কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | ٱلْحَاقَّة - আয়াত নং - ৩৯ - মাক্কী

৬৯ : ৩৯ وَ مَا لَا تُبۡصِرُوۡنَ ﴿ۙ۳۹﴾

আর যা তোমরা দেখছ না তারও, আল-বায়ান

আর (সে সব জিনিসেরও) যা তোমরা দেখতে পাও না তাইসিরুল

এবং যা তোমরা দেখতে পাওনা – মুজিবুর রহমান

And what you do not see Sahih International

৩৯. এবং যা তোমরা দেখতে পাও না তারও;

-

তাফসীরে জাকারিয়া

(৩৯) এবং যা তোমরা দেখতে পাও না। [1]

[1] অর্থাৎ, আল্লাহর সৃষ্টি করা এমন সব জিনিস, যা মহান আল্লাহর অস্তিত্ব এবং তাঁর কুদরত তথা মহাশক্তিকে প্রমাণ করে। সেগুলো তোমরা দেখতে পাও বা না পাও, সেগুলোর শপথ! পরে আসছে শপথের জবাব।

তাফসীরে আহসানুল বায়ান