কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৬ সূরাঃ আন-নাহাল | An-Nahl | ٱلنَّحْل - আয়াত নং -১৯ - মাক্কী
১৬ : ১৯ وَ اللّٰهُ یَعۡلَمُ مَا تُسِرُّوۡنَ وَ مَا تُعۡلِنُوۡنَ ﴿۱۹﴾
আর আল্লাহ জানেন তোমরা যা গোপন কর এবং যা প্রকাশ্যে ঘোষণা কর। আল-বায়ান
আল্লাহ জানেন তোমরা যা গোপন কর আর যা তোমরা প্রকাশ কর। তাইসিরুল
তোমরা যা গোপন রাখ এবং যা প্রকাশ কর, আল্লাহ তা জানেন। মুজিবুর রহমান
And Allah knows what you conceal and what you declare. Sahih International
১৯. আর তোমরা যা গোপন রাখ এবং যা ঘোষণা কর আল্লাহ তা জানেন।
-
তাফসীরে জাকারিয়া(১৯) তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ কর, আল্লাহ তা জানেন।[1]
[1] আর সেই হিসাবে তিনি কিয়ামত দিবসে পুরস্কার বা শাস্তি দেবেন। সৎশীলকে সৎকর্মের পুরস্কার এবং অসৎশীলকে তার অসৎকর্মের শাস্তি।
তাফসীরে আহসানুল বায়ান