পরিচ্ছেদঃ আরাফা থেকে বের হয়ে মিনার উদ্দেশ্যে বের হওয়ার বিবরণ
৩৮৪৪. ফযল বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহনের পিছনে আরোহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আরাফায়) অবস্থানকালে তাহলীল, তাকবীর দেন এবং দুআ করেন। অতঃপর যখন (মুযদালিফার উদ্দেশ্যে) রওয়ানা হন, তখন লোকজন দ্রুত চলতে থাকেন। তখন তিনি উচ্চ আওয়াযে বলেন, “তোমাদের জন্য জরুরী হলো ধীরস্থিরতা অবলম্বন করা। ”অতঃপর যখন তিনি উপত্যকায় পৌঁছেন, তখন তিনি পানি ঢেলে ওযূ করেন তারপর আবার বাহনে উঠেন। অতঃপর যখন মুযদালিফায় আগমন করেন, তখন তিনি মাগরিব ও ইশার সাথে একত্রে আদায় করেন। অতঃপর যখন ফজরের সালাত আদায় করেন, তখন তিনি অবস্থান করেন। অতঃপর যখন তিনি রওয়ানা হন, তখন লোকজন দ্রুত চলতে শুরু করেন। তারা যখন দ্রুত চলেন, তখন তিনি উচ্চ আওয়াযে বলেন, “তোমাদের জন্য জরুরী হলো ধীরস্থিরতা অবলম্বন করা।” এসময় তিনি তাঁর উষ্ট্রীকে ধরে রাখছিলেন। অতঃপর যখন তিনি মিনার প্রাঙ্গনে প্রবেশ করেন, তখন তিনি বলেন, “তোমাদের জন্য জরুরী হলো নুড়ি পাথরের ন্যায় ছোট ছোট কঙ্কর সংগ্রহ করা, যা জামরায় নিক্ষেপ করা হবে। এসময়ও তিনি জামরায় কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত তালবিয়া পাঠ করছিলেন।”[1]
ذِكْرُ وَصْفِ خُرُوجِ الْمَرْءِ إِلَى عَرَفَاتٍ وَدَفَعِهِ مِنْهَا إِلَى مِنًى
3844 - أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ أَبِي مَعْبَدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ: أَنَّهُ كَانَ رَدِيف رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَقَفَ يُهَلِّلُ وَيُكَبِّرُ اللَّهَ وَيَدْعُوهُ فَلَمَّا نَفَرَ دَفَعَ النَّاسُ فَصَاحَ: (عليكم بالسكينة) فَلَمَّا بَلَغَ الشِّعْبَ إِهْرَاقَ الْمَاءَ وَتَوَضَّأَ ثُمَّ رَكِبَ فَلَمَّا قَدِمَ الْمُزْدَلِفَةَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَلَمَّا صَلَّى الصُّبْحَ وَقَفَ فَلَمَّا نَفَرَ دفع الناس فقال: حين دفعوا: (عليكم بالسكينة) وَهُوَ كافٌّ رَاحِلَتَهُ حَتَّى إِذَا دَخَلَ بَطْنَ منى قال: (عليكم بالحصا الْخَذْفِ الَّذِي يُرْمَى بِهِ الْجَمْرَةَ) وَهُوَ فِي ذلك يُهِلُّ حتى رمى الجمرة.
الراوي : الْفَضْلِ بْنِ عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3844 | خلاصة حكم المحدث: صحيح: م (4/ 71) ، ((صحيح أبي داود)) (1709).
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭০৯)