হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৬৪৮

পরিচ্ছেদঃ

১৬৪৮। আমার উম্মাতের অর্ধেকের জন্য কবর খনন করা হয় কৃদৃষ্টির কারণে। (অর্থাৎ অর্ধেক উন্মাতের মৃত্যু হয় কৃদৃষ্টির কারণে)।

হাদীসটি বানোয়াট।

হাদীসটিকে ত্ববারানী "আলমুজামুল কাবীর" গ্রন্থে (২৪/১৫৫/৩৯৯) আলী ইবনু উরওয়া সূত্রে আব্দুল মালেক হতে, তিনি দাউদ ইবনু আবী আসেম হতে, তিনি আসমা বিনতু উমায়েস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি ...।

আমি (আলবানী) বলছিঃ হাদীসটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে ইবনু উরওয়া। হাইসামী “আলমাজমা” গ্রন্থে (৫/১০৬) আর সাখাবী “আলমাকাসিদ” গ্রন্থে বলেনঃ তিনি মিথ্যুক।

আমি (আলবানী) বলছিঃ ইমাম সুয়ুতী “আলজামেউস সাগীর” গ্রন্থে হাদীসটিকে উল্লেখ করে গ্রন্থটিকে কালিমালিপ্ত করেছেন।

نصف ما يحفر لأمتي من القبور من العين موضوع - أخرجه الطبراني في " المعجم الكبير " (24 / 155 / 399) من طريق علي بن عروة عن عبد الملك عن داود بن أبي عاصم عن أسماء بنت عميس قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: فذكره. قلت: وهذا موضوع، آفته ابن عروة هذا، قال الهيثمي في " المجمع " (5 / 106) ، والسخاوي في " المقاصد ": " وهو كذاب ". قلت: وهو مما سود به السيوطي " الجامع الصغير "! وانظر " الصحيحة " (747)


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