১৬৪৭

পরিচ্ছেদঃ

১৬৪৭। তোমরা আমার লাহাদ কবরে আমার কাতীফা কাপড়টি আমার জন্য বিছিয়ে দিও। কারণ নবীগণের শরীরসমূহের উপর যমীনের কর্তৃত্ব দেয়া হয়নি।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইবনু সা’দ “আতত্ববাকাত” গ্রন্থে (খণ্ড ২, কাফ ২, পৃ ৭৫) হাম্মাদ ইবনু খালেদ আলখাইয়্যাত হতে, তিনি উকবাহ ইবনু আবিস সাহাবা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমি হাসানকে বলতে শুনেছি, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি সহীহ। কিন্তু মুরসাল। কারণ হাসান হচ্ছেন হাসান বাসরী। আর হাদীসটির দ্বিতীয় অংশটুকু সহীহ কতিপয় শাহেদ থাকার কারণে। দেখুন "আততারগীব" (২/২৮১-২৮২)।

افرشوا لي قطيفتي في لحدي، فإن الأرض لم تسلط على أجساد الأنبياء ضعيف - أخرجه ابن سعد في " الطبقات " (ج 2 ق 2 ص 75) : أخبرنا حماد بن خالد الخياط عن عقبة بن أبي الصهباء قال: سمعت الحسن يقول: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره. قلت: وهذا إسناد صحيح، لكنه مرسل، فإن الحسن هو البصري، والشطر الثاني من الحديث صحيح له شاهد، بل شواهد، فانظر الترغيب (2 / 281 - 282)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