা সম্পর্কে
  • ৩৫১. যিনি বলেন, সূরাহ ফাতিহা দীর্ঘ সূরাহসমূহের অর্ন্তভূক্ত
  • ৩৫২. আয়াতুল কুরসী সম্পর্কে
  • ৩৫৩. সূরাহ আস-সমাদ (আল-ইখলাস) সম্পর্কে
  • ৩৫৪. সূরাহ আল-ফালাক্ব ও সূরাহ আন-নাস সম্পর্কে
  • ৩৫৫. তারতীলের সাথে কুরআন তিলাওয়াত পছন্দনীয়
  • ৩৫৬. কুরআন হিফয করার পর তা ভুলে যাওয়ার পরিণাম সম্পর্কে
  • ৩৫৭. কুরআন সাত হরফে অবতীর্ণ হওয়া সম্পর্কে
  • ৩৫৮. দু‘আ সম্পর্কে
  • ৩৫৯. কংকর দ্বারা তাসবীহ পাঠ করা প্রসঙ্গে
  • ৩৬০. সালাতের সালাম ফিরানোর পর কি পড়বে?
  • ৩৬১. (ইস্তিগফার) ক্ষমা প্রার্থনা সম্পর্কে
  • ৩৬২. কোন ব্যক্তির স্বীয় পরিবার ও সম্পদের জন্য বদদু‘আ করা নিষেধ
  • ৩৬৩. নাবী-রসূল ছাড়া অন্যের উপর দরূদ পাঠ সম্পর্কে
  • ৩৬৪. কারো অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করা সম্পর্কে
  • ৩৬৫. কোন সম্প্রদায় দ্বারা ক্ষতির আশংকা করলে যে দু‘আ পড়তে হয়
  • ৩৬৬. ‘ইস্তিখারা’ সম্পর্কে
  • ৩৬৭. (আল্লাহর কাছে) আশ্রয় প্রার্থনা করা
  • ৩/ যাকাত (كتاب الزكاة) ১৪৫ টি | ১৫৫৬-১৭০০ পর্যন্ত 3/ Zakat (Kitab Al-Zakat)
  • ১. যাকাত দেয়া ওয়াজিব
  • ২. যে পরিমাণ সম্পদে যাকাত ওয়াজিব
  • ৩. বাণিজ্যিক পণ্যের যাকাত দিতে হবে কি?
  • ৪. গচ্ছিত মাল কি এবং অলংকারের যাকাত প্রসঙ্গে
  • ৫. মাঠে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত
  • ৬. যাকাত আদায়কারীর সন্তুষ্টি অর্জন সম্পর্কে
  • ৭. যাকাত প্রদানকারীর জন্য যাকাত আদায়কারীর দু‘আ করা
  • ৯. যে স্থানে সম্পদ সমূহের যাকাত গ্রহণ করবে
  • ১০. যাকাত দিয়ে ঐ মাল পুনরায় ক্রয় করা
  • ১১. দাস-দাসীর যাকাত সম্পর্কে
  • ১২. ফসলের যাকাত সম্পর্কে
  • ১৩. মধুর যাকাত
  • ১৪. অনুমানে আঙ্গুরের পরিমাণ নির্ধারণ করা
  • ১৫. গাছের ফলের পরিমাণ অনুমানে নির্ধারণ করা
  • ১৬. খেজুরের পরিমাণ কখন অনুমান করবে?
  • ১৭. কোন ধরণের ফল যাকাত হিসেবে গ্রহণ জায়িয নয়
  • ১৮. যাকাতুল ফিতর
  • ১৯. ফিতরাহ কখন প্রদান করতে হবে?
  • ২০. সাদাকাতুল ফিতর কি পরিমাণ দিতে হবে?
  • ২১. অর্ধ সা’ গম ফিতরাহ দেয়ার বর্ণনা
  • ২২. অবিলম্বে যাকাত প্রদান
  • ২৩. এক শহর হতে অন্য শহরে যাকাত স্থানান্তর করা সম্পর্কে
  • ২৪. কাকে যাকাত দিবে এবং ধনীর পরিচয়
  • ২৫. ধনী হওয়া সত্ত্বেও যার জন্য যাকাত গ্রহণ জায়িয
  • ২৬. এক ব্যক্তিকে কি পরিমাণ মাল যাকাত দেয়া যায়?
  • ২৭. যে অবস্থায় যাকাত চাওয়া জায়িয
  • ২৮. ভিক্ষাবৃত্তি অপছন্দনীয় হওয়া প্রসঙ্গে
  • ২৯. কারো নিকট কিছু চাওয়া থেকে বিরত থাকা প্রসঙ্গে
  • ৩০. বনু হাশিমকে যাকাত প্রদান করা প্রসঙ্গে
  • ৩১. ফকীর যাকাত থেকে ধনীকে উপঢৌকন দিলে
  • ৩২. কেউ স্বীয় সাদাকা কৃত বস্তুর ওয়ারিস হলে
  • ৩৩. মালের হাক্বসমূহ
  • ৩৪. যাঞ্চাকারীর অধিকার সম্পর্কে
  • ৩৫. অমুসলিম নাগরিকদেরকে সাদাকা দেয়া প্রসঙ্গে
  • ৩৬. যে বস্তু চাইলে বাধা দেয়া নিষেধ
  • ৩৭. মসজিদে যাঞ্চা করা
  • ৩৮. আল্লাহর দোহাই দিয়ে কিছু চাওয়া অপছন্দনীয়
  • ৩৯. কেউ আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে দান করা
  • ৪০. যে ব্যক্তি তার সমস্ত সম্পদ দান করতে চায়
  • ৪১. সমস্ত সম্পদ দানের অনুমতি সম্পর্কে
  • ৪২. পানি পান করানোর ফযীলত প্রসঙ্গে
  • ৪৩. দুগ্ধবতী পশু ধার দেয়া সম্পর্কে
  • ৪৪. কোষাধ্যক্ষের সওয়াব সম্পর্কে
  • ৪৫. স্ত্রী স্বীয় স্বামীর ঘর হতে দান করা সম্পর্কে
  • ৪৬. নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করা প্রসঙ্গে
  • ৪৭. কৃপণতা সম্পর্কে
  • ৪/ লুক্বতাহ (হারানো বস্তু প্রাপ্তি) (كتاب اللقطة) ২০ টি | ১৭০১-১৭২০ পর্যন্ত 4/ Book of Lost and Found Items
  • ১. লুক্বতার সংজ্ঞা
  • ৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك) ৩২৫ টি | ১৭২১-২০৪৫ পর্যন্ত 5/ The Rites of Hajj (Kitab Al-Manasik Wa'l-Hajj)
  • ১. হজ্জ ফরয হওয়ার বর্ণনা
  • ২. মাহরাম ছাড়া নারীদের হজ্জ
  • ৩. ইসলামে বৈরাগ্য নেই
  • ৪. হজ্জের সফরে পাথেয় সাথে নেয়া
  • ৫. হজ্জে গিয়ে ব্যবসা করা
  • ৬. পরিচ্ছেদ নাই
  • ৭. পশু ভাড়ায় খাটানো
  • ৮. শিশুদের হজ্জ
  • ৯. ইহরাম বাঁধার মীকাত সমূহ
  • ১০. হারিয অবস্থায় হজ্জের ইহরাম বাঁধা
  • ১১. ইহরাম বাঁধার সময় সুগন্ধি মাখা
  • ১২. (মাথার) চুল জট পাকানো
  • ১৩. হাজীদের কুরবানীর পশুর বর্ণনা
  • ১৪. গরু কুরবানী প্রসঙ্গ
  • ১৫. ইশ‘আর বা উটের কুঁজের পার্শ্বদেশের চিড়ে ফেলা
  • ১৬. কুরবানীর পশু পরিবর্তন
  • ১৭. কুরবানীর পশু (মক্কায়) পাঠিয়ে আবাসে অবস্থান করা
  • ১৮. কুরবানীর পশুর পিঠে আরোহণ করা সম্পর্কে
  • ১৯. কুবানীর পশু গন্তব্যে পৌঁছার আগেই অচল হয়ে গেলে
  • ২০. নিজ হাতে কুরবানী করা এবং অন্যের সহযোগিতা নেয়া
  • ২১. উট কিভাবে যাবাহ করতে হয়
  • ২২. ইহরাম বাঁধার সময়
  • ২৩. হজ্জের মধ্যে শর্ত যোগ করা প্রসঙ্গে
  • ২৪. হজ্জে ইফরাদ
  • ২৫. হজ্জে কিরান
  • ২৬. হজ্জের ইহরাম বাঁধার পর তা ‘উমরায় পরিবর্তিত করা
  • ২৭. কারো পক্ষ থেকে হজ্জ করা
  • ২৮. তালবিয়া কিরূপ?
  • ২৯. তালবিয়া পাঠ কখন বন্ধ করবে?
  • ৩০. ‘উমরাকারী কখন তালবিয়া পাঠ বন্ধ করবে?
  • ৩১. আদব শিক্ষা দেয়ার উদ্দেশ্যে মুহরিম কর্তৃক নিজ চাকরকে শাস্তি প্রদান
  • ৩২. কেউ পরনের কাপড়ে ইহরাম বাঁধলে
  • ৩৩. মুহরিম ব্যক্তি কেমন পোশাক পরিধান করবে?
  • ৩৪. মুহরিম ব্যক্তির অস্ত্র বহন প্রসঙ্গে
  • ৩৫. ইহরাম অবস্থায় মহিলাদের মুখমণ্ডল ঢেকে রাখা
  • ৩৬. মুহরিম ব্যক্তিকে ছায়া প্রদান
  • ৩৭. মুহরিম ব্যক্তির শিংগা লাগানো
  • ৩৮. মুহরিম ব্যক্তির সুরমা লাগানো
  • ৩৯. মুহরিম ব্যক্তির গোসল করা
  • ৪০. মুহরিম বিয়ে করতে পারবে কি?
  • ৪১. মুহরিম ব্যক্তি যেসব প্রাণী হত্যা করতে পারবে
  • ৪২. মুহরিম ব্যক্তির জন্য শিকারকৃত প্রাণীর গোশত খাওয়া
  • ৪৩. মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা প্রসঙ্গে
  • ৪৪. ফিদয়া (ক্ষতিপূরণ) সম্পর্কে
  • ৪৫. যদি পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়
  • ৪৬. মক্কায় প্রবেশ করা
  • ৪৭. বায়তুল্লাহ দৃষ্টিগোচর হলে দু‘হাত তোলা
  • ৪৮. হাজরে আসওয়াদ চুম্বন করা
  • ৪৯. রুকনগুলোকে চুম্বন করা
  • ৫০. ফরয তাওয়াফের বর্ণনা
  • ৫১. তাওয়াফের সময় কাঁধের উপর চাদর রাখা
  • ৫২. ‘রমল’ করার পদ্ধতি
  • ৫৩. তাওয়াফকালে দু‘আ পাঠ করা
  • ৫৪. আসর সালাতের পর তাওয়াফ করা
  • ৫৫. কিরান হজ্জকারীর তাওয়াফের বর্ণনা
  • ৫৬. ‘মুলতাযাম’ (কা‘বার দরজা থেকে হাতীম পর্যন্ত মধ্যবর্তী স্থানকে জড়িয়ে ধরা)
  • ৫৭. সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ (সাঈ) করা
  • ৫৮. নবী (ﷺ)-এর বিদায় হজ্জের বিবরণ
  • ৫৯. ‘আরাফা ময়দানে অবস্থান সম্পর্কে
  • ৬০. মিনায় গমন প্রসঙ্গ
  • ৬১. আরাফাহ্ ময়দানে গমন
  • ৬২. ‘আরাফাহ্ অভিমুখে রওয়ানা হওয়া
  • ৬৩. আরাফা ময়দানে খুৎবা
  • ৬৪. আরাফায় অবস্থানের জায়গা
  • ৬৫. আরাফা থেকে প্রত্যাবর্তন
  • ৬৬. মুযদালিফায় সালাত আদায়
  • ৬৭. মুযদালিফা থেকে তাড়াতাড়ি প্রস্থান করা
  • ৬৮. বড় হজ্জের দিন
  • ৬৯. হারাম (সম্মানিত) মাসসমূহ
  • ৭০. যে ব্যক্তি (নয় তারিখ) আরাফায় উপস্থিত হতে পারেন নি
  • ৭১. মিনায় অবতরণ
  • ৭২. মিনায় কোন দিন খুৎবা দিতে হবে?
  • ৭৩. যিনি বলেন, তিনি (ﷺ) কুরবানীর দিন খুৎবা দিয়েছেন
  • ৭৪. কুরবানীর দিন কখন খুৎবা প্রদান করবে?
  • ৭৫. মিনার খুৎবায় ইমাম কি আলোচনা করবেন?
  • ৭৬. মিনার রাতগুলো মক্কায় যাপন করা
  • ৭৭. মিনাতে সালাত আদায়
  • ৭৮. মক্কাবাসীর জন্য সালাত কসর করার অনুমতি প্রসঙ্গে
  • ৭৯. জামরাতে কংকর মারা
  • ৮০. মাথার চুল কামানো এবং ছোট করা সম্পর্কে
  • ৮১. ‘উমরা সম্পর্কে
  • ৮২. যদি কোনো মহিলা ‘উমরার জন্য ইহরাম বাঁধার পর ঋতুবতী হয় এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হওয়ায় সে ‘উমরার ইহরাম ছেড়ে হজের (হজ্জের) ইহরাম বাঁধে, তাহলে তাকে তার ‘উমরা কাযা করতে হবে কিনা?
  • ৮৩. ‘উমরা আদায়ের পর সেখানে অবস্থান
  • ৮৪. হজ্জে তাওয়াফে ইফাযা (যিয়ারাত)
  • ৮৫. শেষ তাওয়াফ
  • ৮৬. তাওয়াফে যিয়ারাতের পর ঋতুবতী মহিলার মক্কা থেকে প্রত্যাবর্তন করা
  • ৮৭. বিদায়ী তাওয়াফ
  • ৮৮. মুহাস্‌সাব উপত্যকায় অবতরণ সম্পর্কে
  • ৮৯. যদি কেউ হজ্জের কোনো কাজ আগে-পরে করে
  • ৯০. মক্কাতে সালাতের সুতরাহ
  • ৯১. মক্কার পবিত্রতা
  • ৯২. নবীয পানীয় সম্পর্কে
  • ৯৩. মক্কায় অবস্থান করা
  • ৯৪. কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা
  • ৯৫. হাতীমে সালাত আদায়
  • ৯৬. কা‘বা ঘরে প্রবেশ
  • ৯৭. কা‘বা ঘরের মালপত্র প্রসঙ্গে
  • ৯৮. মদীনায় আগমন
  • ৯৯. মদীনার মর্যাদা
  • ১০০. কবর যিয়ারাত
  • ৬/ বিবাহ (كتاب النكاح) ১২৯ টি | ২০৪৬-২১৭৪ পর্যন্ত 6. Marriage (Kitab Al-Nikah)
  • ১. বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান
  • ২. ধার্মিক মহিলা বিয়ে করার নির্দেশ
  • ৩. কুমারী মহিলা বিয়ে করা
  • ৪. যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ সম্পর্কে
  • ৫. মহান আল্লাহর বাণীঃ 'ব্যভিচারী কেবল ব্যভিচারিনীকে বিয়ে করবে'
  • ৬. যে ব্যক্তি তার দাসীকে মুক্ত করার পর বিয়ে করে
  • ৭. রক্তের কারণে যাদেরকে বিয়ে করা হারাম তারা দুধপানের কারণেও হারাম
  • ৮. দুধপিতা সম্পর্কে
  • ৯. বয়স্ক লোকেরা দুধপান সম্পর্কে
  • ১০. বয়স্ক লোক দুধপান করলে যা নিষিদ্ধ হয়
  • ১১. পাঁচ ঢোকের কম দুধপানে নিষিদ্ধ সম্পর্ক স্থাপিত হয় কিনা?
