৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াতঃ ২৯
৭৮:২৯ وَ كُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰهُ كِتٰبًا ﴿ۙ۲۹﴾
و كل شیء احصینه كتبا ﴿۲۹﴾

আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি। আল-বায়ান

সবকিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। তাইসিরুল

সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে। মুজিবুর রহমান

But all things We have enumerated in writing. Sahih International

২৯. আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।

-

তাফসীরে জাকারিয়া

২৯। সব কিছুই আমি সংরক্ষণ করে রেখেছি লিখিতভাবে। [1]

[1] অর্থাৎ, লাওহে মাহ্ফুযে। অথবা সেই রেকর্ড (কর্ম-বিবরণী) উদ্দেশ্য, যা (কিরামান কাতিবীন) ফিরিশতাগণ লিখে থাকেন। কিন্তু প্রথম অর্থটি অধিকতর সঠিক। যেমন দ্বিতীয় স্থানে আল্লাহ তাআলা বলেছেন,‘‘আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে সংরক্ষিত রেখেছি।’’ (সূরা ইয়াসীন ১২ আয়াত)

তাফসীরে আহসানুল বায়ান