পরিচ্ছেদঃ
১৬৪৮। আমার উম্মাতের অর্ধেকের জন্য কবর খনন করা হয় কৃদৃষ্টির কারণে। (অর্থাৎ অর্ধেক উন্মাতের মৃত্যু হয় কৃদৃষ্টির কারণে)।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ত্ববারানী "আলমুজামুল কাবীর" গ্রন্থে (২৪/১৫৫/৩৯৯) আলী ইবনু উরওয়া সূত্রে আব্দুল মালেক হতে, তিনি দাউদ ইবনু আবী আসেম হতে, তিনি আসমা বিনতু উমায়েস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ...।
আমি (আলবানী) বলছিঃ হাদীসটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে ইবনু উরওয়া। হাইসামী “আলমাজমা” গ্রন্থে (৫/১০৬) আর সাখাবী “আলমাকাসিদ” গ্রন্থে বলেনঃ তিনি মিথ্যুক।
আমি (আলবানী) বলছিঃ ইমাম সুয়ুতী “আলজামেউস সাগীর” গ্রন্থে হাদীসটিকে উল্লেখ করে গ্রন্থটিকে কালিমালিপ্ত করেছেন।
نصف ما يحفر لأمتي من القبور من العين
موضوع
-
أخرجه الطبراني في " المعجم الكبير " (24 / 155 / 399) من طريق علي بن عروة عن عبد الملك عن داود بن أبي عاصم عن أسماء بنت عميس قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: فذكره. قلت: وهذا موضوع، آفته ابن عروة هذا، قال الهيثمي في " المجمع " (5 / 106) ، والسخاوي في " المقاصد ": " وهو كذاب ". قلت: وهو مما سود به السيوطي " الجامع الصغير "! وانظر " الصحيحة " (747)