৬৮৪

পরিচ্ছেদঃ ৬০. প্রতি ওয়াক্ত নামাযের জন্য তাইয়াম্মুম করতে হবে

৬৮৪(৩). ইসমাঈল (রহঃ) ... আমের আল-আহওয়াল (রহঃ) থেকে বর্ণিত। আমর ইবনুল আস (রাঃ) বলেন, প্রতি ওয়াক্ত নামাযের জন্য স্বতন্ত্রভাবে তাইয়াম্মুম করতে হবে।

بَابُ التَّيَمُّمِ ، وَأَنَّهُ يُفْعَلُ لِكُلِّ صَلَاةٍ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، نَا إِبْرَاهِيمُ ، نَا أَبُو بَكْرٍ ، نَا ابْنُ مَهْدِيٍّ ، عَنْ هَمَّامٍ ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ ؛ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ قَالَ : يَتَيَمَّمُ لِكُلِّ صَلَاةٍ

حدثنا اسماعيل نا ابراهيم نا ابو بكر نا ابن مهدي عن همام عن عامر الاحول ان عمرو بن العاص قال يتيمم لكل صلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আমির আল আহওয়াল (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)