১৬৪১

পরিচ্ছেদঃ

১৬৪১। তোমাদের দাসরা তোমাদের ভাই। অতএব তোমরা তাদের প্রতি সদাচরণ কর। তোমরা তাদের থেকে সাহায্য প্রার্থনা কর সে ব্যাপারে যে ব্যাপারে তোমরা অপারগ হও আর তাদেরকে তোমরা সাহায্য করো যে ব্যাপারে তারা অপারগ হয়ে যায়।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইমাম বুখারী “আলদাবুল মুফরাদ” গ্রন্থে (১৯০) আদম হতে, তিনি শু’বা হতে, তিনি আবূ বিশর হতে বর্ণনা করেন, তিনি বলেনঃ আমি সালাম ইবনু আমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণের এক ব্যক্তি হতে মারফু হিসেবে হাদীস বর্ণনা করতে শুনেছি।

একমাত্র সালাম ইবনু আমর ব্যতীত অন্য বর্ণনাকারীগণ সহীহ বুখারীর মধ্যে ইমাম বুখারীর বর্ণনাকারী। হাফিয যাহাবী বলেনঃ আবু বিশর ইবনু আবী অহশিয়্যাহ ছাড়া অন্য কাউকে তার থেকে হাদীস বর্ণনাকারী হিসেবে জানি না।

আমি (আলবানী) বলছি তা সত্ত্বেও ইবনু হিব্বান তার নীতি অনুযায়ী তাকে "আসসিকাত" গ্রন্থে উল্লেখ করেছেন। আর "আত-তাকরীব" গ্রন্থে উল্লেখ করা হয়েছেঃ তিনি মাকবুল।

আর তার সূত্রেই ইমাম আহমাদ (৫/৩৭১) "দাসরা" শব্দটি বাদ দিয়ে বর্ণনা করেছেন।

সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের মধ্যে আবূ যার (রাঃ) হতে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু তাতে “তোমরা তাদের থেকে সাহায্য প্রার্থনা কর সে ব্যাপারে যে ব্যাপারে তোমরা অপারগ হও” এ কথাটুকু নেই।

সেটিকে আমি "আলইরওয়াউল গালীল" গ্রন্থে (২১৭৬) উল্লেখ করেছি।

أرقاؤكم إخوانكم، فأحسنوا إليهم، استعينوهم على ما غلبكم، وأعينوهم على ما غلبوا
ضعيف

-

أخرجه البخاري في " الأدب المفرد " (190) : حدثنا آدم قال: حدثنا شعبة قال: حدثنا أبو بشر قال: سمعت سلام بن عمرو يحدث عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم مرفوعا. ورجاله كلهم ثقات رجال البخاري في " صحيحه " غير سلام بن عمرو، قال الذهبي " ما علمت حدث عنه سوى أبي بشر بن أبي وحشية ". قلت: وذكره مع ذلك ابن حبان في " الثقات " على قاعدته، وفي " التقريب " أنه: " مقبول ". ومن طريقه أخرجه أحمد (5 / 371) دون لفظة: " أرقاؤكم
وفي " الصحيحين " من حديث أبي ذر نحوه، لكن ليس فيه: " استعينوهم على ما غلبكم ". وهو مخرج في " الإرواء " (2176)

ارقاوكم اخوانكم، فاحسنوا اليهم، استعينوهم على ما غلبكم، واعينوهم على ما غلبوا ضعيف - اخرجه البخاري في " الادب المفرد " (190) : حدثنا ادم قال: حدثنا شعبة قال: حدثنا ابو بشر قال: سمعت سلام بن عمرو يحدث عن رجل من اصحاب النبي صلى الله عليه وسلم مرفوعا. ورجاله كلهم ثقات رجال البخاري في " صحيحه " غير سلام بن عمرو، قال الذهبي " ما علمت حدث عنه سوى ابي بشر بن ابي وحشية ". قلت: وذكره مع ذلك ابن حبان في " الثقات " على قاعدته، وفي " التقريب " انه: " مقبول ". ومن طريقه اخرجه احمد (5 / 371) دون لفظة: " ارقاوكم وفي " الصحيحين " من حديث ابي ذر نحوه، لكن ليس فيه: " استعينوهم على ما غلبكم ". وهو مخرج في " الارواء " (2176)
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