১৫০৩

পরিচ্ছেদঃ ২৫১: কারো পশ্চাতে তার জন্য দো‘আর ফযীলত

২/১৫০৩। উক্ত রাবী (আবূদ দারদা) রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন মুসলিম তার ভাইয়ের অবর্তমানে তার জন্য নেক দো’আ করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা নিয়োজিত থাকেন, যখনই সে তার ভাইয়ের জন্য নেক দো’আ করে, তখনই ফেরেশতা বলেন, ’আমীন এবং তোমার জন্যও অনুরূপ।” (মুসলিম)[1]

(251) بَابُ فَضْلِ الدُّعَاءِ بِظَهْرِ الْغَيْبِ

وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ يَقُوْلُ: «دَعْوَةُ المَرْءِ المُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لأَخِيهِ بِخَيْرٍ قَالَ المَلَكُ المُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ». رواه مسلم

(251) Chapter: The Excellence of Supplicating in one's Absence


Abud-Darda' (May Allah be pleased with him) reported: The Messenger of Allah (ﷺ) said, "The supplication of a Muslim for his (Muslim) brother in his absence will certainly be answered. Everytime he makes a supplication for good for his brother, the angel appointed for this particular task says: 'A meen! May it be for you, too'." [Muslim].