কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৮ সূরাঃ আল-গাশিয়া | Al-Ghashiya | سورة الغاشية - আয়াত নং - ২৫ - মাক্কী

৮৮ : ২৫ اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَهُمۡ ﴿ۙ۲۵﴾

নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন। আল-বায়ান

তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। তাইসিরুল

নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট। মুজিবুর রহমান

Indeed, to Us is their return. Sahih International

২৫. নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে;

-

তাফসীরে জাকারিয়া

২৫। নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।

-

তাফসীরে আহসানুল বায়ান