  • ১২. দুধপান ছাড়ার সময় প্রতিদান দেয়া
  • ১৩. যেসব মহিলাকে একত্রে বিয়ে করা জায়িয নয়
  • ১৪. মুত‘আহ বিবাহ
  • ১৫. আশ-শিগার পদ্ধতির বিয়ে
  • ১৬. তাহলীল প্রসঙ্গে
  • ১৭. মনিবের বিনা অনুমতি ক্রীতদাসের বিয়ে করা
  • ১৮. কেউ তার অপর ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব দেয়া অপছন্দনীয়
  • ১৯. বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখা প্রসঙ্গ
  • ২০. ওয়ালী সম্পর্কে
  • ২১. নারীদেরকে বিয়েতে বাধা দেয়া নিষেধ
  • ২২. কোনো নারীকে দু‘জন ওয়ালী বিয়ে দিলে
  • ২৩. মহান আল্লাহর বাণীঃ ‘জোরপূর্বক কোনো মহিলার মালিক হওয়া তোমাদের জন্য বৈধ নয়। আর তোমরা তাদের অবরুদ্ধ করবে না।’ (সূরা আন-নিসাঃ ১৯)
  • ২৪. মেয়েদের কাছে বিয়ের অনুমতি চাওয়া
  • ২৫. যদি পিতা তার কুমারী কন্যাকে তার অমতে বিয়ে দেন
  • ২৬. স্বামীহীনা (তালাক প্রাপ্ত বা বিধবা) নারী প্রসঙ্গে
  • ২৭. সমতা
  • ২৮. জন্মগ্রহণের আগেই বিয়ে দেয়া
  • ২৯. মোহরানা সম্পর্কে
  • ৩০. মোহরের সর্বনিম্ন পরিমাণ
  • ৩১. কাজের বিনিময়ে বিয়ে
  • ৩২. কেউ মোহর নির্ধারণ ছাড়া বিয়ে করার পরা মারা গেলে
  • ৩৩. বিবাহের খুৎবা
  • ৩৪. অপ্রাপ্তা বয়স্কা মেয়ে বিয়ে দেয়া
  • ৩৫. কুমারী স্ত্রীর নিকট অবস্থান
  • ৩৬. যে ব্যক্তি স্বীয় স্ত্রীকে কিছু দেয়ার পূর্বে তার সাথে সহবাস করতে চায়
  • ৩৭. নব দম্পতির জন্য দু‘আ করা
  • ৩৮. যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার পরতাকে গর্ভবতী পায়
  • ৩৯. স্ত্রীদের মাঝে ইনসাফপূর্ণ আচরণ করা
  • ৪০. স্ত্রীর বাড়িতে সহাবস্থানের শর্তে বিয়ে করা
  • ৪১. স্ত্রীর উপর স্বামীর অধিকার
  • ৪২. স্বামীর উপর স্ত্রীর অধিকার
  • ৪৩. স্ত্রীদেরকে প্রহার করা
  • ৪৪. যে বিষয়ে দৃষ্টি সংযত রাখতে নির্দেশ দেয়া হয়েছে
  • ৪৫. বন্দী দাসীদের সাথে সঙ্গম করা
  • ৪৬. বিবাহ সংশ্লিষ্ট বিভিন্ন বিধান
  • ৪৭. ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম ও একত্রে বসবাস
  • ৪৮. ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসের কাফ্ফারাহ
  • ৪৯. ‘আযল’ (স্ত্রী যৌনাঙ্গের বাইরে বীর্যপাত)
  • ৫০. কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীর সাথে সঙ্গমের পর তা অন্যকে বর্ণনা দেয়া নিষেধ
  • ৭/ তালাক (كتاب الطلاق) ১৩৮ টি | ২১৭৫-২৩১২ পর্যন্ত 7. Divorce (Kitab Al-Talaq)
  • ১. যে ব্যক্তি কোনো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করে
  • ২. কোনো মহিলার স্বামীর নিকট তার সতীনের তালাক দাবী করা
  • ৩. তালাক ঘৃণিত
  • ৪. নির্ধারিত নিয়মে তালাক প্রদান
  • ৫. যে ব্যক্তি স্ত্রীকে ফিরিয়ে আনলো অথচ এর সাক্ষী রাখলো না
  • ৬. ক্রীতদাসের সুন্নাত পদ্ধতিতে তালাক প্রদান
  • ৭. বিয়ের আগে তালাক প্রদান
  • ৮. রাগান্বিত অবস্থায় তালাক দেয়া
  • ৯. হাসি-ঠাট্টাচ্ছলে তালাক প্রদান
  • ১০. তিন তালাকের পর স্ত্রীকে পুনঃগ্রহণ প্রসঙ্গ
  • ১১. যে শব্দ দ্বারা তালাক হতে পারে বা এবং নিয়্যাত
  • ১২. তালাক প্রয়োগের ব্যাপারে স্ত্রীকে এখতিয়ান প্রদান
  • ১৩. (স্ত্রীকে এরূপ বলা) তোমার ব্যাপার তোমার হাতে
  • ১৪. ছিন্নকারী তালাক
  • ১৫. অন্তরে তালাকের কথা জাগা
  • ১৬. কেউ যদি স্বীয় স্ত্রীকে বলে, হে আমার বোন
  • ১৭. যিহার
  • ১৮. খোলা‘র বর্ণনা
  • ১৯. স্বাধীন কিংবা গোলামের দাসী স্ত্রী আযাদ হলে
  • ২০. যিনি বলেছেন, সে (মুগীস) আযাদ ছিলো
  • ২১. স্বেচ্ছায় বিচ্ছেদ ঘটানোর সময়সীমা সম্পর্কে
  • ২২. বিবাহিত দাস-দাসী একই সাথে আযাদ হলে স্ত্রীর এখতিয়ার থাকবে কিনা?
  • ২৩. সাম্বী-স্ত্রী দু‘জনের একজন ইসলাম কবুল করলে
  • ২৪. স্ত্রীর পর যদি স্বামীও ইসলাম গ্রহণ করে, তবে স্ত্রী কতদিন পর স্বামীর কাছে ফেরত যাবে
  • ২৫. ইসলাম গ্রহণের পর কারো কাছে চারের অধিক স্ত্রী থাকলে
  • ২৬. পিতা-মাতার যে কোনো একজন মুসলিম হলে সন্তান কে পাবে?
  • ২৭. লি‘আন সম্পর্কে
  • ২৮. সন্তান সম্পর্কে সন্দেহ করা
  • ২৯. ঔরসজাত সন্তান অস্বীকার করা জঘন্য অন্যায়
  • ৩০. জারজ সন্তানের মালিকানা দাবী প্রসঙ্গে
  • ৩১. দৈহিক গঠনের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় করা
  • ৩২. সন্তান নিয়ে মতবিরোধ দেখা দিলে লটারী দ্বারা মীমাংসা করবে
  • ৩৩. জাহিলা যুগের বিভিন্ন বিবাহ পদ্ধতির বর্ণনা
  • ৩৪. বিছানা যার সন্তান তার
  • ৩৫. সন্তান লালন-পালনে অধিক হকদার কে?
  • ৩৬. তালাকপ্রাপ্ত নারীর ‘ইদ্দাত
  • ৩৭. তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাত সম্পর্কিত কিছু বিধান রহিত হওয়া সম্পর্কে
  • ৩৮. তালাক প্রদানের পর স্ত্রীকে ফিরিয়ে আনা (রিজ‘ঈ)
  • ৩৯. চূড়ান্ত তালাকপ্রাপ্তা মহিলার খোরাকী
  • ৪০. যিনি ফাতিমাহ (রাঃ)-এর হাদীসটি অস্বীকার করেন
  • ৪১. ইদ্দাতপালনকারিণী দিনের বেলায় বাইরে যেতে পারবে
  • ৪২. মীরাস ফরয হওয়ার পর বিধবার জন্য খোরাকী প্রদানের ব্যবস্থা রহিত
  • ৪৩. স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন
  • ৪৪. যার স্বামী মারা গেছে তার (বাড়ির) বাইরে যাওয়া
  • ৪৫. যার মতে, ইদ্দাত পালনকারিণী অন্যত্র যেতে পারবে
  • ৪৬. ইদ্দাত পালনকারিণী ইদ্দাতকালে যা বর্জন করবে
  • ৪৭. গর্ভবতীর ইদ্দাত
  • ৪৮. উম্মু ওয়ালাদের ইদ্দাত
  • ৪৯. তিন তালাকপ্রাপ্তা নারী, দ্বিতীয় স্বামী গ্রহণ না করা পর্যন্ত প্রথম স্বামী তার নিকট ফিরে আসতে পারবে না
  • ৫০. ব্যভিচারের পরিণাম
  • ৮/ সওম (রোযা) (كتاب الصوم) ১৬৪ টি | ২৩১৩-২৪৭৬ পর্যন্ত 8. Fasting (Kitab Al-Siyam)
  • ১. সওম ফরয হওয়ার সূচনা
  • ২. 'যারা সওম পালনে সক্ষম তারা ফিদ্ইয়া দিবে' এই বিধান রহিত
  • ৩. যিনি বলেন, বৃদ্ধ ও গর্ভবতীর জন্য উক্ত বিধান বহাল আছে
  • ৪. মাস ঊনত্রিশ দিনেও হয়
  • ৫. লোকেরা চাঁদ দেখতে ভুল করলে
  • ৬. শা‘বান মাস মেঘাচ্ছন্ন থাকলে
  • ৭. যিনি বলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রমাযানের ত্রিশটি সওম পূর্ণ করো
  • ৮. রমাযান মাস আসার পূর্বে সওম পালন
  • ৯. যখন কোনো শহরে অন্যান্য শহরের এক রাত আগে চাঁদ দেখা যায়
  • ১০. সন্দেহের দিন সওম পালন মাকরূহ
  • ১১. যে ব্যক্তি শা‘বানকে রমাযানের সাথে যুক্ত করে
  • ১২. শা‘বানের শেষ দিকে সওম পালন মাকরূহ
  • ১৩. শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে দুই ব্যক্তির সাক্ষ্য প্রদান
  • ১৪. রমাযানের চাঁদ দেখার বিষয়ে এক জনের সাক্ষ্য গ্রহণযোগ্য
  • ১৫. সাহারী খাওয়ার গুরুত্ব
  • ১৬. যারা সাহারীকে ভোরের নাস্তা আখ্যায়িত করেন
  • ১৭. সাহারীর সময়
  • ১৮. খাবার পাত্র হাতে থাকাবস্থায় ফজরের আযান শুনলে
  • ১৯. সওম পালনকারীর ইফতারের সময়
  • ২০. অবলিম্বে ইফতার করা মুস্তাহাব
  • ২১. ইফতারের খাদ্য
  • ২২. ইফতারের সময় দু‘আ পাঠ
  • ২৩. সূর্যাস্তের পূর্বে ইফতার করলে
  • ২৪. সাওমে বিসাল বা বিরতিহীন রোযা রাখা
  • ২৫. সাওম পালনকারীর জন্য গীবাত করা
  • ২৬. সওম পালনকারীর মিসওয়াক করা
  • ২৭. পিপাসার কারণে সওম পালনকারীর শরীরে পানি ঢালা এবং বারবার নাকে পানি দেয়া
  • ২৮. সওম পালনকারীর শিংগা লাগানো
  • ২৯. সওম পালনকারীর শিংগা লাগানোর অনুমতি আছে
  • ৩০. রমাযান মাসে দিনের বেলাঃ সওম পালনকারীর স্বপ্নদোষ হলে
  • ৩১. সওম পালনকারী নিদ্রার সময় সুরমা লাগানো
  • ৩২. সওম পালনকারী ইচ্ছাকৃত বমি করলে
  • ৩৩. সওম অবস্থায় স্ত্রীকে চুম্বন করা
  • ৩৪. সওম পালনকারী নিজের থুথু গিললে
  • ৩৫. (রোযাদার) যুবকদের জন্য (চুম্বন) মাকরূহ
  • ৩৬. যে ব্যক্তি রমাযান মাসে নাপাক অবস্থায় ভোরে করে
  • ৩৭. কেউ রমাযানের সওম পালন অবস্থায় স্ত্রীসহবাস করলে তার কাফ্ফারাহ
  • ৩৮. ইচ্ছাকৃতভাবে সওম ভঙ্গের পরিণতি
  • ৩৯. যে ব্যক্তি ভুলবশত আহার করে
  • ৪০. রমাযানের কাযা সওম আদায়ে বিলম্ব করা
  • ৪১. কোনো ব্যক্তি কাযা সওম রেখে মারা গেলে
  • ৪২. সফর অবস্থায় সওম পালন
  • ৪৩. কষ্টের আশঙ্কা হলে সফরে সওম না রাখা ভালো
  • ৪৪. যে ব্যক্তি (সফর অবস্থায়) সওম পালনকে প্রাধান্য দেন
  • ৪৫. সফরে রওয়ানা হয়ে মুসাফির কখন সওম ভঙ্গ করবে?
  • ৪৬. কতদূর সফর করলে মুসাফির সওম ভঙ্গ করতে পারে?
  • ৪৭. যিনি বলেন, আমি পুরো রমাযানের সওম রেখেছি
  • ৪৮. দুই ঈদের দিন সওম পালন
  • ৪৯. তাশরীকের দিনসমূহে সওম পালন
  • ৫০. শুধু জুমু‘আহর দিনকে সওম পালনের জন্য নির্দিষ্ট করা নিষেধ
  • ৫১. কেবল শনিবারকে সওম পালনের জন্য নির্দিষ্ট করা নিষেধ
  • ৫২. এ ব্যাপারে অনুমতি প্রসঙ্গে
  • ৫৩. সারা বছর সওম পালন
  • ৫৪. হারাম (সম্মানিত) মাসসমূহে সওম পালন সম্পর্কে
  • ৫৫. মুহাররম মাসের সওম
  • ৫৬. রজব মাসের সওম
  • ৫৭. শা‘বান মাসের সওম
  • ৫৮. শাওয়াল মাসের সওম
  • ৫৯. শাওয়াল মাসের ছয় দিন সওম পালন
  • ৬০. নবী (ﷺ) কিভাবে সওম পালন করতেন
  • ৬১. সোমবার ও বৃহস্পতিবার সওম পালন
  • ৬২. (যিলহজ্জের) দশদিন সওম পালন
  • ৬৩. যিলহজ্জের দশদিন সওম না রাখার বর্ণনা
  • ৬৪. আরাফার দিন আরাফার ময়দানে সওম পালন প্রসঙ্গ
  • ৬৫. আশূরার দিন সওম পালন
  • ৬৬. বর্ণিত আছে যে, মুহাররমের নয় তারিখ আশূরার দিন
  • ৬৭. আশূরার সওম পালনের ফযীলত
  • ৬৮. একদিন সওম রাখা ও একদিন বিরতি দেয়া
  • ৬৯. প্রতি মাসে তিন সওম পালন
  • ৭০. যিনি বলেন, (ঐ তিনটির দু‘টি হলো) সোম ও বৃহস্পতিবার
  • ৭১. যিনি বলেন, মাসের যে কোনো দিন সওম পালন করা যায়
  • ৭২. সওম পালনের নিয়্যাত সম্পর্কে
  • ৭৩. এ ব্যাপারে অনুমতি প্রসঙ্গে
  • ৭৪. যিনি বলেন, নফল সওম ভঙ্গ করলে এর কাযা করতে হবে
  • ৭৫. স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর নফল সওম রাখা
  • ৭৬. সওম পালনকারীকে বিবাহ ভোজের দাওয়াত দিলে
  • ৭৭. খাবার খেতে ডাকলে সওম পালনকারী যা বলবে
  • ৭৮. ই‘তিকাফ
  • ৭৯. ই‘তিকাফ কোথায় করবে?
