৯১ সূরাঃ আশ-শামস | Ash-Shams | سورة الشمس - আয়াতঃ ৬
৯১:৬ وَ الۡاَرۡضِ وَ مَا طَحٰهَا ۪ۙ﴿۶﴾
و الارض و ما طحها ۙ۶

কসম যমীনের এবং যিনি তা বিস্তৃত করেছেন। আল-বায়ান

শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর, তাইসিরুল

শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর। মুজিবুর রহমান

And [by] the earth and He who spread it Sahih International

৬. শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তার(১),

(১) এর এক অর্থ শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন। অপর অর্থ হচ্ছে, শপথ পৃথিবীর এবং একে বিস্তৃত করার। [তাবারী]

তাফসীরে জাকারিয়া

৬। শপথ পৃথিবীর এবং তার বিস্তীর্ণতার। [1]

[1] অথবা যিনি তাকে বিস্তীর্ণ করেছেন।

তাফসীরে আহসানুল বায়ান