লগইন করুন
পরিচ্ছেদঃ
৬৭৩। আল্লাহর শপথ, কৃপণ জান্নাতে প্রবেশ করবে না।
হাদীছটি জাল।
এটি তাম্মাম "আল-ফাওয়ায়েদ" (২/৬০/১) গ্রন্থে এবং তার থেকে ইবনু আসাকির (১৬/২০৩/১) মুহাম্মাদ ইবনু যাকারিয়া আল-গাল্লাবী সূত্রে আল-আব্বাস করেছেন।
ইবনু আসাকির বলেনঃ হাদীছটি নিতান্তই গারীব। আল-গাল্লাবী দুর্বল।
আমি (আলবানী) বলছিঃ বরং হাদীছটি বানোয়াট। গাল্লাবী হাদীছ জালকারী যেমনটি দারাকুতনী বলেছেন। আর আবু বাকর হুযালী নিতান্তই দুর্বল। ইবনু মা’ঈন ও অন্য বিদ্বানগণ বলেছেনঃ তিনি নির্ভরযোগ্য ছিলেন না।
তা সত্ত্বেও সুয়ূতীর “আল-জামেউস সাগীর” গ্রন্থে হাদীছটি ইবনু আসাকিরের বর্ণনা হতে উল্লেখ করা হয়েছে।
قسم من الله عز وجل: لا يدخل الجنة بخيل موضوع - رواه تمام في " فوائده " (2 / 60 / 1 من مجموع الظاهرية رقم 93) وعنه ابن عساكر (16 / 203 / 1) من طريق محمد بن زكريا الغلابي: حدثنا العباس بن بكار: حدثنا أبو بكر الهذلي عن عكرمة عن ابن عباس مرفوعا وقال ابن عساكر: " غريب جدا والغلابي ضعيف قلت: بل موضوع، والغلابي يضع الحديث كما قال الدارقطني. وأبو بكر الهذلي ضعيف جدا، قال ابن معين وغيره: " لم يكن بثقة ". والحديث أورده " الجامع الصغير " من رواية ابن عساكر عن ابن عباس، وهو قصور بين، ولم يتكلم عليه شارحه بشيء