  • ৮০. ই‘তিকাফকারী প্রয়োজনে (মাসজিদ থেকে বেরিয়ে) ঘরে প্রবেশ করতে পারে
  • ৮১. ই‘তিকাফকারীর রোগী দেখতে যাওয়া
  • ৮২. মুস্তাহাযা মহিলার ই‘তিকাফ
  • ৯/ জিহাদ (كتاب الجهاد) ৩১১ টি | ২৪৭৭-২৭৮৭ পর্যন্ত 9. Jihad (Kitab Al-Jihad)
  • ১. হিজরাত প্রসঙ্গে
  • ২. হিজরাত কি শেষ?
  • ৩. সিরিয়ায় বসবাস সম্পর্কে
  • ৪. জিহাদ অব্যাহত থাকবে
  • ৫. জিহাদের সাওয়াব
  • ৬. বনবাসী জীবন নিষেধ
  • ৭. জিহাদ শেষে প্রত্যাবর্তনের ফযীলত
  • ৮. অন্যান্য জাতির তুলনায় রোমবাসীদের বিরুদ্ধে জিহাদের মর্যাদা
  • ৯. জিহাদের জন্য সমুদ্রযাত্রা
  • ১০. সমুদ্র জিহাদের ফযীলত
  • ১১. কাফিরকে হত্যকারীর মর্যাদা
  • ১২. মুজাহিদ পরিবারের নারীদের সতীত্ব রক্ষা করা
  • ১৩. গানীমাত ছাড়া মুজাহিদ বাহিনী প্রত্যাবর্তন করলে
  • ১৪. আল্লাহর পথে যিকরের সাওয়াব বৃদ্ধি হওয়া সম্পর্কে
  • ১৫. যে যুদ্ধে গিয়ে নিহত হয়
  • ১৬. সীমান্ত পাহারা দেয়ার ফযীলত
  • ১৭. মহান আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে প্রহরা দেয়ার ফযীলত
  • ১৮. যুদ্ধ পরিহার করা অপছন্দনীয়
  • ১৯. কতিপয় লোকের যুদ্ধে অংশ গ্রহণের মাধ্যমে সার্বজনীন অংশগ্রহণের নির্দেশ রহিত
  • ২০. গ্রহণযোগ্য ওযর থাকলে জিহাদে অংশ গ্রহণ না করার অনুমতি
  • ২১. যে কাজে জিহাদের সাওয়াব রয়েছে
  • ২২. বীরত্ব ও কাপুরুষতা প্রসঙ্গে
  • ২৩. মহান আল্লাহর বাণীঃ তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না
  • ২৪. তীরন্দাজী সম্পর্কে
  • ২৫. যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থে জিহাদ করে
  • ২৬. যে লোক আল্লাহর কালেমাকে সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে
  • ২৭. শহীদের মর্যাদা
  • ২৮. শহীদের শাফা‘আত সম্পর্কে
  • ২৯. শহীদের কবরে নূর দৃষ্টিগোচর হওয়া
  • ৩০. মজুরীর বিনিময়ে যুদ্ধে শ্রমদান
  • ৩১. অর্থের বিনিময়ে সৈন্য বা যুদ্ধাস্ত্র গ্রহণের অনুমতি সম্পর্কে
  • ৩২. কেউ জিহাদে অংশ গ্রহণকালে নিজের সঙ্গে খাদেম নিলে
  • ৩৩. পিতা-মাতার অনুমতি ছাড়া জিহাদে যোগদান প্রসঙ্গে
  • ৩৪. যুদ্ধে নারীদের অংশগ্রহণ
  • ৩৫. স্বৈরাচারী শাসকের নেতৃত্বে যুদ্ধ করা সম্পর্কে
  • ৩৬. অন্যের বাহনে চড়ে জিহাদে যোগদান
  • ৩৭. যে ব্যক্তি সাওয়াব ও গানীমাতের আশায় যুদ্ধ করে
  • ৩৮. যে ব্যক্তি নিজেকে (আল্লাহর রাহে) বিক্রি করে
  • ৩৯. কেউ যুদ্ধক্ষেত্রে ইসলাম গ্রহণের পরপরই সেখানে নিহত হলে
  • ৪০. যে ব্যক্তি নিজের অস্ত্রের আঘাতে নিহত হয়
  • ৪১. দুশমনের মোকাবেলায় সময় দু‘আ করা
  • ৪২. যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে
  • ৪৩. ঘোড়ার কপালের চুল ও লেজ কাটা অপছন্দনীয়
  • ৪৪. ঘোড়ার প্রিয় রং
  • ৪৫. ঘুড়ীকে ঘোড়ার মধ্যে শুমার করা
  • ৪৬. যে ধরনের ঘোড়া অপছন্দনীয়
  • ৪৭. উত্তমরূপে পশুর সেবাযত্ন করার নির্দেশ
  • ৪৮. গন্তব্যে নামা
  • ৪৯. ধনুকের তার দিয়ে ঘোড়ার গলায় মালা বাঁধা
  • ৫০. ঘোড়ার প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ যত্নবান হওয়া এবঙ এর নিতম্বে হাত বুলানো
  • ৫১. পশুর গলায় ঘণ্টা ঝুলানো
  • ৫২. পায়খানাখোর পশুর পিঠে চড়া
  • ৫৩. যে ব্যক্তি নিজ পশুর নাম রাখে
  • ৫৪. হে আল্লাহর অশ্বারোহী! ঘোড়ায় চড়ো- এ বলে যুদ্ধযাত্রার ডাক দেয়া
  • ৫৫. পশুকে অভিসম্পাত করা নিষেধ
  • ৫৬. জন্তুদের মধ্যে লড়াই লাগনো
  • ৫৭. জন্তুর গায়ে দাগ দেয়া
  • ৫৮. মুখমণ্ডল ে দাগ দেয়া এবং আঘাত করা নিষেধ
  • ৫৯. ঘোটকী ও গাধার মিলন ঘটানো অনুচিত
  • ৬০. এক পশুতে তিনজন আরোহণ
  • ৬১. বিনা প্রয়োজনে পশুর পিঠে বসে থাকা অনুচিত
  • ৬২. আরোহীবিহীন ঘোড়া বা উট
  • ৬৩. দ্রুত গতিতে পথ চলা
  • ৬৪. রাতের প্রথমভাগে ভ্রমণ করা
  • ৬৫. বাহনের মালিক সামনের দিকে বসার অধিক হকদার
  • ৬৬. যুদ্ধক্ষেত্রে পশুর পা কেটে ফেলা
  • ৬৭. দৌড় প্রতিযোগিতা
  • ৬৮. লোকদের মাঝে দৌড় প্রতিযোগিতা
  • ৬৯. দু’জনের বাজির মধ্যে তৃতীয় প্রবেশকারী
  • ৭০. ঘোড়দৌড় প্রতিযোগিতায় ঘোড়াকে তাড়া দেয়া
  • ৭১. তরবারি অলংকার করা
  • ৭২. তীরসহ মসজিদের প্রবেশ
  • ৭৩. খোলা তরবারি লেনদেন নিষেধ
  • ৭৪. দু’ আঙ্গুলের মাঝখানের চামড়া কাটা নিষেধ
  • ৭৫. লৌহবর্ম পরিধান
  • ৭৬. রাসূলুল্লাহ (ﷺ)-এর পতাকা
  • ৭৭. অক্ষম ঘোড়া ও দুর্বল লোকের সাহায্য দান
  • ৭৮. যুদ্ধে সাংকেতিক নামে ডাকা
  • ৭৯. সফরে বের হলে যে দু‘আ পড়তে হয়
  • ৮০. বিদায়ের সময় দু‘আ
  • ৮১. বাহনে চড়ার সময় যে দু‘আ পড়তে হয়
  • ৮২. কোনো স্থানে অবতরণ করে যে দু‘আ পড়তে হয়
  • ৮৩. রাতের প্রথমভাগে সফর করা অনুচিৎ
  • ৮৪. কোন দিন সফর করা উত্তম
  • ৮৫. ভোরবেলা সফরে বের হওয়া
  • ৮৬. একাকী সফর করা
  • ৮৭. সফরকারীদের মধ্য থেকে একজনকে নেতা বানানো
  • ৮৮. কুরআন সাথে নিয়ে শত্রু এলাকায় সফর করা
  • ৮৯. সাজোয়া বাহিনী, ছোট সেনাদল ও সফরসঙ্গী কতজন হওয়া উত্তম
  • ৯০. মুশরিকদেরকে ইসলামের দাওয়াত প্রদান
  • ৯১. শত্রুর জনপদে অগ্নিসংযোগ
  • ৯২. গুপ্তচর প্রেরণ
  • ৯৩. পথচারীদের জন্য (মালিকের অনুমতি ছাড়া) পথে পড়ে থাকা খেজুর ভক্ষণ ও পশুর দুধ পান
  • ৯৪. গাছতলায় পড়ে থাকা ফল খাওয়া
  • ৯৫. যারা বলেন, দুধ দোহন করবে না
  • ৯৬. নেতার আনুগত্য প্রসঙ্গে
  • ৯৭. সৈন্যদের এক স্থানে সমবেত থাকার নির্দেশ
  • ৯৮. শত্রুর মুখোমুখি হওয়ার আশা করা অনুচিত
  • ৯৯. শত্রুর মোকাবেলার সময় যে দু‘আ পড়তে হয়
  • ১০০. মুশরিকদের প্রতি ইসলাম গ্রহণের আহবান
  • ১০১. যুদ্ধে কৌশল অবলম্বন করা
  • ১০২. গোপনে নৈশ আক্রমণ করা
  • ১০৩. সেনাবাহিনীর পিছনে অবস্থান করা
  • ১০৪. মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চলবে
  • ১০৫. কেউ দৃঢ়ভাবে সিজদা্য় পড়ে থাকলে তাকে হত্যা করা যাবে না
  • ১০৬. যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সম্পর্কে
  • ১০৭. মুসলিম বন্দীকে কুফরী করতে বাধ্য করা হলে
  • ১০৮. গুপ্তচর মুসলিম হলে তার বিধান
  • ১০৯. যিম্মী গুপ্তচর সম্পর্কে
  • ১১০. নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিম ব্যক্তির মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি
  • ১১১. দুশমনের মুখোমুখি হওয়ার উত্তম সময় কোনটি?
  • ১১২. যুদ্ধের সময় নীরব থাকার নির্দেশ
  • ১১৩. যুদ্ধের সময় বাহন থেকে অবতরণ
  • ১১৪. যুদ্ধের ময়দানে অহংকার প্রদর্শন
  • ১১৫. শত্রু দ্বারা ঘেরাও হলে
  • ১১৬. আক্রমণের উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা
  • ১১৭. যুদ্ধক্ষেত্রে সারিবদ্ধভাবে অবস্থান করা
  • ১১৮. শত্রু নিকটবর্তী হলে তরবারি চালানো
  • ১১৯. মল্লযুদ্ধ সম্পর্কে
  • ১২০. অঙ্গ-প্রত্যঙ্গ কর্তন নিষেধ
  • ১২১. নারী হত্যা সম্পর্কে
  • ১২২. শত্রুকে আগুনে পোড়ানো অপছন্দনীয়
  • ১২৩. কেউ তার পশু গনীমাতের অর্ধেক বা অংশবিশেষ দেয়ার শর্তে ভাড়া দিলে
  • ১২৪. কয়েদীকে শক্ত করে বেঁধে রাখা
  • ১২৫. বন্দীকে মারধর ও হুমকি দিয়ে তথ্য উদ্ধার করা
  • ১২৬. বন্দীকে ইসলাম গ্রহণে বাধ্য করা উচিত নয়
  • ১২৭. ইসলামের দা‘ওয়াত না দিয়ে যুদ্ধবন্দীকে হত্যা করা
  • ১২৮. বন্দীকে হাত-পা বেঁধে হত্যা করা
  • ১২৯. কয়েদীকে বেঁধে তীর নিক্ষেপে হত্যা করা নিষেধ
  • ১৩০. মুক্তিপণ না নিয়ে বন্দীদের প্রতি অনুগ্রহ দেখানো
  • ১৩১. মালের বিনিময়ে বন্দীদের মুক্তি দেয়া
  • ১৩২. যুদ্ধে বিজয়ী হওয়ার পর দুশমনের এলাকায় নেতার অবস্থান নেয়া
  • ১৩৩. বন্দীদেরকে পরস্পর পৃথক করা
  • ১৩৪. প্রাপ্তবয়স্ক বন্দীদের পৃথক করা
  • ১৩৫. যদি কোনো মুসলিমের সম্পদ শত্রুবাহিনীর হস্তগত হওয়ার পর পুনরায় মালিক তা গনীমাত হিসেবে ফিরে পায়
  • ১৩৬. যদি মুশরিকদের কৃতদাস পালিয়ে এসে মুসলিমদের সাথে মিলিত হয়ে ইসলাম কবুল করে
  • ১৩৭. শত্রু দেশের খাদ্য হালাল হওয়া সম্পর্কে
  • ১৩৮. শত্রু এলাকায় খাদ্য ঘাটটি হলেও তা লুটপাট করা নিষেধ
  • ১৩৯. শত্রু দেশ থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসা
  • ১৪০. শত্রুদেশে লোকদের উদ্ধৃত্ত খাদ্য বিক্রি করা
  • ১৪১. গানীমাতের বস্তু দ্বারা কোনো ব্যক্তির উপকার লাভ করা
  • ১৪২. যুদ্ধের সময় শত্রুর কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্র ব্যবহার করা অনুমতি
  • ১৪৩. গানীমাতের মাল আত্মসাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী
  • ১৪৪. গানীমাতের সামান্য জিনিস আত্মসাৎ করলে ইমাম তাকে ছেড়ে দিবে এবং তরঢ় মালপত্র জ্বালাবে না
  • ১৪৫. গানীমাতের মাল আত্মসাৎকারীর শাস্তি
  • ১৪৬. গানীমাত আত্মসাৎকারীর অপরাধ গোপন রাখা নিষেধ
  • ১৪৭. নিহত কাফিরের মালপত্র হত্যাকারী পাবে
  • ১৪৮. ইমাম ইচ্ছা করলে নিহতের পরিত্যক্ত মাল হত্যাকারীকে নাও দিতে পারেন, নিহতের ঘোড়া ও হাতিয়ার তার মালেরই অন্তর্ভুক্ত
  • ১৪৯. নিহত কাফিরের পরিত্যক্ত জিনিসে খুমুস নাই
  • ১৫০. কেউ মুমূর্ষ কাফিরকে হত্যা করবে সে তার পরিত্যক্ত মাল থেকে উপহার হিসেবে কিছু পাবে
  • ১৫১. কেউ গানীমাতের মাল বণ্টিত হওয়ার পর উপস্থিত হলে এর অংশ পাবে না
  • ১৫২. নারী ও কৃতদাসকে গানীমাতের অংশ প্রদান
  • ১৫৩. মুশরিকদের জন্য গানীমাতের অংশ আছে কি না?
