১২৮৭

পরিচ্ছেদঃ ৪২. রুকু ও সিজদায় মেরুদণ্ড সোজা রাখা আবশ্যক

১২৮৭(২). বদর ইবনুল হায়ছাম (রহঃ) ... আল-আ’মাশ (রহঃ) থেকে তার সনদে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (রুকু ও সিজদায়) তার মেরুদণ্ড স্থিরভাবে সোজা রাখে না তার নামায শুদ্ধ হয় না ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।

بَابُ لُزُومِ إِقَامَةِ الصُّلْبِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ

حَدَّثَنَا بَدْرُ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ ، ثَنَا وَكِيعٌ ، وَعُبَيْدُ اللَّهِ ، وَأَبُو أُسَامَةَ ، وَالْمُحَارِبِيُّ ، وَيَعْلَى ، عَنِ الْأَعْمَشِ ، بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ صُلْبَهُ ..... " . مِثْلَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আ‘মাশ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