৮১ সূরাঃ আত-তাকভীর | At-Takwir | سورة التكوير - আয়াতঃ ১০
৮১:১০ وَ اِذَا الصُّحُفُ نُشِرَتۡ ﴿۪ۙ۱۰﴾
و اذا الصحف نشرت ۙ۱۰

আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে। আল-বায়ান

যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে, তাইসিরুল

যখন ‘আমলনামা উন্মোচিত হবে, মুজিবুর রহমান

And when the pages are made public Sahih International

১০. আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,

-

তাফসীরে জাকারিয়া

১০। যখন আমলনামাকে উন্মোচিত করা হবে।[1]

[1] মৃত্যুর সময় মানুষের আমলনামা গুটিয়ে দেওয়া হয়। পুনরায় কিয়ামতের দিন হিসাবের জন্য তা খোলা হবে। যা প্রতিটি ব্যক্তি তা প্রত্যক্ষ করবে। বরং প্রত্যেকের হাতে তা ধরিয়ে দেওয়া হবে।

তাফসীরে আহসানুল বায়ান