  • ১৫৪. গানীমাতের মালে ঘোড়ার (দুই) অংশ
  • ১৫৫. পদাতিকের জন্য এক অংশ
  • ১৫৬. গানীমাত থেকে কাউকে পুরস্কার দেয়া
  • ১৫৭. মুজাহিদ বাহিনীর গানীমাত থেকে ক্ষুদ্র সামরিক বাহিনীকে পুরস্কার প্রদান
  • ১৫৮. যিনি বলেন, অতিরিক্ত দেয়ার আগেই এক-পঞ্চমাংশ পৃথক করবে
  • ১৫৯. ক্ষুদ্র সামরিক অভিযান শেষে মূল বাহিনীতে প্রত্যাবর্তন
  • ১৬০. সোনা-রূপা ও গানীমাতের প্রাথমিক মাল থেকে অতিরিক্ত প্রদান
  • ১৬১. ফাই থেকে ইমাম নিজের জন্য কিছু রাখবে
  • ১৬২. ওয়াদা পূরণ করা
  • ১৬৩. ইমামের সম্পাদিত চুক্তি মেনে চলা
  • ১৬৪. মুসলিম নেতা ও শত্রুপক্ষের মধ্যে চুক্তি হওয়ার পর তিনি শত্রুদেশ ভ্রমণ করতে পারবেন
  • ১৬৫. চুক্তি পূর্ণ করা এবং এর মর্যাদা রক্ষা করা
  • ১৬৬. দূত সম্পর্কে
  • ১৬৭. নারীর দেয়া নিরাপত্তা সম্পর্কে
  • ১৬৮. শত্রুপক্ষের সাথে সন্ধি করা
  • ১৬৯. শত্রুর কাছে উপস্থিত হয়ে তাদের দলভুক্ত হওয়ার ভান করে তাকে হত্যা করা
  • ১৭০. সফরে উচ্চ স্থানে উঠার সময় তাকবীর বলা
  • ১৭১. নিষেধের পর প্রত্যাবর্তনের অনুমতি প্রসঙ্গে
  • ১৭২. সুসংবাদ প্রদানের জন্য কাউকে পাঠানো
  • ১৭৩. সুসংবাদ দাতাকে উপহার দেয়া
  • ১৭৪. কৃতজ্ঞতাস্বরূপ সিজদা্
  • ১৭৫. রাতের বেলা সফর থেকে ফেরা
  • ১৭৬. আগন্তুকদের স্বাগত জানানো
  • ১৭৭. যুদ্ধে যেতে অক্ষম হলে সংগৃহীত সরঞ্জাম অন্য মুজাহিদকে দেয়া উত্তম
  • ১৭৮. সফর থেকে প্রত্যাবর্তনের পর সালাত আদায় করা
  • ১৭৯. বণ্টনকারীর মজুরী
  • ১৮০. জিহাদে গিয়ে ব্যবসা করা
  • ১৮১. যুদ্ধাস্ত্র নিয়ে শত্রু এলাকায় গমন
  • ১৮২. মুশরিকদের এলাকায় অবস্থান সম্পর্কে
  • ১০/ কুরবানী নিয়ম-কানুন (كتاب الضحايا) ৫৬ টি | ২৭৮৮-২৮৪৩ পর্যন্ত 10. Sacrifice (Kitab Al-Dahaya)
  • ১. কুরবানী ওয়াজিব হওয়া সম্পর্কে
  • ২. মৃতের পক্ষ থেকে কুরবানী
  • ৩. যে কুরবানী করতে চায়, সে যিলহজ্জের দশ তারিখ পর্যন্ত তার চুল কাটবে না
  • ৪. কুরবানীর জন্য কোন ধরণের পশু উত্তম
  • ৫. কুরবানীর পশুর বয়স কত হওয়া চাই
  • ৬. যে ধরণের পশু কুরবানীর উপযুক্ত নয়
  • ৭. কুরবানীর গরু ও উটে কতজন শরীক হওয়া জায়িয
  • ৮. জামা‘আতের পক্ষ থেকে একটি বকরী কুরবানী করা সম্পর্কে
  • ৯. ঈদগাহে ইমামের কুরবানী করা
  • ১০. কুরবানীর গোশত সংরক্ষণ করে রাখা
  • ১১. পশুকে চাঁদমারীর লক্ষ্য না বানানো এবং কুরবানীর পশুর প্রতি অনুগ্রহ প্রদর্শন
  • ১২. মুসাফিরের কুরবানী করা
  • ১৩. আহলে কিতাবের যবাহকৃত পশু সম্পর্কে
  • ১৪. বেদুঈনরা দম্ভ প্রকাশার্থে যে পশু যবাহ করে তার গোশত খাওয়া
  • ১৫. চকমকি পাথর দ্বারা যবাহ করা
  • ১৬. কোনো কিছু নিক্ষেপের মাধ্যমে (বন্য প্রাণী) যবাহ করা সম্পর্কে
  • ১৭. উত্তমরূপে যবাহ করা
  • ১৮. পশুর পেটের বাচ্চা যবাহ করা সম্পর্কে
  • ১৯. এমন গোশত খাওয়া, যা আল্লাহর নামে যবাহ করা হয়েছে কি না জানা নেই
  • ২০. ‘আতীরাহ বা রজব মাসের কুরবানী
  • ২১. আক্বীকাহর বর্ণনা
  • ১১/ শিকার প্রসঙ্গে (كتاب الصيد) ১৮ টি | ২৮৪৪-২৮৬১ পর্যন্ত 11. Game (Kitab Al-Said)
  • ১. শিকার ইত্যাদি উদ্দেশ্যে কুকুর প্রতিপালন করা
  • ২. শিকারের বর্ণনা
  • ৩. যদি জীবিত পশুর দেহের অংশবিশেষ কেটে বিচ্ছিন্ন হয়ে যায়
  • ৪. শিকারের পিছু নেয়া
  • ১২/ ওসিয়াত প্রসঙ্গে (كتاب الوصايا) ২৩ টি | ২৮৬২-২৮৮৪ পর্যন্ত 12. Wills (Kitab Al-Wasaya)
  • ১. (সম্পদশালীর) ওসিয়াত সম্পর্কে
  • ২. ওসিয়াতকারীর নিজ সম্পদের কতটুকু ওসিয়াত করা বৈধ নয়
  • ৩. ওসিয়াতের দ্বারা ক্ষতিসাধন অন্যায়
  • ৪. ওসিয়াতকৃত সম্পদের তত্ত্বাবধায়ক হওয়া
  • ৫. পিতা-মাতা ও নিকট আত্মীয়দের জন্য ওসিয়াত বাতিল
  • ৬. উত্তরাধিকারদের জন্য ওসিয়াত করা
  • ৭. ইয়াতীমের খাদ্যের সাথে নিজের খাদ্য মিশ্রণ করা
  • ৮. ইয়াতীমের মাল থেকে অভিভাবকের কিছু নেয়া
  • ৯. ইয়াতীমের মেয়াদকাল কখন শেষ হয়
  • ১০. ইয়াতীমের মাল ভক্ষণে কঠোর হুঁশিয়ারী
  • ১১. মৃতের কাফন তার সমস্ত মালের মধ্যে গণ্য
  • ১২. কেউ কোনো জিনিস দান করার পর পুনরায় মিরাসী সূত্রে তার মালিক হলে
  • ১৩. যে ব্যক্তি কিছু ওয়াক্ফ করলো
  • ১৪. মৃতের পক্ষ থেকে সাদাকাহ করা
  • ১৫. যে ব্যক্তি ওসিয়াত না করে মারা গেছে তার পক্ষ থেকে সাদাকাহ করা
  • ১৬. মৃত কাফিরের ওসিয়াত পূরণ করা মুসলিম ওয়ালীর জন্য অত্যাবশ্যাক কি না?
  • ১৭. ঋণগ্রস্ত মৃতের দেনা পরিশোধে ওয়ারিসদের সময় দেয়া ও সদয় হওয়া
  • ১৩/ ফারায়িয (ওয়ারিসী স্বত্ব) (كتاب الفرائض) ৪৩ টি | ২৮৮৫-২৯২৭ পর্যন্ত 13. Shares of Inheritance (Kitab Al-Fara'id)
  • ১. ফারায়িয শিক্ষা করা
  • ২. কালালাহ (পিতৃহীন নিঃসন্তান ব্যক্তি) সম্পর্কে
  • ৩. যার সন্তান নেই কিন্তু বোন আছে
  • ৪. সহোদর ভাই-বোনের মীরাস
  • ৫. দাদীর অংশ
  • ৬. মৃতের পরিত্যক্ত সম্পদে দাদার অংশ
  • ৭. ‘আসাবার মীরাস সম্পর্কে
  • ৮. নিকটাত্মীয়ের মীরাস সম্পর্কে
  • ৯. লি‘আনকারিণীর সন্তানের মীরাস সম্পর্কে
  • ১০. কোনো মুসলিম কি কাফিরের ওয়ারিস হবে
  • ১১. মৃতের মীরাস বণ্টনের পূর্বে কোনো ওয়ারিস মুসলিম হলে
  • ১২. ওয়ালাআ (আযাদকৃত গোলামের পরিত্যক্ত মাল)
  • ১৩. কেউ কারো হাতে ইসলাম গ্রহণ করলে
  • ১৪. ওয়ালাআ বিক্রয় করা সম্পর্কে
  • ১৫. সদ্য প্রসূত শিশু কান্নার পর মারা গেলে সে সম্পর্কে
  • ১৬. আত্মীয়তার মীরাস মৌখিক স্বীকৃতির মীরাসকে রহিত করে
  • ১৭. শপথ বা চুক্তি সম্পর্কে
  • ১৮. স্বামীর রক্তপণের স্ত্রীর মীরাস
  • ১৪/ কর, ফাই ও প্রশাসক (كتاب الخراج والإمارة والفىء) ১৬১ টি | ২৯২৮-৩০৮৮ পর্যন্ত 14. Tribute, Spoils, and Rulership (Kitab Al-Kharaj, Wal-Fai' Wal-Imarah)
  • ১. নাগরিক ও অধিকার সংরক্ষণে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব
  • ২. নেতৃত্ব চাওয়া
  • ৩. অন্ধ ব্যক্তির নেতৃত্ব সম্পর্কে
  • ৪. মন্ত্রী নিয়োগ সম্পর্কে
  • ৫. সমাজপতি সম্পর্কে
  • ৬. সচিব নিয়োগ করা
  • ৭. যাকাত আদায়কারীর সাওয়াব সম্পর্কে
  • ৮. রাষ্ট্রপ্রধান কর্তৃক তার পরবর্তী খলীফাহ নিয়োগ
  • ৯. বাই‘আত সম্পর্কে
  • ১০. সরকারী কর্মচারীদের রেশন ব্যবস্থা করা
  • ১১. সরকারী কর্মচারীদের উপঢৌকন গ্রহণ
  • ১২. যাকাতের মাল আত্মসাৎ করা
  • ১৩. নাগরিকের প্রয়োজনকালে ইমামের দায়িত্ব এবং তাদের থেকে তার বিচ্ছিন্ন থাকা
  • ১৪. ফাইলদ্ধ মাল বণ্টন করা
  • ১৫. মুসলিমদের সন্তানদের খোরাকী প্রদান করা
  • ১৬. কত বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করা যায়
  • ১৭. শেষ যামানায় অসৎ উদ্দেশ্যে হাদিয়া প্রদান
  • ১৮. দানপ্রাপ্ত্য ব্যক্তিদের তালিকা করা
  • ১৯. গানীমাতের মালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিশেষ অংশ (সাফী)
  • ২০. নবী (ﷺ) গানীমাতের মাল থেকে যে এক-পঞ্চমাংশ নিতেন তা কোথায় ব্যয় করতেন এবং নিকটাত্মীয়দের অংশ সম্পর্কে
  • ২১. গানীমাতের মালে সেনাপতির অংশ
  • ২২. মদীনাহ্ থেকে ইয়াহুদীদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে
  • ২৩. বনূ নাযীরের ঘটনা প্রসঙ্গে
  • ২৪. খায়বারের ভূমি সংক্রান্ত হুকুম
  • ২৫. মক্কা (বিজয়) সম্পর্কিত তথ্য
  • ২৬. তায়িফ (বিজয়) সম্পর্কিত তথ্য
  • ২৭. ইয়ামেনের ভূমি সম্পর্কিত হুকুম
  • ২৮. আরব উপদ্বীপ থেকে ইয়াহুদীদের উচ্ছেদের বর্ণনা
  • ২৯. সন্ধির মাধ্যমে এবং জবর দখলকৃত জমি সৈনিকদের মাঝে বণ্টন স্থগিত রাখা
  • ৩০. জিয্য়া আদায় সম্পর্কে
  • ৩১. আগুন-পূজারীদের কাছ থেকে জিয্য়া আদায়
  • ৩২. জিয্য়া আদায়ের কঠোরতা অবলম্ব সম্পর্কে
  • ৩৩. যিম্মীদের ব্যবসায়ের লাভ থেকে এক-দশমাংশ (‘উশর) আদায় সম্পর্কে
  • ৩৪. যদি বছরের কোনো সময়ে যিম্মী ইসলাম গ্রহণ করে তাহলে সে কি জিয্য়া দিবে?
  • ৩৫. শাসক কর্তৃক মুশরিকদের উপঢৌকন গ্রহণ
  • ৩৬. কাউকে জায়গীর হিসাবে জমি দেয়া
  • ৩৭. অনাবাদি জমি আবাদ করা সম্পর্কে
  • ৩৮. খাজনা ধার্যকৃত (খারাজী) জমি কেনা
  • ৩৯. ইমাম অথবা কোনো ব্যক্তি কর্তৃক চারণভূমি সংরক্ষণ করা
  • ৪০. গুপ্তধন ও তার বিধান
  • ৪১. কাফিরদের ধনভর্তি পুরাতন কবর খোঁড়া
  • ১৫/ জানাযা (كتاب الجنائز) ১৫৩ টি | ৩০৮৯-৩২৪১ পর্যন্ত 15. Funerals (Kitab Al-Jana'iz)
  • ১. অসুস্থতার কারণে মুমিনের গুনাহ ক্ষমা হয়
  • ২. কোনো ব্যক্তি সৎকাজে অভ্যস্ত হলে পরবর্তীতে অসুস্থতা বা সফরের কারণে তা করতে বাধাগ্রস্ত হলে
  • ৩. মহিলা রোগীর সেবা করা
  • ৪. রোগী দেখতে যাওয়া
  • ৫. অমুসলিম রোগী দেখা
  • ৬. পায়ে হেঁটে রোগী দেখতে যাওয়া
  • ৭. উযূ করে রোগী দেখতে যাওয়া ফযীলত
  • ৮. বারবার রোগী দেখা
  • ৯. চক্ষু রোগীকে দেখতে যাওয়া
  • ১০. মহামারী উপদ্রুত এলাকা ত্যাগ করা
  • ১১. রোগী দেখতে গিয়ে রোগীর সুস্থতা চেয়ে দু‘আ করা
  • ১২. রোগীকে দেখতে গিয়ে তার জন্য দু‘আ করা
  • ১৩. মৃত্যুর আকাঙ্ক্ষা করা অনুচিত
  • ১৪. আকস্মিক মৃত্যু
  • ১৫. মহামারীতে মৃত্যুবরণকারীর ফযীলত
  • ১৬. রোগীর নখ ও লজ্জাস্থানের চুল কাটা
  • ১৭. মৃত্যুর সময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ উত্তম
  • ১৮. মৃত্যুর সময় মুমূর্ষ রোগীর পরিধেয় বস্ত্র পরিস্কার থাকা ভালো
  • ১৯. মৃত্যুপথযাত্রীর সামনে যে ধরণের কথা বলা উচিত
  • ২০. মুমূর্ষ ব্যক্তিকে তালক্বীন দেয়া সম্পর্কে
  • ২১. মৃতের চোখ বন্ধ করা
  • ২২. ইন্না লিল্লাহ পাঠ করা
  • ২৩. মৃতের শরীর ঢেকে রাখা
  • ২৪. মৃত্যুপথযাত্রীর নিকট কুরআন পাঠ
  • ২৫. বিপদের সময় (মসজিদে) বসা
  • ২৬. মৃতের জন্য শোক প্রকাশ
  • ২৭. বিপদে ধৈর্যধারণ
  • ২৮. মৃতের জন্য কান্নাকাটি করা
  • ২৯. বিলাপ করে কান্নাকাটি করা
  • ৩০. মৃতের পরিবারের জন্য খাদ্য প্রেরণ
  • ৩১. শহীদকে গোসল দিবে কি না?
