কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৩ সূরাঃ আল-মুতাফফিফীন | Al-Mutaffifin | ٱلْمُطَفِّفِين - আয়াত নং -৪ - মাক্কী
৮৩ : ৪ اَلَا یَظُنُّ اُولٰٓئِكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ ۙ﴿۴﴾
তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে, আল-বায়ান
তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে, তাইসিরুল
তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে, মুজিবুর রহমান
Do they not think that they will be resurrected Sahih International
৪. তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুত্থিত হবে।
-
তাফসীরে জাকারিয়া৪। তারা কি চিন্তা করে না যে, তাদেরকে পুনরুত্থিত করা হবে।
-
তাফসীরে আহসানুল বায়ান