৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াতঃ ২
৮০:২ اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰی ؕ﴿۲﴾
ان جاءه الاعمی ۲

কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল। আল-বায়ান

(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল। তাইসিরুল

যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল। মুজিবুর রহমান

Because there came to him the blind man, [interrupting]. Sahih International

* আবদুল্লাহ ইবনে উম্মে মাকতূম

২. কারণ তার কাছে অন্ধ লোকটি আসল।

-

তাফসীরে জাকারিয়া

২। যেহেতু তার নিকট অন্ধ লোকটি আগমন করেছিল। [1]

[1] ইবনে উম্মে মাকতূমের আগমনে নবী (সাঃ) এর চেহারায় যে বিরক্তিভাব ফুটে উঠেছিল তাকে عبس শব্দ দ্বারা এবং তাঁর অমনোযোগী হওয়াকে تولى শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান