পরিচ্ছেদঃ
১৫৫৫। আমানাত রক্ষা করা হচ্ছে ধনী (অমুখাপেক্ষী) হওয়ার কারণ।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে কাযাঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (৩/১) ইয়াযীদ বুকাশী হতে, তিনি আনাস ইবনু মালেক (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। ইয়াযীদ হচ্ছেন ইবনু আবান রুকাশী। তিনি দুর্বল। যেমনটি হাফিয ইবনু হাজার “আততাকরীব” গ্রন্থে বলেছেন।
الأمانة غنى
ضعيف
-
رواه القضاعي في " مسند الشهاب " (3 / 1) عن يزيد الرقاشي عن أنس بن مالك مرفوعا. قلت: وهذا سند ضعيف، يزيد - وهو ابن أبان الرقاشي - ضعيف، كما قال الحافظ في " التقريب
الامانة غنى
ضعيف
-
رواه القضاعي في " مسند الشهاب " (3 / 1) عن يزيد الرقاشي عن انس بن مالك مرفوعا. قلت: وهذا سند ضعيف، يزيد - وهو ابن ابان الرقاشي - ضعيف، كما قال الحافظ في " التقريب
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