৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াতঃ ২১
৭৮:২১ اِنَّ جَهَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا ﴿۪ۙ۲۱﴾
ان جهنم کانت مرصادا ﴿ۙ۲۱﴾

নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। আল-বায়ান

জাহান্নাম তো ওঁৎ পেতে আছে, তাইসিরুল

নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে। মুজিবুর রহমান

Indeed, Hell has been lying in wait Sahih International

২১. নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান;

-

তাফসীরে জাকারিয়া

২১। নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে রয়েছে -[1]

[1]ওঁৎ পাতার ঘাঁটি এমন জায়গাকে বলা হয়, যেখানে আত্মগোপন করে শত্রুর অপেক্ষা করা হয়। যাতে সেখান হতে তার অতিক্রম করার সময় তড়িঘড়ি হামলা করা সম্ভব হয়। জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় ঐরূপ বসে আছেন। অথবা জাহান্নাম নিজেই আল্লাহর আদেশে কাফেরদের জন্য ওঁৎ পেতে অপেক্ষা করছে।

তাফসীরে আহসানুল বায়ান