  • ৩২. গোসলের সময় মৃতে ব্যক্তির লজ্জাস্থান ঢেকে রাখা
  • ৩৩. মৃতকে গোসল দেয়ার পদ্ধতি
  • ৩৪. কাফনের বর্ণনা
  • ৩৫. দামী কাফন ব্যবহার অপছন্দনীয়
  • ৩৬. মহিলাদের কাফন সম্পর্কে
  • ৩৭. মৃতের জন্য মিশকের সুগন্ধি ব্যবহার
  • ৩৮. দাফন-কাফনে জলদি করা
  • ৩৯. মৃতকে গোসলদাতার গোসল করা সম্পর্কে
  • ৪০. লাশকে চুম্বন করা
  • ৪১. রাতে দাফন করা
  • ৪২. মৃতদেহ এক এলাকা থেকে অন্য এলাকায় নেয়া
  • ৪৩. জানাযার সালাতের কাতার সম্পর্কে
  • ৪৪. জানাযায় নারীদের অংশগ্রহণ
  • ৪৫. জানাযায় অংশগ্রহণ ও লাশের অনুগমনের ফযীলত
  • ৪৬. আগুন সাথে নিয়ে লাশের সাথে যাওয়া
  • ৪৭. লাশের জন্য (সম্মানার্থে) দাঁড়ানো
  • ৪৮. বাহনে চড়ে লাশের সাথে যাওয়া
  • ৪৯. লাশের আগে আগে যাওয়া
  • ৫০. জানাযা দ্রুত বহন করা সম্পর্কে
  • ৫১. ইমাম আত্মহত্যাকারীর জানাযা পড়বে না
  • ৫২. শারঈ হদ্দ কার্যকরে নিহত অপরাধীর জানাযা পড়া সম্পর্কে
  • ৫৩. মৃত শিশুর জানাযা পড়া
  • ৫৪. মসজিদে জানাযার সালাত আদায়
  • ৫৫. সূর্য উদয় ও সূর্যাস্তের সময় লাশ দাফন করা সম্পর্কে
  • ৫৬. পুরুষ ও নারীর লাশ একত্রে উপস্থিত হলে কার লাশ আগে থাকবে
  • ৫৭. জানাযা সালাতে ইমাম কোথায় দাঁড়াবেন
  • ৫৮. জানাযার সালাতে তাকবীর সংখ্যা
  • ৫৯. জানাযার সালাতে ক্বিরাআত পাঠ
  • ৬০. মৃতের জন্য দু‘আ করা
  • ৬১. কবরের উপর জানাযা পড়া
  • ৬২. মুশরিকদের দেশে মৃত মুসলিমের জানাযা
  • ৬৩. একাধিক লাশ এক কবরে দাফন করা এবং কবরের নিশানা রাখা সম্পর্কে
  • ৬৪. কবর খননকারী মৃতের হাড় দেখতে পেলে সে স্থান পরিহার করবে কি না
  • ৬৫. লাহ্দ কবর
  • ৬৬. লাশ রাখতে কত জন কবরে নামবে
  • ৬৭. কবরে লাশ কিভাবে রাখবে
  • ৬৮. কবরের পাশে বসার নিয়ম
  • ৬৯. লাশ কবরে রাখার সময় মৃতের জন্য দু‘আ করা
  • ৭০. কোনো মুসলিমের মুশরিক স্বজন মারা গেলে
  • ৭১. কবর গভীর করে খনন করা
  • ৭২. কবর সমতল করা
  • ৭৩. দাফন শেষে ফেরার সময় কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা
  • ৭৪. কবরের পাশে পশু যাবাহ করা নিষিদ্ধ
  • ৭৫. পরবর্তী সময়ে কবরের উপর জানাযা পড়া
  • ৭৬. কবরের উপর কিছু নির্মাণ করা সম্পর্কে
  • ৭৭. কবরের উপর বসা নিষেধ
  • ৭৮. জুতা পায়ে কবরস্থানের উপর দিয়ে হাঁটা
  • ৭৯. বিশেষ কারণে কবর থেকে লাশ স্থানান্তরিত করা
  • ৮০. মৃত ব্যক্তির প্রশংসা করা
  • ৮১. কবর যিয়ারাত করা
  • ৮২. মহিলাদের কবর যিয়ারাত প্রসঙ্গে
  • ৮৩. কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কি বলবে?
  • ৮৪. কেউ ইহরাম অবস্থায় মারা গেলে কিভাবে (দাফন-কাফন) দিবে?
  • ১৬/ শপথ ও মানত (كتاب الأيمان والنذور) ৮৪ টি | ৩২৪২-৩৩২৫ পর্যন্ত 16. Oaths and Vows (Kitab Al-Aiman Wa Al-Nudhur)
  • ১. মিথ্যা কসমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী
  • ২. যে ব্যক্তি অন্যও সম্পদ আত্মসাতের জন্য মিথ্যা কসম করে
  • ৩. নবী (ﷺ)-এর মিম্বারের উপর মিথ্যা কসম খাওয়া কঠিন পাপ
  • ৪. আল্লাহ ব্যতীত অন্য কিছু নামে কসম করা
  • ৫. বাপ-দাদার নামে কসম করা মাকরূহ
  • ৬. আমানতের উপর শপথ করা অপছন্দনীয়
  • ৭. বেহুদা শপথ করা
  • ৮. ছলনামূলক কসম করা
  • ৯. ইসলাম ছাড়া অন্য ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার কসম করা
  • ১০. যে ব্যক্তি তরকারি না খাওয়ার কসম করে
  • ১১. কসমে ইনশাআল্লাহ বলা
  • ১২. নবী (ﷺ)-এর কসমের ধরণ
  • ১৩. কসম ইয়ামীনের সমার্থক কি না
  • ১৪. যে ব্যক্তি কিছু না খাওয়ার শপথ করেছে
  • ১৫. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শপথ করা
  • ১৬. ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা
  • ১৭. অপেক্ষাকৃত উত্তম কাজ হলে কসম ভঙ্গ করা
  • ১৮. কসমের কাফফারাহ কত সা‘
  • ১৯. কাফফারাহ হিসেবে মু‘মিন দাসী আযাদ করা
  • ২০. কসমের পর 'ইনশাআল্লাহ' বলা
  • ২১. মানত করা অপছন্দনীয়
  • ২২. গুনাহের কাজে মানত করা
  • ২৩. যিনি বলেন, গুনাহের কাজের মানত ভঙ্গ করলে কাফফারাহ দিবে
  • ২৪. যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসের সালাত আদায়ের মানত করেছে
  • ২৫. মৃতের পক্ষ থেকে মানত পূর্ণ করা
  • ২৬. কেউ কাযা সওম রেখে মারা গেলে তার উত্তরাধিকারীরা তা আদায় করবে
  • ২৭. মানত পূর্ণ করার নির্দেশ
  • ২৮. মালিকানাহীন জিনিসের মানত করা
  • ২৯. নিজের সমস্ত মাল দান করার মানত করা সম্পর্কে
  • ৩০. যা পূর্ণ করার সামর্থ্য নাই তার মানত করা
  • ৩১. কোনো কিছুর নাম উল্লেখ না করে মানত করা
  • ৩২. জাহিলী যুগে মানত করার পর ইসলাম গ্রহণ করলে
  • ১৭/ ব্যবসা-বাণিজ্য (كتاب البيوع) ৯০ টি | ৩৩২৬-৩৪১৫ পর্যন্ত 17. Commercial Transactions (Kitab Al-Buyu)
  • ১. ব্যবসায় কসম ও অহেতুক কথার সংমিশ্রন
  • ২. খনিজ দ্রব্য উত্তোলন করা
  • ৩. সন্দেহমূলক বস্তু পরিহার করা
  • ৪. সুদখোর ও সুদদাতা সম্পর্কে
  • ৫. সুদ প্রত্যাহার করা
  • ৬. ক্রয়-বিক্রয়ে (মিথ্যা) কসম করা অপছন্দনীয়
  • ৭. মাপে সামান্য বেশী দেয়া এবং মজুরীর বিনিময়ে কিছু মেপে দেয়া
  • ৮. নবী (ﷺ)-এর বাণীঃ মদীনার পরিমাপই মানসম্মত
  • ৯. ঋণ গ্রহণ ও পরিশোধে কড়াকড়ি করা
  • ১০. ঋণ পরিশোধের গড়িমসি করা অনুচিৎ
  • ১১. উত্তমরূপে দেনা পরিশোধ করা সম্পর্কে
  • ১২. মুদ্রার আন্ত-বিনিময় প্রসঙ্গ
  • ১৩. তরবারির বাট দিরহামের বিনিময়ে ক্রয়-বিক্রয়
  • ১৪. রৌপ্যমুদ্রার বিনিময়ে স্বর্ণমুদ্রা নেয়া
  • ১৫. পশুর বিনিময়ে পশু বাকীতে ক্রয়-বিক্রয়
  • ১৬. এ বিষয়ে অনুমতি সম্পর্কে
  • ১৭. নগদে বদলী ক্রয়-বিক্রয়
  • ১৮. খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয়
  • ১৯. মুযাবানা পদ্ধতির ক্রয়-বিক্রয়
  • ২০. ‘আরিয়া (গাছের ফল পেড়ে) বিক্রয় সম্পর্কে
  • ২১. ‘আরিয়্যার পরিমাণ
  • ২২. ‘আরিয়্যার ব্যাখ্যা
  • ২৩. খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে ফল ক্রয়-বিক্রয় সম্পর্কে
  • ২৪. কয়েক বছরের জন্য অগ্রিম ক্রয়-বিক্রয়
  • ২৫. ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয়
  • ২৬. ঠেকায় পড়ে ক্রয়-বিক্রয়
  • ২৭. অংশীদারী কারবার
  • ২৮. ব্যবসায়ীর বৈপরিত্য করা
  • ২৯. যে ব্যক্তি মালিকের বিনা অনুমতিতে তার মাল দিয়ে ব্যবসা করে
  • ৩০. মূলধনবিহীন অংশীদারী ব্যবসা
  • ৩১. ভাগচাষ সম্পর্কে
  • ৩২. ভাগচাষের ব্যাপারে কঠোরতা
  • ৩৩. মালিকের বিনা অনুমতি তার জমিতে কৃষিকাজ করা
  • ৩৪. মুখাবারা (ভাগে বর্গা দেয়া) সম্পর্কে
  • ৩৫. বাগান ও জমি বর্গা দেয়া
  • ৩৬. অনুমানের ভিত্তিতে পরিমাণ নির্ধারণ করা
  • ১৮/ ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) (كتاب الإجارة) ১৫৫ টি | ৩৪১৬-৩৫৭০ পর্যন্ত 18. Wages (Kitab Al-Ijarah)
  • ৩৭. শিক্ষকের পারিশ্রমিক সম্পর্কে
  • ৩৮. চিকিৎসকদের পারিশ্রমিক সম্পর্কে
  • ৩৯. রক্তমোক্ষণকারীর উপার্জন
  • ৪০. দাসীর উপার্জন
  • ৪১. গণকের ভ্যাট
  • ৪২. ষাঁড় দ্বারা পাল দিয়ে তার মজুরি গ্রহণ
  • ৪৩. স্বর্ণকার সম্পর্কে
  • ৪৪. মালদার গোলাম বিক্রি করলে তার বিধান
  • ৪৫. (বাজারে পৌঁছার আগেই) অগ্রগামী হয়ে ব্যবসায়ী কাফেলার সাথে মিলিত হওয়া
  • ৪৬. ধোঁকাপূর্ণ দালালী নিষেধ
  • ৪৭. শহরবাসীর জন্য গ্রাম্য লোকের পণ্য বিক্রি করা নিষেধ
  • ৪৮. আটকানো দুধে পশুর পালান ফুলানো দেখে ক্রয়ের পর তা অপছন্দ হলে
  • ৪৯. অসৎ উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুত রাখা নিষেধ
  • ৫০. দিরহাম ভাঙ্গা
  • ৫১. দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়া
  • ৫২. ভেজাল দেয়া নিষেধ
  • ৫৩. ক্রেতা-বিক্রেতার এখতিয়ার সম্পর্কে
  • ৫৪. ইকালাহ (অনুতাপজনিত চুক্তি) বাতিল করার ফযীলত সম্পর্কে
  • ৫৫. একই চুক্তিতে দু’ লেনদেন
  • ৫৬. আল-ঈনাহ পদ্ধতির লেনদেন
  • ৫৭. অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে
  • ৫৮. বিশেষ কোনো ফলের অগ্রিম ক্রয়-বিক্রয় সম্পর্কে
  • ৫৯. অগ্রিম ক্রয়কৃত বস্তু হস্তগত না হলে তা অন্যের নিকট হস্তান্তর না করা
  • ৬০. প্রাকৃতিক দুর্যোগে ফল-ফসল বিনষ্ট হলে তার ক্ষতিপূরণ
  • ৬১. ‘জায়িহাহ’ শব্দের ব্যাখ্যা
  • ৬২. পানির প্রবাহ বন্ধ করা নিষেধ
  • ৬৩. প্রয়োজনের অতিরিক্ত পানি বিক্রি করা
  • ৬৪. বিড়াল বিক্রয় মূল্য সম্পর্কে
  • ৬৫. কুকুর বিক্রয় মূল্য সম্পর্কে
  • ৬৬. মদ ও মৃত জীবের মূল্য
  • ৬৭. হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয়
  • ৬৮. ক্রয়-বিক্রয়ের সময় যে ব্যক্তি বললো, ধোঁকাবাজি করা চলবে না
  • ৬৯. ‘উরবান (বায়না) প্রসঙ্গ
  • ৭০. কোনো ব্যক্তির এমন বস্তু বিক্রয় করা যা নিজের কাছে নেই
  • ৭১. ক্রয়-বিক্রয়ে শর্তারোপ
  • ৭২. গোলাম ক্রয়-বিক্রয়
  • ৭৩. ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে
  • ৭৪. পণ্যে বিদ্যমান থাকা অবস্থায় ক্রেতা-বিক্রেতার মাঝে মতভেদ হলে
  • ৭৫. শুফ‘আহ
  • ৭৬. দেউলিয়া সাব্যস্ত ব্যক্তির নিকট নিজের মাল অক্ষত অবস্থায় পেলে
  • ৭৭. যে ব্যক্তি অক্ষম পশুকে সবল করে
  • ৭৮. বন্ধক সম্পর্কে
  • ৭৯. পিতা সন্তানের সম্পদ ভোগ করতে পারে
  • ৮০. কেউ নিজের (হারানো) বস্তু অন্যের নিকট অবিকল পেলে
  • ৮১. নিজের আয়ত্তধীন মাল থেকে নিজের প্রাপ্য গ্রহণ
  • ৮২. হাদিয়া গ্রহণ
  • ৮৩. দান করে তা পুনরায় ফেরত নেয়া
  • ৮৪. প্রয়োজন পূরণ করে দেয়ার জন্য হাদিয়া গ্রহণ
  • ৮৫. যদি কোনো ব্যক্তি নিজ সন্তানদের মধ্যে কাউকে বেশি দেয়
  • ৮৬. স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর দান
  • ৮৭. জীবনস্বত্ব
  • ৮৮. জীবনস্বত্ব দেয়ার সময় যদি কেউ বলে, তার ওয়ারিসগণও পাবে
  • ৮৯. রুকবা
  • ৯০. ধারকৃত বস্তু নষ্ট হলে তার ক্ষতিপূরণ দেয়া
  • ৯১. কারো কোনো জিনিস নষ্ট করলে তার অনুরূপ ক্ষতিপূরণ দিবে
  • ৯২. যদি গবাদি পশু কারো ফসল নষ্ট করে দেয়
  • ১৯/ বিচার ব্যবস্থা (كتاب الأقضية) ৭০ টি | ৩৫৭১-৩৬৪০ পর্যন্ত 19. The Office of the Judge (Kitab Al-Aqdiyah)
  • ১. বিচারকের পদ চাওয়া সম্পর্কে
  • ২. বিচারক ভুল করলে
  • ৩. বিচার চাওয়া এবং তাড়াহুড়া করে ফায়সালা দেয়া
  • ৪. ঘুষ গ্রহণ নিষিদ্ধ
  • ৫. কর্মকর্তাদের প্রাপ্ত উপহার
  • ৬. কিভাবে বিচার করবে
  • ৭. বিচারক যদি ভুল সিদ্ধান্ত দেন
  • ৮. বিচারকের সামনে বাদী-বিবাদীর বসার নিয়ম
  • ৯. রাগের সাথে বিচারকের সিদ্ধান্ত দেয়া নিষেধ
  • ১০. যিম্মীদের বিবাদ মীমাংসা করার বিধান
  • ১১. বিচারকার্য পরিচালনায় ইজতিহাদ করা
  • ১২. সন্ধি স্থাপন
  • ১৩. সাক্ষ্য প্রদানের বর্ণনা
  • ১৪. যে লোক প্রকৃত ঘটনা না জেনেই মামলায় সাহায্য করে
  • ১৫. মিথ্যা সাক্ষ্য প্রদান
  • ১৬. যার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়
  • ১৭. শহরবাসীর পক্ষে গ্রাম্য লোকের সাক্ষ্য
  • ১৮. দুধপান সম্পর্কিত বিষয়ে সাক্ষ্য দেয়া
  • ১৯. যিম্মীদের সাক্ষ্য এবং সফরের সময় ওসিয়াত প্রদান
  • ২০. বিচারক মাত্র একজনের সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে পারেন, যদি তিনি জানেন যে, লোকটি বিশ্বস্ত
  • ২১. একটি শপথ ও একটি সাক্ষীর ভিত্তিতে ফায়সালা দেয়া
  • ২২. একই বস্তুর দু’ জন দাবিদার, অথচ কারোই প্রমাণ নেই
  • ২৩. বিবাদীকে শপথ করতে হবে
  • ২৪. শপথ করার নিয়ম
  • ২৫. বিবাদী যিম্মী হলে শপথ করবে কি?
