পরিচ্ছেদঃ
১৫৬৭। কিতাবের কারামাত হচ্ছে তাতে সীল লাগানোতে।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ত্ববারানী "আলমুজামুল আওসাত" গ্রন্থে যেমনটি “আলমাজমা" গ্রন্থে এসেছে, আবুল হুসাইন মুহাম্মাদ ইবনুল হাসান আসফাহানী “আলমুনতাকা মিনাল জুযইস সানী মিনাল ফাওয়াইদ” গ্রন্থে (২/১), কাযাঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (৫/১), সা’লাবী তার “তাফসীর” গ্রন্থে (৩/১২/২) মুহাম্মাদ ইবনু মারওয়ান সুদ্দী সূত্রে মুহাম্মাদ ইবনুস সায়েব হতে, তিনি আবু সালেহ হতে, (আর আবুল হুসাইন প্রমুখ বলেনঃ ইবনু জুরায়েয হতে, তিনি আতা হতে) তিনি আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি বানোয়াট। এর সমস্যা হচ্ছে এ সুদ্দী। তিনি মিথ্যা বর্ণনা করার দোষে দোষী। তার থেকে আরো হাদীস পূর্বে আলোচিত হয়েছে।
হাইসামী (৮/৯৯) বলেনঃ এর সনদে মুহাম্মাদ ইবনু মারওয়ান সুদ্দী সাগীর রয়েছেন, তিনি মাতরূক।
كرامة الكتاب ختمه
موضوع
-
أخرجه الطبراني في " المعجم الأوسط " كما في " المجمع "، وأبو الحسين محمد بن الحسن الأصفهاني في " المنتقى من الجزء الثاني من (الفوائد) " (2 / 1) والقضاعي في " مسند الشهاب " (5 / 1) والثعلبي في " تفسيره " (3
/ 12 / 1) من طريق محمد بن مروان السدي قال: أخبرنا محمد بن السائب عن أبي صالح، (وقال أبو الحسين وغيره: عن ابن جريج عن عطاء) عن ابن عباس مرفوعا. قلت: وهذا إسناد موضوع، آفته السدي هذا، وهو متهم بالكذب. وقد سبق له غير ما حديث. وقال الهيثمي (8 / 99) : " وفيه محمد بن مروان السدي الصغير، وهو متروك