৬২৫০

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য

৬২৫০-[৫৫] ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: আল্লাহ এবং পরকালে উপর যে লোক বিশ্বাস রাখে, সে আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান, সহীহ

اَلْفصْلُ الثَّالِثُ (بَاب جَامع المناقب)

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُبْغِضُ الْأَنْصَارَ أَحَدٌ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

صحیح ، رواہ الترمذی (3906)

وعن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال لا يبغض الانصار احد يومن بالله واليوم الاخر رواه الترمذي وقال هذا حديث حسن صحيحصحیح رواہ الترمذی 3906

ব্যাখ্যা: (لَا يُبْغِضُ الْأَنْصَارَ) অর্থাৎ আনসারদের সকলকে অথবা আল্লাহর প্রতি ও বিচার দিবসের প্রতি ঈমান আনয়নকারী আনসার শ্রেণির ব্যক্তিদের। (তুহফাতুল আহওয়াযী হা. ৩৯১৭)


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৩০: মান-মর্যাদা (كتاب المناقب)