৪৩

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪৩(৩). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... আবু উমামা আল-বাহেলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন কিছু পানিকে-অপবিত্র করতে পারে না—তবে তাঁর ঘ্রাণ ও স্বাদ বিকৃত হলে ভিন্ন কথা।

মুআবিয়া ইবনে সালেহ (রহঃ)-এর সূত্রে রিশদীন ইবনে সা’দ ব্যতীত অপর কেউ হাদীসটিকে মরফুরূপে বর্ণনা করেননি। তিনি তেমন শক্তিশালী রাবী নন। রাশেদ (রহঃ)-এর বক্তব্যই যথার্থ।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، نَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْأَبَّارُ ، نَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الْغَضِيضِيُّ ، نَا رِشْدِينُ بْنُ سَعْدٍ أَبُو الْحَجَّاجِ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " لَا يُنَجِّسُ الْمَاءَ شَيْءٌ إِلَّا مَا غَيَّرَ رِيحَهُ أَوْ طَعْمَهُ " . لَمْ يَرْفَعْهُ غَيْرُ رِشْدِينَ بْنِ سَعْدٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ، وَلَيْسَ بِالْقَوِيِّ ، وَالصَّوَابُ فِي قَوْلِ رَاشِدٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