  • ২৬. অনুপস্থিত বিষয়ে নিজের জানা মতে শপথ করা সম্পর্কে
  • ২৭. যিম্মীকে শপথ করানোর নিয়ম
  • ২৮. যিনি নিজ অধিকার রক্ষার্থে শপথ করেন
  • ২৯. ঋণ সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে আটক করা সম্পর্কে
  • ৩০. প্রতিনিধি নিয়োগ
  • ৩১. বিচার সংক্রান্ত কিছু সমস্যা
  • ২০/ জ্ঞান (كتاب العلم) ২৮ টি | ৩৬৪১-৩৬৬৮ পর্যন্ত 20. Knowledge (Kitab Al-Ilm)
  • ১. জ্ঞানার্জনের ফযীলত
  • ২. আহলে কিতাবের হাদীস বর্ণনা করা
  • ৩. জ্ঞানের কথা লিখে রাখা
  • ৪. রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি মিথ্যারোপ করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারী
  • ৫. না জেনে আল্লাহর কিতাব সম্পর্কে আলোচনা করা
  • ৬. কথায় পুনরাবৃত্তি প্রসঙ্গ
  • ৭. দ্রুত কথা বলা ঠিক নয়
  • ৮. ফাতাওয়াহ্ প্রদানে সাবধানতা অবলম্বন
  • ৯. জ্ঞানের কথা গোপন করা অপছন্দনীয়
  • ১০. জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার ফযীলত
  • ১১. বানী ইসরাঈলের কাছ থেকে শোনা কথা বর্ণনা করা
  • ১২. মহান আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা
  • ১৩. কিসসা-কাহিনী প্রসঙ্গ
  • ২১/ পানীয় দ্রব্য (كتاب الأشربة) ৬৭ টি | ৩৬৬৯-৩৭৩৫ পর্যন্ত 21. Drinks (Kitab Al-Ashribah)
  • ১. মদ হারাম হওয়ার বর্ণনা
  • ২. মদ তৈরীর জন্য আঙ্গুর নিংড়ানো
  • ৩. মদের সিরকা সম্পর্কে
  • ৪. যেসব উপাদান দিয়ে মদ তৈরী হয়
  • ৫. নেশা উদ্রেককারী প্রতিটি জিনিস হারাম
  • ৬. দাযী (বীজ) সম্পর্কে
  • ৭. মদের পেয়ালা সম্পর্কে
  • ৮. দু’ বস্তুর সংমিশ্রণ
  • ৯. কাঁচা খেজুরের শরবত
  • ১০. নবীযের বৈশিষ্ট্য
  • ১১. মধুর শরবত
  • ১২. নবীযে কড়া ভাব আসলে
  • ১৩. দাঁড়িয়ে পান করা সম্পর্কে
  • ১৪. কলসের মুখে মুখ লাগিয়ে পান করা সম্পর্কে
  • ১৫. চামড়ার মশকে মুখ উল্টিয়ে পান করা
  • ১৬. পাত্রের ভাঙ্গা স্থান দিয়ে পান করা
  • ১৭. সোনা-রূপার পাত্রের পান করা সম্পর্কে
  • ১৮. চুমুক দিয়ে পান করা
  • ১৯. পরিবেশনকারী কখন পান করবে
  • ২০. পানীয় দ্রব্যে ফুঁ দেয়া এবং তাতে নিঃশ্বাস ফেলা সম্পর্কে
  • ২১. দুধ পানের সময় কি বলবে
  • ২২. পাত্রের মুখ ঢেকে রাখা
  • ২২/ খাদ্যদ্রব্য (كتاب الأطعمة) ১১৯ টি | ৩৭৩৬-৩৮৫৪ পর্যন্ত 22. Foods (Kitab Al-At'imah)
  • ১. দা‘ওয়াত কবুল করা
  • ২. বিয়ের ওয়ালীমা অনুষ্ঠান করা উত্তম
  • ৩. ওয়ালীমা কয়দিন আয়োজন করা যাবে
  • ৪. সফর থেকে ফিরে এসে আহারের আয়োজন
  • ৫. মেহমানদারী সম্পর্কে
  • ৬. অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ রহিত হওয়া সম্পর্কে
  • ৭. দু’ প্রতিযোগীর দাওয়াতে অংশগ্রহণ না করা সম্পর্কে
  • ৮. মেহমান অবাঞ্ছিত কিছু দেখলে
  • ৯. দু’ দাওয়াতদাতা একত্রে এলে কে অগ্রাধিকার পাবে
  • ১০. ‘ইশার সালাত ও রাতে খাবার একত্রে উপস্থিত হলে
  • ১১. খাওয়া শুরুর সময় উভয় হাত ধোয়া
  • ১২. আহারের পূর্বে হাত ধোয়া
  • ১৩. তাড়াহুড়ার সময় হাত না ধুয়ে আহার করা
  • ১৪. খাদ্য দ্রব্যের সমালোচনা করা অপছন্দনীয়
  • ১৫. একসঙ্গে খাওয়া
  • ১৬. খাওয়ার সময় আল্লাহর নাম নেয়া
  • ১৭. হেলান দিয়ে খাওয়া সম্পর্কে
  • ১৮. পাত্রের উপকারিতা থেকে খাওয়া সম্পর্কে
  • ১৯. যে দস্তরখানে কিছু অপছন্দনীয় খাবার থাকে সেখানে বসে খাওয়া সম্পর্কে
  • ২০. ডান হাতে খাওয়া
  • ২১. গোশত খাওয়া
  • ২২. লাউ খাওয়া
  • ২৩. সারীদ খাওয়া
  • ২৪. কোন খাদ্যের প্রতি ঘৃণা পোষণ অপছন্দনীয়
  • ২৫. জাল্লালা ও তার দুধ পান নিষেধ
  • ২৬. ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে
  • ২৭. খরগোশের গোশত খাওয়া সম্পর্কে
  • ২৮. দব্ব খাওয়া সম্পর্কে (অনেকটা গুইসাপের মত দেখতে)
  • ২৯. হুবারার গোশত (দ্রুত দৌড়াতে পারে এমন বৃহদাকার পাখি) খাওয়া সম্পর্কে
  • ৩০. কীট-পতঙ্গ ও গর্তের প্রাণী
  • ৩১. যেসব জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা আসেনি
  • ৩২. হায়েনার গোশত খাওয়া সম্পর্কে
  • ৩৩. হিংস্র প্রাণী খাওয়া সম্পর্কে
  • ৩৪. গৃহপালিত গাধার গোশত খাওয়া সম্পর্কে
  • ৩৫. পঙ্গপাল খাওয়া সম্পর্কে
  • ৩৬. ভেসে আসা মৃত মাছ খাওয়া সম্পর্কে
  • ৩৭. যে ব্যক্তি মৃত প্রাণী খেতে বাধ্য হয়
  • ৩৮. দু’ রং এর খাদ্য একত্রে করা সম্পর্কে
  • ৩৯. পনীর খাওয়া
  • ৪০. সিরকা সম্পর্কে
  • ৪১. রসুন খাওয়া সম্পর্কে
  • ৪২. খেজুর সম্পর্কে
  • ৪৩. পোকায় ধরা খেজুর পরীক্ষা করে খাওয়া
  • ৪৪. খাওয়ার সময় একত্রে দু’টি খেজুর নেয়া
  • ৪৫. দু’ ধরণের বস্তু একত্রে মিশিয়ে খাওয়া
  • ৪৬. আহলে কিতাবের বাসনপত্র ব্যবহার সম্পর্কে
  • ৪৭. সমুদ্রে বিচরণশীল প্রাণী সম্পর্কে
  • ৪৮. ঘি-এর মধ্যে ইঁদুর পড়লে করণীয়
  • ৪৯. খাদ্যদ্রব্যে মাছি পড়লে করণীয়
  • ৫০. পতিত লোকমা
  • ৫১. মালিকের সাথে চাকরের খাদ্য গ্রহণ
  • ৫২. রুমাল ব্যবহার করা
  • ৫৩. খাওয়া শেষে যা বলতে হয়
  • ৫৪. খাওয়া শেষে হাত ধোয়া
  • ৫৫. যিনি খাওয়ালেন খাওয়া শেষে তার জন্য দু‘আ করা
  • ২৩/ চিকিৎসা (كتاب الطب) ৭১ টি | ৩৮৫৫-৩৯২৫ পর্যন্ত 23. Medicine (Kitab Al-Tibb)
  • ১. অসুস্থ ব্যক্তির চিকিৎসা গ্রহণ সম্পর্কে
  • ২. রোগীর খাদ্য গ্রহণে সতর্কতা অবলম্বন করা
  • ৩. রক্তমোক্ষণ (শিংগা লাগানো)
  • ৪. রক্তমোক্ষণের স্থান
  • ৫. রক্তমোক্ষণের উত্তম সময়
  • ৬. শিরা কেটে রক্তমোক্ষণ করা এবং রক্তমোক্ষণের স্থান
  • ৭. গরম লোহা দিয়ে দাগানো
  • ৮. নাকে ঔষধ প্রয়োগ করা
  • ৯. নুশরাহ (শয়তানী মন্ত্র)
  • ১০. বিষের প্রতিষেধক
  • ১১. নিষিদ্ধ ঔষধ ব্যবহার
  • ১২. আজওয়া খেজুর সম্পর্কে
  • ১৩. আলজিভ ফোলা সম্পর্কে
  • ১৪. সুরমা লাগানো
  • ১৫. বদনযর লাগা সম্পর্কে
  • ১৬. শিশুর দুধপান মেয়াদে সহবাস করা সম্পর্কে
  • ১৭. তাবীজ ঝুলানো
  • ১৮. ঝাড়ফুঁক সম্পর্কে
  • ১৯. ঝাড়ফুঁক করার পদ্ধতি
  • ২০. মোটা হওয়ার নিয়ম
  • ২১. গণক সম্পর্কে
  • ২২. জ্যোতির্বিদ্যা সম্পর্কে
  • ২৩. মাটিতে রেখা টেনে এবং পাখি উড়িয়ে ভবিষ্যদ্বাণী করা
  • ২৪. অশুভ লক্ষণ
  • ২৪/ দাসত্বমুক্তি (كتاب العتق) ৪৩ টি | ৩৯২৬-৩৯৬৮ পর্যন্ত 24. The Book of Manumission of Slaves
  • ১. চুক্তিবদ্ধ গোলাম কৃত শর্তের কিছু পরিশোধের পর অপরাগ হলে বা মারা গেলে
  • ২. মুকাতাবা (চুক্তিব্ধ গোলাম)-এর চুক্তি ভঙ্গ হলে তাকে বিক্রি করা
  • ৩. শর্তসাপেক্ষে দাসত্বমুক্তি
  • ৪. কেউ শরীকানা গোলামের নিজ অংশ মুক্ত করলে
  • ৫. গোলামকে মুক্ত করার উদ্দেশ্যে কাজ করানো
  • ৬. যারা বলেন, গোলামকে কাজে লাগানো যাবে না
  • ৭. কেউ রক্ত সম্পর্কীয় মুহাররাম গোলামের মালিক হলে
  • ৮. উম্মু ওয়ালাদ আযাদ হওয়া
  • ৯. মুদাববার গোলাম বিক্রি করা
  • ১০. যিনি সম্পদের এক-তৃতীয়াংশের কমে গোলাম আযাদ করেন
  • ১১. কেউ সম্পদশালী গোলাম আযাদ করলে
  • ১২. জারজ সন্তান মুক্ত করা
  • ১৩. গোলাম আযাদ করার সওয়াব সম্পর্কে
  • ১৪. কোন ধরণের গোলাম আযাদ করা অধিক উত্তম
  • ১৫. সুস্থ অবস্থায় গোলাম আযাদ করার মর্যাদা
  • ২৫/ কুরআনের কিরআত ও পাঠের নিয়ম (كتاب الحروف والقراءات) ৪০ টি | ৩৯৬৯-৪০০৮ পর্যন্ত 25. Dialects and Readings of the Qur'an (Kitab Al-Huruf Wa Al-Qira'at)
  • কুরআনের কিরআত ও পাঠের নিয়ম
  • ২৬/ গণ-গোসলখানা (كتاب الحمَّام) ১১ টি | ৪০০৯-৪০১৯ পর্যন্ত 26. Hot Baths (Kitab Al-Hammam)
  • ১. গোসলখানায় প্রবেশ সম্পর্কে
  • ২. উলঙ্গ হওয়া নিষেধ
  • ৩. উলঙ্গ হওয়া সম্পর্কে
  • ২৭/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس) ১৩৯ টি | ৪০২০-৪১৫৮ পর্যন্ত 27. Clothing (Kitab Al-Libas)
  • ১. নতুন কাপড় পরার সময় যা বলতে হয়
  • ২. কেউ নতুন কাপড় পরিধান করলে তার জন্য দু‘আ করা
  • ৩. জামা সম্পর্কে
  • ৪. লম্বা ঢিলা জামা সম্পর্কে
  • ৫. খ্যাতি লাভের পোশাক পরা
  • ৬. পশম ও লোমের তৈরী পোশাক পরা
  • ৭. মোটা পোশাক পরিধান করা
  • ৮. রেশম ও পশম মিশ্রিত কাপড় পরিধান করা সম্পর্কে
  • ৯. রেশমী কাপড় পরিধান সম্পর্কে
  • ১০. রেশমী পোশাক পরা নিষেধ
  • ১১. রেশমী সূতার সেলাই ও কারুকার্য করার অনুমতি সম্পর্কে
  • ১২. ওযরবশত রেশমী পোশাক পরা সম্পর্কে
  • ১৩. নারীদের জন্য রেশমী পোশাক বৈধ
  • ১৪. কারুকার্য খচিত ইয়ামেনী চাঁদর পরা
  • ১৫. সাদা কাপড় পরিধান
  • ১৬. ময়লা কাপড় ধুয়ে পরিষ্কার করা
