পরিচ্ছেদঃ
১৬০৩। সাদাকাহ্ যদি একশত ব্যক্তির হাতে যায় তাহলে তাদের জন্য সে পরিমাণই সাওয়াব হবে যে পরিমাণ প্রথমে শুরুকারী ব্যক্তির হবে, তার সাওয়াবের মধ্যে সামান্যতম ঘাটতি ছাড়াই।
হাদীসটি খুবই দুর্বল।
হাদীসটিকে খাতীব (৭/১৩১) বাশীর ইবনু যিয়াদ হতে, তিনি আব্দুল্লাহ ইবনু সাঈদ মাকবুরী হতে, তিনি তার পিতা হতে, তিনি আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। আব্দুল্লাহ ইবনু সাঈদ মাকবুরী সম্পর্কে হাফিয যাহাবী বলেনঃ তাকে মুহাদ্দিসগণ পরিত্যাগ করেছেন। আর বাশীর ইবনু যিয়াদ হচ্ছেন মুনকারুল হাদীস। একে ত্যাগ করা হয়নি।
لومرت الصدقة على يدي مائة لكان لهم من الأجر مثل أجر المبتدىء، من غير أن ينقص من أجره شيء
ضعيف جدا
-
أخرجه الخطيب (7 / 131) عن بشير بن زياد قال: حدثنا عبد الله بن سعيد المقبري عن أبيه عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد ضعيف جدا، عبد الله بن سعيد المقبري، قال
الذهبي: " تركوه. وبشير بن زياد منكر الحديث، ولم يترك