১২৮৭

পরিচ্ছেদঃ ৪২. রুকু ও সিজদায় মেরুদণ্ড সোজা রাখা আবশ্যক

১২৮৭(২). বদর ইবনুল হায়ছাম (রহঃ) ... আল-আ’মাশ (রহঃ) থেকে তার সনদে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (রুকু ও সিজদায়) তার মেরুদণ্ড স্থিরভাবে সোজা রাখে না তার নামায শুদ্ধ হয় না ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।

بَابُ لُزُومِ إِقَامَةِ الصُّلْبِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ

حَدَّثَنَا بَدْرُ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ ، ثَنَا وَكِيعٌ ، وَعُبَيْدُ اللَّهِ ، وَأَبُو أُسَامَةَ ، وَالْمُحَارِبِيُّ ، وَيَعْلَى ، عَنِ الْأَعْمَشِ ، بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ صُلْبَهُ ..... " . مِثْلَهُ

حدثنا بدر بن الهيثم ثنا محمد بن اسماعيل الاحمسي ثنا وكيع وعبيد الله وابو اسامة والمحاربي ويعلى عن الاعمش باسناده عن النبي صلى الله عليه وسلم قال لا تجزى صلاة لا يقيم الرجل صلبه مثله

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আ‘মাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)