৭৭৪

পরিচ্ছেদঃ ১১৪: দাঁড়িয়ে পান করা

৪/৭৭৪। ’আমর ইবনে শু’আইব তাঁর পিতা থেকে তিনি স্বীয় দাদা থেকে বর্ণনা করেন যে, ’আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ও বসে পানি পান করতে দেখেছি।’ (তিরমিযী হাসান সহীহ) [1]

(114) بَابُ بَيَانِ جَوَازِ الشُّرْبِ قَائِمًا

وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أَبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ: رَأَيتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَشْرَبُ قَائِماً وقَاعِداً . رواه الترمذي، وقال: حديث حسن صحيح

(114) Chapter: Permission to Drink While Standing


'Amr bin Shu'aib on the authority of his father and grandfather reported: that they saw Messenger of Allah (ﷺ) drink standing, and sitting. [At-Tirmidhi]. The last three Ahadith point out the permissibility of eating and drinking while walking or standing or sitting, but drinking in the sitting position remains the best.