হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৮৪৬

পরিচ্ছেদঃ যখন কোন ব্যক্তি হজ করবে, তখন আরাফায় অবস্থান ও সেখান থেকে প্রত্যাবর্তন করা সম্পর্কে বর্ণনা

৩৮৪৬. উসামা বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফা থেকে রওয়ানা হন। অতঃপর যখন তিনি গিরিপথে আসেন, তখন তিনি অবতরণ করেন এবং পেশাব করেন। তারপর ওযূ করেন। কিন্তু তিনি পরিপূর্ণভাবে ওযূ করেননি। তখন আমি তাঁকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাত।” তিনি বলেন, “সালাতের তোমার সামনে (আদায় করা হবে)। তারপর তিনি বাহনে আরোহন করেন। তারপর যখন মুযদালিফায় আসেন, তখন তিনি নামেন এবং পরিপূর্ণভাবে ওযূ করেন। তারপর সালাতের ইকামত দেওয়া হলে তিনি মাগরিবের সালাত আদায় করেন। তারপর প্রত্যেকেই নিজ নিজ উট আপন স্থানে বসান। তারপর ইশার সালাতের ইকামত দেওয়া হয়। তিনি উভয় সালাত আদায় করেন। কিন্তু উভয় সালাতের মাঝে তিনি অন্য কোন সালাত আদায় করেননি।”[1]

ذِكْرُ وُقُوفِ الْمَرْءِ بِعَرَفَاتٍ وَدَفَعِهِ عَنْهَا إِلَى الْمُزْدَلِفَةِ إِذَا كَانَ حَاجًّا

3846 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ قَالَ: أَخْبَرَنَا أحمد بن أبي بكر عن مالك عن مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ ـ مَوْلَى ابْنِ عَبَّاسٍ ـ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ فَقُلْتُ لَهُ: الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: (الصَّلَاةُ أَمَامَكَ) فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتِ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّاهُمَا وَلَمْ يُصَلِّ بينهما شيئاً. الراوي : أُسَامَة بْن زَيْدٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3846 | خلاصة حكم المحدث: صحيح - ((صحيح أبي داود)) (1681): ق.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