পরিচ্ছেদঃ
৯২৫। গুনাহের মধ্যে কতিপয় গুনাহ রয়েছে যাকে সিয়াম, সালাত, হজ্জ ও জিহাদ মোচন করতে পারে না। জ্ঞান তালাসের মধ্যে চিন্তামগ্ন ও অস্থিরতা তা মোচন করতে পারে।
হাদীছটি দুর্বল।
এটি আবু নোয়াইম "আখবাবু আসবাহান" (১/২৮৭) গ্রন্থে আহমাদ ইবনু আলী ইবনে যায়েদ আদ-দায়নাওয়ারী হতে তিনি ইয়াযীদ ইবনু শুরায়েহ ইবনে মুসলিম হতে তিনি আলী ইবনুল হুসাইন হতে তিনি তার পিতা হতে ... বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। আহমাদ ইবনু আলী এবং ইয়াযীদ ইবনু শুরায়েহ-এর জীবনী কে আলোচনা করেছেন পাচ্ছি না। তাদের উপরের ব্যক্তিগণ নির্ভরযোগ্য, পরিচিত। তাদের মধ্যে সামান্য কথা থাকলেও তা ক্ষতিকর নয় ।
إن من الذنوب ذنوبا لا يكفرها صيام ولا صلاة، ولا حج، ولا جهاد، إلا الغموم والهموم في طلب العلم
ضعيف
-
رواه أبو نعيم في " أخبار أصبهان " (1 / 287) عن أحمد بن علي بن زيد الدينوري: حدثنا يزيد بن شريح بن مسلم الخوارزمي: حدثنا علي بن الحسين بن واقد: حدثني أبي: حدثنا أبو غالب عن أبي أمامة مرفوعا. قلت: وهذا سند ضعيف، أحمد بن علي ويزيد بن شريح لم أجد من ترجمهما. ومن فوقهما ثقات معرفون وفيهم كلام يسير لا يضر. وهذا الحديث مما فات السيوطي فلم يورده في " الجامع الكبير ": بله " الصغير