৩৬৪

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৬৪(৫০). জাফার ইবনে মুহাম্মাদ ইবনে নাসীর (রহঃ) ... মুআব্বিয-কন্যা রুবাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযু করতে দেখেছি। তিনি কান ও মাথার মধ্যবর্তী স্থানসহ মাথার সম্মুখভাগ ও পশ্চাদভাগ মসেহ করেন। তারপর উভয় তর্জনী উভয় কানের ভিতর প্রবেশ করান এবং উভয় কানের ভেতর ও বহির্ভাগ মাসেহ করেন।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، نَا الْمَعْمَرِيُّ ، نَا مُحْرِزُ بْنُ عَوْنٍ ، ثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ عَقِيلٍ ، قَالَ : حَدَّثَتْنِي الرُّبَيِّعُ بِنْتُ مُعَوِّذٍ قَالَتْ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَوَضَّأَ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَمُؤَخَّرَهُ وَصُدْغَيْهِ ، ثُمَّ أَدْخَلَ أَصْبَعُيْهِ السَّبَّابَتَيْنِ ، فَمَسَحَ أُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا

حدثني جعفر بن محمد بن نصير نا المعمري نا محرز بن عون ثنا مسلم بن خالد عن ابن عقيل قال حدثتني الربيع بنت معوذ قالت رايت رسول الله صلى الله عليه وسلم توضا فمسح مقدم راسه وموخره وصدغيه ثم ادخل اصبعيه السبابتين فمسح اذنيه ظاهرهما وباطنهما

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)