লগইন করুন
পরিচ্ছেদঃ (১১) আরাফা ও মুযদালিফায় অবস্থান ও সেখান থেকে রওয়ানা হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৮৩৭. আবূ বাকরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় উটের উপর অবস্থান করেন। আর আরেক ব্যক্তি তার উটের লাগাম ধরে থাকেন। তখন তিনি বলেন, “এটা কোন দিন?” অতঃপর আমরা চুপ থাকলাম, আমরা মনে করি যে, তিনি হয়তো এর অন্য কোন নাম দিবেন। অতঃপর তিনি বলেন, “এটা কি কুরবানীর দিন নয়?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি জিজ্ঞেস করেন, “এটা কোন মাস?” অতঃপর আমরা চুপ থাকলাম, আমরা মনে করি যে, তিনি হয়তো এর অন্য কোন নাম দিবেন। অতঃপর তিনি বলেন, “এটা কি যুল হিজ্জাহ মাস নয়?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি জিজ্ঞেস করেন, “এটা কোন শহর?” অতঃপর আমরা চুপ থাকলাম, আমরা মনে করি যে, তিনি হয়তো এর অন্য কোন নাম দিবেন। অতঃপর তিনি বলেন, “এটা কি হারাম শহর নয়?” আমরা বললাম, “জ্বী, হ্যাঁ।” তিনি বলেন, “নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের উপর হারাম, তোমাদের এই শহরে, তোমাদের এই মাসে, তোমাদের এই দিন যেমন হারাম। জেনে রাখো, তোমাদের উপস্থিত ব্যক্তিরা যেন এমন ব্যক্তির কাছে পৌঁছে দেয়, যে এটি তার চেয়ে বেশি সংরক্ষন করবে।”[1]
11 - بَابٌ الْوقُوفُ بِعَرَفَةَ وَالْمُزْدَلِفَةِ وَالدَّفْعُ مِنْهُمَا
3837 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ: وَقَفَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ - أَوْ قَالَ: بِزِمَامِهِ - فَقَالَ: (أَيُّ يَوْمٍ هَذَا؟ ) فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سيُسمِّيه سِوَى اسْمِهِ فَقَالَ: (أَلَيْسَ يَوْمَ النَّحْرِ؟ ) قُلْنَا: بَلَى قَالَ: (فَأَيُّ شَهْرٍ هَذَا؟ ) فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سيُسَمِّيه سِوَى اسْمِهِ فَقَالَ: (أَلَيْسَ بِذِي الْحِجَّةِ؟ ) قُلْنَا: بَلَى قَالَ: (فَأَيُّ بَلَدٍ هَذَا) فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيه سِوَى اسْمِهِ قَالَ: (أَلَيْسَ الْبَلَدَ الْحَرَامِ؟ ) قُلْنَا: بَلَى فَقَالَ: (فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَلَا لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ يُبَلِّغُ مَنْ هُوَ أوعى له منه) الراوي : أَبُو بَكْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3837 | خلاصة حكم المحدث: صحيح: خ (7078) ، م (5/ 108ـ 109).