কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৬০৪১
পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪১-[৭] ইবনু উমার (রাঃ)-এর এক বর্ণনাতে আছে, অতঃপর ইবনুল খত্তাব বালতিটা আবূ বকর এর হাত হতে নিজের হাতে নিলেন। বালতিটি তার হাতে পৌছেই বৃহদাকারে পরিণত হয়ে গেল। আর আমি কোন শক্তিশালী যুবককেও দেখিনি ’উমার-এর মতো পানি তুলতে যে, তাতে সমস্ত লোক পরিতপ্ত হয়ে গেল এবং পানির প্রাচুর্যের কারণে লোকেরা ঐ স্থানকে উটশালা বানিয়ে নিল। (বুখারী ও মুসলিম)
সহীহ: বুখারী ৩৬৮২, ৭০১৯ মুসলিম ১৭-(২৩৯২), ১৯-(২৩৯৩) তিরমিযী ২২৮৯, মা'রিফাতুস সুনান ওয়াল আসার ৭৬, সহীহুল জামি ২৮৬৫, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭০৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩০৪৮৫, মুসনাদুশ শাফি'ঈ ১৩৪৩, মুসনাদে আহমাদ ৪৯৭২, আবূ ইয়া'লা ৫৫১৪, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৭৬৩৫, আল মু'জামুল কাবার লিত তবারাণী ১২৯৯৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭০৩৬।
الفصل الاول ( بَاب مَنَاقِب عمر)
وَفِي رِوَايَةِ ابْنِ عُمَرَ قَالَ: «ثُمَّ أَخَذَهَا ابْنُ الْخَطَّابِ مِنْ يَدِ أَبِي بَكْرٍ فَاسْتَحَالَتْ فِي يَدِهِ غَرْبًا فَلَمْ أَرَ عَبْقَرِيًّا يَفْرِي فَرْيَهُ حَتَّى رَوِيَ النَّاسُ وَضَرَبُوا بعَطَنٍ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (7019) و مسلم (19 / 2393)، (6196) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)