পরিচ্ছেদঃ
১৬৩৯। যখন তোমাদের কেউ তার ভাইয়ের কোন কল্যাণকর কিছু দেখবে, তখন সে যেন তাকে সংবাদ প্রদান করে। কারণ তা কল্যাণের ক্ষেত্রে তার উৎসাহ বৃদ্ধি করবে।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে দারাকুতনী "আলইলাল" গ্রন্থে ইবনুল মুসাইয়্যাবের বর্ণনায় আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণনা করে বলেছেনঃ যুহরী হতে এটি সহীহ নয়। আর ইবনুল মুসাইয়্যাব হতে মুরসাল হিসেবেও বর্ণনা করা হয়েছে।
এটিকে হাফিয ইরাকী “তাখরীজুল ইয়াহইয়া” গ্রন্থে (১/২৯৯) উল্লেখ করেছেন। এটি সেই সব হাদীসগুলোর একটি যেগুলো “জামেউল কাবীর”, “জামেউস সাগীর”, “তার সংযোজন” হতে এবং “আলজামেউল আযহার” হতেও ছুটে গেছে।
إذا علم أحدكم من أخيه خيرا، فليخبره، فإنه يزداد رغبة في الخير
ضعيف
-
رواه الدارقطني في " العلل " من رواية ابن المسيب عن أبي هريرة، وقال: " لا يصح عن الزهري، وروي عن ابن المسيب مرسلا ". ذكره الحافظ العراقي في " تخريج الإحياء " (1 / 229 - طبعة دار المعرفة ببيروت) وهو من
الأحاديث التي فاتت " الجوامع ": " الكبير " و" الصغير " و" الزيادة عليه " و" الجامع الأزهر