৭৭৫

পরিচ্ছেদঃ ১১৪: দাঁড়িয়ে পান করা

৫/৭৭৫। আনাস রাদিয়াল্লাহু ’আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদাহ বলেন, আমরা আনাস রাদিয়াল্লাহু ’আনহু-কে প্রশ্ন করলাম, ’আর (দাঁড়িয়ে) খাওয়া?’ তিনি বললেন, ’তা তো আরো মন্দ বা আরো জঘন্য কাজ।’ (মুসলিম) [1]

তাঁর অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে ধমক দিয়েছেন।

(114) بَابُ بَيَانِ جَوَازِ الشُّرْبِ قَائِمًا

وَعَن أَنَسٍ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَّهُ نَهَى أَن يَشْرَبَ الرَّجُلُ قَائِماً . قَالَ قَتَادَةُ: فَقُلْنَا لأَنَسٍ: فَالأَكْلُ ؟ قَالَ: ذَلِكَ أَشَرُّ ـ أَوْ أخْبَثُ ـ رواه مسلم . وَفِي رِوَايَةٍ لَهُ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم زَجَرَ عَن الشُّرْبِ قائِماً

وعن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم انه نهى ان يشرب الرجل قاىما قال قتادة فقلنا لانس فالاكل قال ذلك اشر او اخبث رواه مسلم وفي رواية له ان النبي صلى الله عليه وسلم زجر عن الشرب قاىما

(114) Chapter: Permission to Drink While Standing


Anas (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) forbade us from drinking while standing. Qatadah reported: "We asked him: 'What about eating?"' He said: "That is even worse, (or may be he said) more detestable."

Another narration is: Messenger of Allah (ﷺ) reprimanded us for drinking while standing.

[Muslim].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
২/ পানাহারের আদব-কায়দা (كتاب أدب الطعام)