  • ১৭. জাফরান রং দ্বারা রঞ্জিত করা
  • ১৮. সবুজ রং সম্পর্কে
  • ১৯. লাল রং ব্যবহার করা
  • ২০. লাল রং ব্যবহারের অনুমতি
  • ২১. কালো রং ব্যবহার করা
  • ২২. কাপড়ের ঝালর সম্পর্কে
  • ২৩. পাগড়ি সম্পর্কে
  • ২৪. আঁটসাট কাপড় পরা নিষেধ
  • ২৫. বোতাম খোলা রাখা বৈধ
  • ২৬. চাঁদর মুড়ি দিয়ে মাথা ঢেকে রাখা সম্পর্কে
  • ২৭. লুঙ্গি-পাজামা পায়ের টাখনুর নীচে ঝুলিয়ে পরার পরিণতি
  • ২৮. অহংকার সম্পর্কে
  • ২৯. লুঙ্গি-পাজামার নীচ দিকের সীমা
  • ৩০. নারীদের পোশাক
  • ৩১. আল্লাহর বাণীঃ ‘‘তারা যেন তাদের ওড়নার কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়’’ (সূরা আল-আহযাবঃ৫৯)
  • ৩২. মহান আল্লাহর বাণীঃ ‘‘তারা যেন তাদের গলদেশ ও বক্ষদেশ মাথার ওড়না দিয়ে আবৃত করে’’ (সূরা আন-নূরঃ ৩১)
  • ৩৩. নারীদের শরীরের কোন অংশ খোলা রাখা যাবে
  • ৩৪. কৃতদাস তার নারী মনিবের চুল দেখতে পারে
  • ৩৫. মহান আল্লাহর বাণীঃ ‘‘যৌন কামনা রহিত পুরুষ’’
  • ৩৬. মহান আল্লাহর বাণীঃ ‘‘আর মু‘মিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে’’
  • ৩৭. ওড়না কিভাবে পরবে
  • ৩৮. নারীদের জন্য পাতলা কাপড় ব্যবহার
  • ৩৯. কাপড়ে আচলের পরিমাণ
  • ৪০. মৃত প্রাণীর চামড়া সম্পর্কে
  • ৪১. যাদের মতে মৃত প্রাণীর চামড়া ব্যবহার করা যাবে না
  • ৪২. চিতা বাঘ ও হিংস্র জন্তুর চামড়া সম্পর্কে
  • ৪৩. পায়ে জুতা পরার নিয়ম
  • ৪৪. বিছানা সম্পর্কে
  • ৪৫. (দরজা-জানালায়) পর্দা ঝুলানো সম্পর্কে
  • ৪৬. ক্রুশ চিহ্নযুক্ত কাপড় সম্পর্কে
  • ৪৭. ছবি সম্পর্কে
  • ২৮/ চুল আঁচড়ানো (كتاب الترجل) ৫৫ টি | ৪১৫৯-৪২১৩ পর্যন্ত 28. Combing the Hair (Kitab Al-Tarajjul)
  • ১. অধিক জাঁকজমক প্রদর্শন নিষেধ
  • ২. সুগন্ধি পছন্দ করা
  • ৩. চুল পরিপাটি করে রাখা
  • ৪. নারীদের জন্য খেযাব ব্যবহার সম্পর্কে
  • ৫. পরচুলা ব্যবহার
  • ৬. সুগন্ধি ফেরত দেয়া সম্পর্কে
  • ৭. বাইরে যাওয়ার সময় নারীদের সুগিন্ধ ব্যবহার সম্পর্কে
  • ৮. পুরুষের জন্য জাফরানী রং ব্যবহার (নিষেধ)
  • ৯. মাথার চুল রাখা সম্পর্কে
  • ১০. চুলের সিঁথি সম্পর্কে
  • ১১. চুল লম্বা করা সম্পর্কে
  • ১২. পুরুষের চুলের গুচ্ছ সম্পর্কে
  • ১৩. মাথা মুড়ানো
  • ১৪. গুচ্ছ চুল সম্পর্কে
  • ১৫. চুলের গুচ্ছ রাখার (অনুমতি) সম্পর্কে
  • ১৬. গোঁফ ছাঁটা
  • ১৭. সাদা চুল উপড়ে ফেলা সম্পর্কে
  • ১৮. খেযাব ব্যবহার সম্পর্কে
  • ১৯. হলুদ রঙের খেযাব ব্যবহার সম্পর্কে
  • ২০. কালো রঙের খেযাব ব্যবহার সম্পর্কে
  • ২১. হাতির দাঁত ব্যবহার সম্পর্কে
  • ২৯/ আংটি (كتاب الخاتم) ২৬ টি | ৪২১৪-৪২৩৯ পর্যন্ত 29. Signet-Rings (Kitab Al-Khatam)
  • ১. আংটি ব্যবহার করা
  • ২. আংটি ব্যবহার না করা
  • ৩. স্বর্ণের আংটি সম্পর্কে
  • ৪. লোহার আংটি সম্পর্কে
  • ৫. ডান অথবা বাম হাতে আংটি পরা সম্পর্কে
  • ৬. নুপুর সম্পর্কে
  • ৭. সোনা দিয়ে দাঁত বানানো
  • ৮. মহিলাদের স্বর্ণালংকার ব্যবহার সম্পর্কে
  • ৩০/ ফিতনা ও বিপর্যয় (كتاب الفتن والملاحم) ৩৯ টি | ৪২৪০-৪২৭৮ পর্যন্ত 30. Trials and Fierce Battles (Kitab Al-Fitan Wa Al-Malahim)
  • ১. ফিতনা ও তার নির্দশনাবলীর বর্ণনা
  • ২. ফিতনার সময় দ্বন্দ্ব-কলহের চেষ্টা করা নিষিদ্ধ
  • ৩. জিহবা সংযত রাখা
  • ৪. ফিতনার সময় যাযাবর হওয়ার অনুমতি
  • ৫. ফিতনার সময় যুদ্ধে জড়ানো নিষেধ
  • ৬. ঈমানদার ব্যক্তিকে হত্যা করা গুরুতর অপরাধ
  • ৭. শহীদ হওয়ার আশা পোষণ
  • ৩১/ ইমাম মাহদী প্রসঙ্গ (كتاب المهدى) ১২ টি | ৪২৭৯-৪২৯০ পর্যন্ত 31. The Promised Deliverer (Kitab Al-Mahdi)
  • ইমাম মাহদী প্রসঙ্গ
  • ৩২/ যুদ্ধ-সংঘর্ষ (كتاب الملاحم) ৬০ টি | ৪২৯১-৪৩৫০ পর্যন্ত 32. Battles (Kitab Al-Malahim)
  • ১. এক শতাব্দী কালের বর্ণনা সম্পর্কে
  • ২. রোমীয়দের সঙ্গে যুদ্ধ
  • ৩. বিপর্যয়ের আলামাতসমূহ
  • ৪. ধারাবাহিক যুদ্ধ
  • ৫. বিভিন্ন জাতি পরস্পরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে আহবান জানাবে
  • ৬. তুমুল যুদ্ধে মুসলিমদের স্থান
  • ৭. যুদ্ধের ফলে ফিতনা ছড়াবে
  • ৮. তুর্কী ও আবিসিনীয়দের সঙ্গে অকারণে গোলযোগ বাঁধানো নিষেধ
  • ৯. তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ
  • ১০. বাসরাহ সম্পর্কে
  • ১১. ইথিওপিয়া সম্পর্কে
  • ১২. কিয়ামতের আলামাতসমূহ
  • ১৩. ফুরাতের খনিজ সম্পদ উম্মুক্ত হওয়া সম্পর্কে
  • ১৪. দাজ্জালের আর্বিভাব সম্পর্কে
  • ১৫. জাসসার প্রসঙ্গে
  • ১৬. ইবনু সাঈদের ঘটনা সম্পর্কে
  • ১৭. আদেশ ও নিষেধ সম্পর্কে
  • ১৮. কিয়ামত সংঘটিত হওয়া সম্পর্কে
  • ৩৩/ অপরাধ ও তার শাস্তি (كتاب الحدود) ১৪৩ টি | ৪৩৫১-৪৪৯৩ পর্যন্ত 33. Prescribed Punishments (Kitab Al-Hudud)
  • ১. মুরতাদ সম্পর্কে বিধান
  • ২. যে নবী (ﷺ)-কে গালি দেয় তার সম্পর্কিত বিধান
  • ৩. বিদ্রোহ
  • ৪. শাস্তি মওকুফের জন্য সুপারিশ করা
  • ৫. শাসকের নিকট না পৌঁছা পর্যন্ত হাদ্দের অপরাধ গোপন রাখা
  • ৬. কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে যথাসম্ভব তা গোপন রাখা উচিত
  • ৭. হাদ্দের অপরাধী উপস্থিত হয়ে স্বীকারোক্তি করলে তার সম্পর্কে
  • ৮. হাদ্দ থেকে মুক্তি পাওয়ার মতো কথা বলার পরামর্শ দেয়া
  • ৯. যে ব্যক্তি হাদ্দের অপরাধ স্বীকার করে অথচ অপরাধের নাম বলে না
  • ১০. মারধর করে তথ্য বের করা
  • ১১. যে পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যায়
  • ১২. যেসব বস্তু চুরির দায়ে হাত কাটা যায় না
  • ১৩. ছিনতাই ও প্রতারণার অপরাধে হাত কাটা সম্পর্কে
  • ১৪. যে নিরাপদে সংরক্ষিত স্থান থেকে চুরি করে
  • ১৫. ঋণ গ্রহণের পর তা অস্বীকার করলে হাত কাটা প্রসঙ্গে
  • ১৬. পাগল চুরি বা হাদ্দযোগ্য অপরাধ করলে
  • ১৭. নাবালকের অপরাধের শাস্তি
  • ১৮. যুদ্ধের সময় চুরি করলে হাত কাটা প্রসঙ্গে
  • ১৯. কাফন চোরের হাত কাটা সম্পর্কে
  • ২০. একই চোর একাধিকবার চুরি করলে
  • ২১. হাত কেটে চোরের গর্দানে ঝুলিয়ে দেয়া
  • ২২. দাস চুরি করলে তাকে বিক্রি করে দেয়া
  • ২৩. রজম সম্পর্কে
  • ২৪. মাঈয ইবনু মালিকের রজম করার ঘটনা
  • ২৫. নবী (ﷺ) জুহাইনাহ গোত্রের যে মহিলাকে পাথর মারার আদেশ দিয়েছিলেন
  • ২৬. দু’ ইয়াহুদীকে রজম করার ঘটনা
  • ২৭. যে ব্যক্তি মাহরাম নারীর সঙ্গে যেনা করে
  • ২৮. যে ব্যক্তি তার স্ত্রীর দাসীর সঙ্গে যেনা করে
  • ২৯. কেউ কওমে লূতের অনুরূপ অপকর্ম করলে
  • ৩০. যে ব্যক্তি পশুর সঙ্গে সঙ্গম করে
  • ৩১. যদি পুরুষ যেনার কথা স্বীকার করে এবং নারী তা অস্বীকার করে
  • ৩২. যে ব্যক্তি কোনো মহিলার সাথে সঙ্গম ছাড়া অন্য সব কিছু করে এবং কতৃপক্ষের নিকট ধরা পরার পূর্বেই তাওবাহ করে নেয়
  • ৩৩. অবিবাহিত দাসী যেনা করলে
  • ৩৪. রোগীর উপর হাদ্দ কার্যকর সম্পর্কে
  • ৩৫. যেনার মিথ্যা অপবাদদাতার শাস্তি
  • ৩৬. মাদক সেবনের শাস্তি
  • ৩৭. মাদক সেবনের পুনরাবৃত্তি করলে
  • ৩৮. মসজিদে হাদ্দ কার্যকর করা
  • ৩৯. বিচারকের সুবিবেচনামূলক শাস্তি সম্পর্কে
  • ৪০. হাদ্দের ক্ষেত্রে চেহারায় আঘাত না করা
  • ৩৪/ রক্তমূল্য (كتاب الديات) ১০২ টি | ৪৪৯৪-৪৫৯৫ পর্যন্ত 34. Types of Blood-Wit (Kitab Al-Diyat)
  • ১. হত্যার বদলে হত্যা
  • ২. কারো পিতা বা ভাইয়ের অপরাধে তাকে গ্রেফতার করা যাবে না
  • ৩. শাসক বা বিচারক যদি খুনিকে ক্ষমা করার আদেশ দেন
  • ৪. ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে অভিভাবক দিয়াত গ্রহণ করলে
  • ৫. যে ব্যক্তি দিয়াত গ্রহণের পর হত্যা করল
  • ৬. কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে?
  • ৭. কেউ স্বীয় গোলমকে হত্যা বা অঙ্গছেদন করলে তাকেও কি অনুরূপ করা হবে?
  • ৮. সম্মিলিত কসম সম্পর্কে
  • ৯. কাসামার ভিত্তিতে মৃত্যুদন্ড কার্যকর না করা
  • ১০. হত্যাকারী থেকে সমান প্রতিশোধ নেয়া
  • ১১. কাফির হত্যার দায়ে মুসলিমকে হত্যা করা হবে কি না?
  • ১২. কেউ স্বীয় স্ত্রীর সঙ্গে অন্য লোককে দেখতে পেলে সে তাকে হত্যা করবে কি?
  • ১৩. যাকাত আদায়কারীর দ্বারা ভুলবশত কেউ আহত হলে করণীয়
  • ১৪. অস্ত্র ছাড়া অন্য বস্তুর দ্বারা হত্যা করা হলে তার কিসাস সম্পর্কে
  • ১৫. প্রহারের বদলা এবং শাসক তার নিজের উপর কিসাস গ্রহণের সুযোগ দেয়া
  • ১৬. নারীরাও কিসাস ক্ষমা করতে পারে
  • ১৮. দিয়াতের (ক্ষতিপূরণের) পরিমাণ কত?
