পরিচ্ছেদঃ
১৫৩৯। নিজ সম্প্রদায়ের মধ্যে বিবাহকারী, নিজ ঘরের মধ্যে ঘাস রোপনকারীর (চাষাবাদকারীর) ন্যায়।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ত্ববারানী, আবু নুয়াইম “আখবারু আসবাহান” গ্রন্থে (১/১৪০) ও তার থেকে যিয়া পূর্বের হাদীসের সনদে বর্ণনা করেছেন। আর এ সনদের মধ্যে কয়েকটি সমস্যা রয়েছে যেগুলো পূর্বের হাদীসের আলোচনার সময় উল্লেখ করেছি।
এ সনদেই অন্য একটি হাদীস নিম্নের বাক্যে বর্ণনা করা হয়ে থাকেঃ
كان لا يكاد يسئل شيئا إلا فعله
তার কাছে যা কিছুই চাওয়া হতো তিনি তাই করতেন।
এটি দুর্বল। এটিকে ত্ববারানী (১/১৩/২) ও তার থেকে যিয়া (১/২৮৬) বর্ণনা করেছেন।
الناكح في قومه، كالمعشب في داره
ضعيف
-
أخرجه الطبراني وأبو نعيم في " أخبار أصبهان " (1 / 140) وعنه الضياء بإسناد الذي قبله. وفيه عدة علل كما بينا. وبهذا الإسناد حديث آخر ولفظه: " كان لا يكاد يسئل شيئا إلا فعله ". ضعيف. أخرجه الطبراني (1 / 13 / 2) وعنه الضياء (1 / 286)