পরিচ্ছেদঃ
১৬৪৯। তোমরা তোমাদের সস্তানদেরকে সম্মান প্রদান কর এবং তাদের সুন্দরভাবে শিষ্টাচার শিখাও।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে ইবনু মাজাহ (৩৬৭১), ওকাইলী "আযযুয়াফা" গ্রন্থে (পৃঃ ৭৬), আবু মুহাম্মাদ মিখলাদী "আলফাওয়াইদ" গ্রন্থে (২/২৮৯), খাতীব (৮/২৮৮) ও ইবনু আসাকির (৬/৮/২, ৭/১৬১/২) সাঈদ ইবনু আম্মারাহ ইবনু সাফওয়ান হতে, তিনি হারেস ইবনুন নুমান ইবনু উখতু সাঈদ ইবনু জুবায়ের হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি আনাস ইবনু মালেক (রাঃ)-কে বলতে শুনেছি তিনি মারফু হিসেবে উল্লেখ করেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। ওকাইলী ইমাম বুখারীর উদ্ধৃতিতে হারেস সম্পর্কে উল্লেখ করেছেন যে, তিনি তার সম্পর্কে বলেনঃ তিনি মুনকারুল হাদীস। আর তিনি তার এ হাদীসটি উল্লেখ করেছেন। আর সাঈদ ইবনু আম্মারাহ সম্পর্কে আযদী বলেনঃ তিনি মাতরূক। ইবনু হাযম বলেনঃ তিনি মাজহুল। হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তিনি খুবই দুর্বল।
আর হাফিয যাহাবী "আল-মিযান" গ্রন্থে বলেনঃ তিনি জায়েযুল হাদিস অর্থাৎ হাদীসের ক্ষেত্রে বৈধ। আর তিনি “আলকাশেফ” গ্রন্থে বলেনঃ তিনি মাসতুর (অর্থাৎ তার অবস্থা অস্পষ্ট)।
أكرموا أولادكم، وأحسنوا أدبهم
ضعيف جدا
-
رواه ابن ماجة (3671) والعقيلي في " الضعفاء " (ص 76) وأبو محمد المخلدي في " الفوائد " (289 / 2) والخطيب (8 / 288) وابن عساكر (6 / 8 / 2 و7 / 161 / 2) عن سعيد بن عمارة عن صفوان: حدثنا الحارث بن النعمان ابن أخت سعيد بن جبير قال: سمعت أنس بن مالك يقول: فذكره مرفوعا. قلت: وهذا سند ضعيف جدا، الحارث، روى العقيلي عن البخاري أنه قال فيه: " منكر الحديث ". وساق له هذا الحديث. وسعيد بن عمارة قال الأزدي: " متروك ". وقال ابن حزم: " مجهول ". وقال الحافظ في " التقريب ": " ضعيف ". وأما الذهبي فقال في " الميزان ": " جائز الحديث "! والأقرب قوله في " الكاشف ": " مستور