৮১ সূরাঃ আত-তাকভীর | At-Takwir | سورة التكوير - আয়াতঃ ১১
৮১:১১ وَ اِذَا السَّمَآءُ کُشِطَتۡ ﴿۪ۙ۱۱﴾
و اذا السماء کشطت ۙ۱۱

আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। আল-বায়ান

যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে। তাইসিরুল

যখন আকাশের আবরণ অপসারিত হবে, মুজিবুর রহমান

And when the sky is stripped away Sahih International

১১. আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে(১),

(১) كشطت এর আভিধানিক অর্থ জন্তুর চামড়া খসানো। [কুরতুবী] এর অর্থ অপসারণ করা, সরিয়ে নেয়া। এ হিসেবে আয়াতের অর্থ এই যে, যখন মাথার উপর ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশকে অপসারিত করা হবে। [মুয়াসসার, সা’দী]

তাফসীরে জাকারিয়া

১১। যখন আকাশের আবরণকে অপসারিত করা হবে। [1]

[1] অর্থাৎ, আকাশ ভেঙ্গে ফেলা হবে, যেমন ছাদ ভেঙ্গে ফেলা হয়।

তাফসীরে আহসানুল বায়ান