পরিচ্ছেদঃ
১৬০৯। তাদের (পশুদের) জন্য তাই যা তাদের পেটে রয়েছে (গ্রহণ করেছে) আর যা আমাদের জন্য অবশিষ্ট রয়েছে তা পবিত্র।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইবনু মাজাহ (১/১৮৬), তুহাবী “মুশকিলুল আসার” গ্রন্থে (৩/২৬৭) ও বাইহাকী (১/২৫৮) আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম সূত্রে তার পিতা হতে, তিনি আতা ইবনু ইয়াসার হতে, তিনি আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সেই হাউযগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যেগুলো মক্কা এবং মদীনার মধ্যে ছিল। তারা বললঃ হে আল্লাহর রসূল! সেগুলোতে হিংস্র জন্তু এবং কুকুর পানি পানের জন্য নামে? তখন তিনি বললেনঃ ...৷
ত্বহাবী বলেনঃ এ হাদীস দ্বারা দলীল গ্রহণ করা যাবে না। কারণ, এর কেন্দ্রবিন্দু হচ্ছে বর্ণনাকারী আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম। আর বিদ্বানদের নিকট তার হাদীস শেষ পর্যায়ের দুর্বল।
আমি (আলবানী) বলছিঃ হাদীসটি তিনি যেরূপ বলেছেন সেরূপই। তার কথা বাইহাকীর নিম্নের কথার চেয়েও বেশী সূক্ষ্মঃ
আব্দুর রহমান ইবনু যায়েদ দুর্বল, তার মত ব্যক্তির দ্বারা দলীল গ্রহণ করা যায় না।
বুসয়রী (২/৩৯) বলেনঃ এ সনদটি দুর্বল। আব্দুর রহমান ইবনু যায়েদ সম্পর্কে হাকিম বলেনঃ তিনি তার পিতার উদ্ধৃতিতে বানোয়াট হাদীস বর্ণনা করেন। ইবনুল জাওযী বলেনঃ তারা (মুহাদ্দিসগণ) তার দুর্বল হওয়ার ব্যাপারে ঐকমত্য। এটিকে আবূ বকর ইবনু আবী শাইবাহ হাসান বাসরীর কথা হিসেবে উল্লেখ করেছেন। আর আব্দুর রাযযাক হাদীসটি ইবনু জুরায়েয হতে পৌছেছে (১/৭৭/২৫৩) এভাবে বর্ণনা করেছেন।
لها ما في بطونها، وما بقي فهو لنا طهور
ضعيف
-
أخرجه ابن ماجة (1 / 186) والطحاوي في " مشكل الآثار " (3 / 267) والبيهقي (1 / 258) من طريق عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن عطاء بن يسار عن أبي سعيد الخدري: " أن رسول الله صلى الله عليه وسلم سئل عن الحياض التي تكون بين مكة والمدينة، فقالوا: يا رسول الله! يردها السباع والكلاب؟ فقال رسول الله صلى الله عليه وسلم: فذكره. وقال الطحاوي: " هذا الحديث لا يحتج به، لأنه إنما دار على عبد الرحمن بن زيد بن أسلم، وحديثه عند أهل العلم بالحديث في النهاية من الضعف ". قلت: وهو كما قال رحمه الله تعالى، وهو أدق من قول البيهقي: " عبد الرحمن بن زيد ضعيف لا يحتج بمثله
وقال البوصيري (39 / 2) : " هذا إسناد ضعيف، عبد الرحمن بن زيد، قال فيه الحاكم: روى عن أبيه أحاديث موضوعة، وقال ابن الجوزي: أجمعوا على ضعفه، ورواه أبو بكر بن أبي شيبة من قول الحسن ". وقد رواه عبد الرزاق (1 / 77 / 253) عن ابن جريج بلاغا