পরিচ্ছেদঃ
১৬৬৭। তোমরা (সৎ) কর্মের দিকে ধাবিত হও, অপারগ বৃদ্ধ অবস্থা অথবা হঠাৎ মৃত্যু আগমনের পূর্বে, অথবা বাধাদানকারী রোগে আক্রান্ত হওয়ার পূর্বে, অথবা অচিরেই করব অচিরেই করব এভাবে সময় কাটিয়ে নিরাশ হওয়ার সময় আসার পূর্বে।
হাদীসটি দুর্বল।
এটিকে ইবনু আবুদ দুনিয়া “কাসরুল আমল” গ্রন্থে (২/১৯/২) ইউসুফ ইবনু আব্দুস সামাদ হতে, তিনি মুহাম্মাদ ইবনু আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে, তিনি আবু উমামাহ (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। মুহাম্মাদ ইবনু আব্দুর রহমানের হেফযে ক্রটি থাকার কারণে দুর্বল। তিনি আবু উমামা (রাঃ)-কে পাননি। সম্ভবত তাদের দু’জনের মাঝে তার পিতা আব্দুর রহমান ইবনু আবী লাইলা রয়েছেন।
আর ইউসুফ ইবনু আব্দুস সামাদ মাজহুল।
হাদীসটিকে সুয়ুতী “আলজামে” গ্রন্থে বাইহাকীর “আশশুয়াব” গ্রন্থের উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। আর তার সনদের ব্যাপারে মানবী কোন কিছুই বলেননি। তিনি শুধুমাত্র বলেছেনঃ হাদীসটিকে দাইলামী “আলফিরদাউস” গ্রন্থে আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ তিনি হাদীসটিকে (২/১/২) হুসাইন ইবনু আবুল কাসেম সূত্রে ইসমাঈল হতে, তিনি আবান হতে বর্ণনা করেছেন।
এ সনদটি খুবই দুর্বল। আবান হচ্ছেন ইবনু আবী আইয়্যাশ। তিনি মাতরূক। আর তার নিচের দু’বর্ণনাকারীকে আমি চিনি না।
بادروا بالعمل هرما ناغصا، أوموتا خالسا، أومرضا حابسا، أوتسويفا مؤيسا
ضعيف
-
رواه ابن أبي الدنيا في " قصر الأمل " (2 / 19 / 2) عن يوسف بن عبد الصمد عن محمد بن عبد الرحمن بن أبي ليلى عن أبي أمامة مرفوعا.
قلت: وهذا إسناد ضعيف، محمد بن عبد الرحمن هذا ضعيف لسوء حفظه، ولم يدرك أبا أمامة، فلعل بينهما أباه عبد الرحمن بن أبي ليلى. ويوسف بن عبد الصمد مجهول. والحديث عزاه السيوطي في " الجامع " للبيهقي في " الشعب "، ولم يتكلم المناوي على إسناده بشيء، غير أنه قال: " ورواه الديلمي في " الفردوس " عن أنس ". قلت: أخرجه (2 / 1 / 2) من طريق الحسين بن القاسم عن إسماعيل عن أبان عنه. وهذا إسناد ضعيف جدا، أبان هو ابن أبي عياش، متروك، ومن دونه لم أعرفهما