কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১৬ সূরাঃ আন-নাহাল | An-Nahl | سورة النحل - আয়াত নং - ৪২ - মাক্কী

১৬ : ৪২ الَّذِیۡنَ صَبَرُوۡا وَ عَلٰی رَبِّهِمۡ یَتَوَکَّلُوۡنَ ﴿۴۲﴾

যারা সবর করেছে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে। আল-বায়ান

(আখেরাতের ঐ পুরস্কার তাদের জন্য) যারা ধৈর্যধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তাইসিরুল

তারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর নির্ভর করে। মুজিবুর রহমান

[They are] those who endured patiently and upon their Lord relied. Sahih International

৪২. যারা ধৈর্য ধারণ করে ও তাদের রবের উপর নির্ভর করে।

-

তাফসীরে জাকারিয়া

(৪২) যারা ধৈর্য ধারণ করেছে এবং নিজেদের প্রতিপালকের উপর নির্ভর করে।

-

তাফসীরে আহসানুল বায়ান