  • ১৯. ইচ্ছাকৃত হত্যার সদৃশ-এর দিয়াত
  • ২০. অঙ্গ-প্রত্যঙ্গের দিয়াত
  • ২১. ভ্রূণের দিয়াত সম্পর্কে
  • ২২. চুক্তিবদ্ধ দাসের দিয়াত
  • ২৩. যিম্মীর দিয়াত
  • ২৪. কেউ কারো সাথে বিবাদে লিপ্ত হয়ে তাকে প্রতিহত করলে
  • ২৫. অজ্ঞ ডাক্তারের চিকিৎসায় রোগী ক্ষতিগ্রস্ত হলে
  • ২৬. ইচ্ছাকৃতভাবে হত্যা সদৃশ হলো ভুলবশত হত্যার দিয়াত
  • ২৭. গরীব মালিকের ক্রীতদাসের অপরাধ
  • ২৮. কাওমের পারস্পরিক সংঘাতে কেউ নিহত হলে
  • ২৯. পশু যদি পা দিয়ে লাথি মারে
  • ৩০. নির্বাক জন্তু খনি ও কূপ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে তা নিষ্ফল
  • ৩১. আগুন ছড়িয়ে পড়া সম্পর্কে
  • ৩২. দাঁতের কিসাস সম্পর্কে
  • ৩৫/ সুন্নাহ (كتاب السنة) ১৭৭ টি | ৪৫৯৬-৪৭৭২ পর্যন্ত 35. Model Behavior of the Prophet (Kitab Al-Sunnah)
  • ১. সুন্নাতের ব্যাখ্যা সম্পর্কে
  • ২. কুরআন নিয়ে ঝগড়া পরিহার এবং অস্পষ্ট আয়াতের অনুসরণ নিষিদ্ধ
  • ৩. কুপ্রবৃত্তির অনুসারীদের থেকে দূরে থাকা ও তাদেরকে ঘৃণা করা
  • ৪. কুপ্রবৃত্তির অনুসারীদের সালাম করা দেয়া
  • ৫. কুরআন নিয়ে বিতর্ক করা নিষেধ
  • ৬. সুন্নাতের অনুসরণ আবশ্যক
  • ৭. সুন্নাত অনুসরণে আহবান
  • ৮. সাহাবীগণ (রাঃ)-এর ফযীলত সম্পর্কে
  • ৯. খলিফাগণ সম্পর্কে
  • ১০. রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণের ফযীলত
  • ১১. রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের গালি দেয়া নিষেধ
  • ১২. আবূ বাকর (রাঃ)-এর খিলাফাত সম্পর্কে
  • ১৩. ফিত্বনাহ্ চলাকালে বাকসংযমী হওয়া
  • ১৪. নবীগণ (আঃ)-এর মধ্যে মর্যাদা পার্থক্য করা সম্পর্কে
  • ১৫. মুরজিয়া সম্প্রদায় প্রত্যাখ্যাত
  • ১৬. ঈমান বৃদ্ধি ও হ্রাসের দলীল
  • ১৭. তাকদীর সম্পর্কে
  • ১৮. মুশরিকদের শিশু সন্তান সম্পর্কে
  • ১৯. জাহমিয়্যাহ সম্প্রদায় সম্পর্কে
  • ২০. আল্লাহর দর্শন লাভ
  • ২১. জাহমিয়্যাহ মতবাদ প্রত্যাখ্যাত
  • ২২. আল-কুরআন সম্পর্কে
  • ২৩. শাফা‘আত সম্পর্কে
  • ২৪. পুনরুত্থান ও শিঙ্গায় ফুৎকারের বর্ণনা
  • ২৫. জান্নাত ও জাহান্নাম সৃষ্টি সম্পর্কে
  • ২৬. হাওযে কাওসার সম্পর্কে
  • ২৭. কবরের জিজ্ঞাসাবাদ এবং শাস্তি প্রসঙ্গে
  • ২৮. মিযান সম্পর্কে
  • ২৯. দাজ্জালের বর্ণনা
  • ৩০. খারিজীদের সম্পর্কে
  • ৩১. খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করা
  • ৩২. চোরের মোকাবিলা করা
  • ৩৬/ শিষ্টাচার (كتاب الأدب) ৫০২ টি | ৪৭৭৩-৫২৭৪ পর্যন্ত 36. General Behavior (Kitab Al-Adab)
  • ১. নবী (ﷺ)-এর সহনশীলতা ও চরিত্র সম্পর্কে
  • ২. আত্মমর্যাদাবোধ
  • ৩. যে ব্যক্তি রাগ সংবরণ করে
  • ৪. ক্রোধের সময় যা বলতে হয়
  • ৫. ক্ষমা করা ও অপরাধ উপেক্ষা করা
  • ৬. লোকজনের সঙ্গে উত্তমরূপে বসবাস করা
  • ৭. লজ্জাশীলতা
  • ৮. উত্তম চরিত্র সম্পর্কে
  • ৯. কাজে-কর্মে অহংকার দেখানো অপছন্দনীয়
  • ১০. চাটুকারীতা নিন্দনীয়
  • ১১. বিনয় ও নম্রতা সম্পর্কে
  • ১২. অনুগ্রহ প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ
  • ১৩. রাস্তার পাশে বসা সম্পর্কে
  • ১৪. মাজলিসে বসার জায়গা প্রশস্ত করা
  • ১৫. রোদ ও ছায়ার মাঝামাঝি বসা সম্পর্কে
  • ১৬. গোল হয়ে বসা সম্পর্কে
  • ১৭. বৃত্তের মাঝখানে বসা
  • ১৮. অন্যকে বসতে দেয়ার জন্য নিজের স্থান থেকে উঠে যাওয়া
  • ১৯. যার সংস্পর্শে বসা উচিত
  • ২০. ঝগড়া করা নিন্দনীয়
  • ২১. কথা বলার আদব-কায়দা
  • ২২. খুৎবা সম্পর্কে
  • ২৩. লোকদের সাথে পদমর্যাদা অনুযায়ী আচরণ করা
  • ২৪. দু’ ব্যক্তির মাঝে তাদের অনুমতি ছাড়া বসা সম্পর্কে
  • ২৫. কিভাবে বসা উচিৎ
  • ২৬. দৃষ্টিকটুকভাবে বসা
  • ২৭. ‘ইশার সালাতের পর আলোচনা সম্পর্কে
  • ২৮. যে ব্যক্তি চার হাঁটু হয়ে বসে
  • ২৯. কানাঘুষা করা
  • ৩০. কেউ স্বীয় বসার স্থান থেকে উঠে গিয়ে পুনরায় ফিরে এলে
  • ৩১. আল্লাহর যিকর না করেই কারো মাজলিস থেকে উঠে যাওয়ার অপছন্দনীয়
  • ৩২. মাজলিসের কাফ্ফারাহ সম্পর্কে
  • ৩৩. মাজলিসে কারো বিরুদ্ধে অভিযোগ পেশ
  • ৩৪. মানুষ সম্পর্কে সাবধানতা
  • ৩৫. হাঁটার নিয়ম
  • ৩৬. এক পায়ের উপর অপর পা রাখা
  • ৩৭. কথাও এক ধরণের আমানত
  • ৩৮. চোগলখোর
  • ৩৯. দ্বিমুখী চরিত্রের লোক সম্পর্কে
  • ৪০. গীবত সম্পর্কে
  • ৪১. যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষার্থে তার পক্ষ নেয়
  • ৪২. যে ব্যক্তির দোষচর্চা গীবত নয়
  • ৪৩. কেউ কাউকে অপবাদ দিলে সে তার জন্য বৈধ
  • ৪৪. ছিদ্রান্বেষণ নিষেধ
  • ৪৫. মুসলিমের দোষ গোপন রাখা
  • ৪৬. ভ্রাতৃত্ব
  • ৪৭. যারা পরস্পরকে গালি দেয়
  • ৪৮. বিনয় ও নম্রতা
  • ৪৯. প্রতিশোধ গ্রহণ
  • ৫০. মৃত ব্যক্তিকে গালি দেয়া নিষেধ
  • ৫১. বিদ্রোহ নিষেধ
  • ৫২. হিংসা-বিদ্বেষ
  • ৫৩. অভিশাপ দেয়া সম্পর্কে
  • ৫৪. যে ব্যক্তি অত্যাচারীকে বদ দু‘আ করে
  • ৫৫. কেউ তার মুসলিম ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে
  • ৫৬. সন্দেহ করা সম্পর্কে
  • ৫৭. আন্তরিকতা ও নিরাপত্তা সম্পর্কে
  • ৫৮. পরস্পরের মধ্যে মীমাংসা করা সম্পর্কে
  • ৫৯. গান গাওয়া নিষেধ হওয়া সম্পর্কে
  • ৬০. সঙ্গীত ও বাঁশী বাজানো নিন্দনীয়
  • ৬১. হিজড়া সম্পর্কে বিধান
  • ৬২. পুতুল দ্বারা খেলা করা
  • ৬৩. দোলনা সম্বন্ধে
  • ৬৪. পাশা খেলা নিষেধ
  • ৬৫. কবুতর নিয়ে খেলা করা সম্পর্কে
  • ৬৬. করুণা সম্পর্কে
  • ৬৭. নসীহত সম্পর্কে
  • ৬৮. মুসলিমকে সাহায্য করা
  • ৬৯. নাম পরিবর্তন করা
  • ৭০. মন্দ নাম পরিবর্তন করা
  • ৭১. উপনাম সম্পর্কে
  • ৭২. আবূ ঈসা উপনাম রাখা
  • ৭৩. অন্যের পুত্রকে ‘হে আমার পুত্র’ বলা সম্পর্কে
  • ৭৪. কারো আবুল কাসিম উপনাম রাখা সম্পর্কে
  • ৭৫. কারো একই সঙ্গে নবী (ﷺ)-এর নাম ও উপনাম গ্রহণ ঠিক নয়
  • ৭৬. নাম ও উপনাম উভয়টি একত্রে গ্রহণের অনুমতি প্রসঙ্গে
  • ৭৭. সন্তানহীন ব্যক্তির উপনাম
  • ৭৮. নারীদের উপনাম গ্রহণ
  • ৭৯. পরোক্ষ মিথ্যাচার
  • ৮০. কোনো ব্যক্তির 'যা‘আমু' শব্দ ব্যবহার করা সম্পর্কে
  • ৮১. বক্তব্যে ‘আম্মা বা‘দ শব্দের ব্যবহার
  • ৮২. আঙ্গুরকে কারম বলা এবং বাকসংযত হওয়া
  • ৮৩. দাস/সেবক তার মালিককে ‘আমার রব’ বলবে না
  • ৮৪. আমার আত্মা কলুষিত হয়ে গেছে এরূপ না বলা
  • ৮৫. পরিচ্ছেদ নাই
  • ৮৬. আতামার সালাত
  • ৮৭. পরিচিতির ব্যাপারে বিকল্প ব্যবস্থা অনুমোদিত।
  • ৮৮. মিথ্যাচার সম্পর্কে কঠোরতা
  • ৮৯. সুধারণা পোষণ
  • ৯০. ওয়াদা পালন
  • ৯১. না পেয়েও তৃপ্তির ভান করা
  • ৯২. রসিকতা সম্পর্কে
  • ৯৩. কেউ ঠাট্টাচ্ছলে কিছু গ্রহণ করলে
  • ৯৪. বাকপটুতা সম্পর্কে
  • ৯৫. কবিতা
  • ৯৬. স্বপ্ন সম্পর্কে
  • ৯৭. হাই তোলা
  • ৯৮. হাঁচি দেয়া প্রসঙ্গে
  • ৯৯. হাঁচির জবাব দেয়া
  • ১০০. হাঁচির জবাব কতবার দিবে?
  • ১০১. যিম্মীর হাঁচির জবাব কিভাবে দিবে?
  • ১০২. যে ব্যক্তি হাঁচি দেয়ার পর আলহামদুলিল্লাহ বলে না
  • ১০৩. উপুড় হয়ে শোয়া
  • ১০৪. দেয়ালবিহীন ছাদে ঘুমানো সম্পর্কে
  • ১০৫. পবিত্র অবস্থায় ঘুমানো সম্পর্কে
  • ১০৬. কোন্ দিকে মুখ করে ঘুমাবে?
  • ১০৭. ঘুমের সময় যা বলতে হয়
  • ১০৮. রাতে ঘুম থেকে সজাগ হলো যা বলতে হয়
  • ১০৯. ঘুমানোর সময় তাসবীহ পাঠ সম্পর্কে
  • ১১০. সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়
  • ১১১. নতুন চাঁদ দেখে যে দু‘আ পড়তে হয়
  • ১১২. ঘর থেকে বের হওয়ার সময় যা বলবে
  • ১১৩. কেউ নিজ ঘরে প্রবেশকালে কি বলবে?
  • ১১৪. প্রবলবেগে বায়ু প্রবাহের সময় যা বলবে
  • ১১৫. বৃষ্টি প্রসঙ্গে
  • ১১৬. মোরগ ও চতুস্পদ প্রাণী সম্বন্ধে
  • ১১৭. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আযান দেয়া
  • ১১৮. কেউ কারোর (অনিষ্ট) থেকে আশ্রয় প্রার্থনা
  • ১১৯. প্ররোচনা প্রতিহত করা সম্পর্কে
  • ১২০. যে দাস নিজ মনিবের পরিবর্তে অন্যের পরিচয় দেয়
  • ১২১. বংশের গৌরব
  • ১২২. দলপ্রীতি বা পক্ষপাতিত্ব
  • ১২৩. কেউ কারোর ভাল কিছু দেখে তাকে ভালোবাসলে
  • ১২৪. পরামর্শ করা
  • ১২৫. কল্যাণের দিকে পথ দেখানো
  • ১২৬. অসৎ বাসনা
  • ১২৭. সুপারিশ করা
  • ১২৮. চিঠিপত্রে প্রথমে নিজের নাম লেখা সম্পর্কে
  • ১২৯. যিম্মীর নিকট পত্র লিখার নিয়ম
  • ১৩০. পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা
  • ১৩১. ইয়াতীমদের প্রতিপালনের ফযীলত
  • ১৩২. ইয়াতীমের লালন-পালনকারীর মর্যাদা
  • ১৩৩. প্রতিবেশীর হক
  • ১৩৪. দাস-দাসীর হক
  • ১৩৫. কর্তব্যপরায়ণ দাস সম্পর্কে
  • ১৩৬. যে কোনো ক্রীতদাসকে তার মনিবের বিরুদ্ধে উস্কানি দেয়
  • ১৩৭. অনুমতি চাওয়া সম্পর্কে
  • ১৩৮. অনুমতি চাওয়ার নিয়ম
  • ১৩৯. অনুমতি নিতে কতবার সালাম দিবে?
  • ১৪০. কেউ প্রবেশের অনুমতি পাওয়ার জন্য দরজা খটখট করলে
  • ১৪১. কাউকে আহবান করা কি তার জন্য অনুমতি ধর্তব্য?
  • ১৪২. তিন সময়ে প্রবেশানুমতি প্রার্থনা
  • ১৪৩. সালামের প্রসার ঘটানো
  • ১৪৪. সালাম বিনিময়ের পদ্ধতি
  • ১৪৫. যে প্রথমে সালাম দেয় তার ফযীলত
  • ১৪৬. কে প্রথমে সালাম দিবে?
  • ১৪৭. পরস্পর আলাদা হওয়ার পর আবার সাক্ষাৎ হলে তারা কি সালাম দিবে?
  • ১৪৮. শিশুদেরকে সালাম দেয়া
  • ১৪৯. মহিলাদেরকে সালাম দেয়া সম্পর্কে
  • ১৫০. মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিককে সালাম দেয়া সম্পর্কে
  • ১৫১. মাজলিস থেকে বিদায়ের সময় সালাম দেয়া
  • ১৫২. আলাইকাস সালাম বলা অপছন্দনীয়
  • ১৫৩. দলের পক্ষ থেকে একজনের সালামের উত্তর দেয়া
  • ১৫৪. মুসাফাহা সম্পর্কে
  • ১৫৫. কোলাকুলি সম্পর্কে
  • ১৫৬. কারো সম্মানার্থে দাঁড়ানো
  • ১৫৭. কোনো লোকের নিজ সন্তানকে চুমু খাওয়া
  • ১৫৮. দু’ চোখের মাঝে চুমু খাওয়া
  • ১৫৯. গালে চুমু দেয়া সম্পর্কে
  • ১৬০. হাতে চুমু দেয়া সম্পর্কে
  • ১৬১. শরীরে চুমু দেয়া সম্পর্কে
  • ১৬২. পায়ের চুমু দেয়া সম্পর্কে
  • ১৬৩. কোনো ব্যক্তির এরূপ বলা যে, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন
  • ১৬৪. কোনো ব্যক্তির এরূপ বলা যে, আল্লাহ তোমার চক্ষু শীতল করুন
  • ১৬৫. একজন আরেকজনকে বললো, আল্লাহ তোমাকে হিফাযাত করুন
  • ১৬৬. কেউ কারো সম্মানার্থে দাঁড়ালে
  • ১৬৭. যে ব্যক্তি বলে, অমুক আপনাকে সালাম দিয়েছে
  • ১৬৮. কারো ডাকের জবাবে ‘লাব্বায়িক’ বলা
  • ১৬৯. একে অপরকে বলা, আল্লাহ আপনাকে হাসিমুখে রাখুন
  • ১৭০. বাড়ি-ঘর নির্মাণ প্রসঙ্গে
  • ১৭১. উপর তলায় কক্ষ নির্মাণ সম্পর্কে
  • ১৭২. কুল গাছ কাটা সম্পর্কে
  • ১৭৩. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো
  • ১৭৪. রাতে আগুন নিভিয়ে রাখা
  • ১৭৫. সাপ মারা সম্পর্কে
  • ১৭৬. টিকটিকি হত্যা করা সম্পর্কে
  • ১৭৭. পিঁপড়া মারা সম্পর্কে
  • ১৭৮. ব্যাঙ হত্যা করা
  • ১৭৯. পাথর কুচি নিক্ষেপ করা
  • ১৮০. খাতনা করা সম্পর্কে
  • ১৮১. রাস্তায় পুরুষদের সাথে নারীদের যাতায়াত সম্পর্কে
  • ১৮২. সময়কে গালি দেয়া সম্পর্কে