কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ১০ - মাক্কী

৮০ : ১০ فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰی ﴿ۚ۱۰﴾

অথচ তুমি তার প্রতি উদাসীন হলে। আল-বায়ান

তুমি তার প্রতি অমনোযোগী হলে। তাইসিরুল

তুমি তাকে অবজ্ঞা করলে! মুজিবুর রহমান

From him you are distracted. Sahih International

১০. আপনি তার থেকে উদাসীন হলেন;

-

তাফসীরে জাকারিয়া

১০। তুমি তার প্রতি বিমুখ হলে! [1]

[1] অর্থাৎ, এমন লোকের প্রতি কদর করা উচিত, বৈমুখ হওয়া উচিত নয়। এই সমস্ত আয়াত দ্বারা জানা যায় যে, দাওয়াত ও তাবলীগের কাজে ইতর-বিশেষ করা উচিত নয়। বরং মর্যাদাবান ব্যক্তি হোক চাই অমর্যাদাবান, রাজা হোক চাই ফকীর, সর্দার হোক কিংবা গোলাম, পুরুষ হোক অথবা নারী, ছোট হোক চাই বড় সকলকে একই মর্যাদা দান করা এবং সমষ্টিভাবে সম্বোধন করা উচিত। আল্লাহ তাআলা যাকে চাইবেন নিজের হিকমতানুযায়ী তাকে হিদায়াত দিবেন। (ইবনে কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান